নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মহত্যা কারো জীবনে কোন ফলাফল নয়।

bangla51214

মন ভাল নেই

bangla51214 › বিস্তারিত পোস্টঃ

কাউকে সম্মান না দিলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে সম্মান করবে না- যোগাযোগ মন্ত্রী

১৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কাউকে সম্মান না দিলে পরবর্তী প্রজন্ম আমাদেরকে সম্মান করবে না। গুণীজনদের সম্মান দিয়ে খুলনা সিটি কর্পোরেশন আজ নিজেরাই সম্মানিত হয়েছে।

তিনি গতকাল সকালে খুলনা শহীদ হাদিস পার্কে মেয়র পদক’১৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশন ও হোটেল ক্যাসল সালাম’র পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। তিনি পদ্মা সেতু নির্মাণ প্রসংগে বলেন, এ পর্যন্ত এক হাজার চারশ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। গত ২ মার্চ প্রধানমন্ত্রী জাজিরা পয়েন্টে ৯৬ কোটি টাকা ব্যয়ে নদী শাসন কাজের উদ্বোধন করেন। ১ হাজার তিনশ কোটি টাকা ব্যয়ে এপ্রোজ রোড নির্মাণের কাজ আগামী মে মাসে শুরু করার লক্ষে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মূল সেতুর নির্মাণ কাজ নিজস্ব অর্থায়নে এবং সরকারের এই মেয়াদেই শুরু হবে। এছাড়া যোগাযোগ মন্ত্রণালয় মালেশিয়ার প্রস্তাবের সার সংক্ষেপ বিবেচনার জন্য সরকারের উচ্চ পর্যায়ে প্রেরণ করেছে। জাতীয় স্বার্থের সাথে সংগতি রেখে অর্থ পাওয়া সাপেক্ষে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে সেতু নির্মাণে কাজ বাস্তবায়ন করা হবে। তিনি খুলনা-যশোর, খুলনা-দাকোপ, খুলনা-সাতক্ষীরা সড়কের দুই কিলোমিটার সড়ক এবং খুলনার প্রবেশদার গল্লামারী সেতু দ্রুত নির্মাণে আশ্বাস দেন। মন্ত্রী আরও বলেন, আমরা ভাল কথা বলি কিন্তু ভালো কাজের দৃষ্টান্ত দেখাইনা, ভুল স্বীকার করি না, যদিও করি তবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না। কিছু কিছু রাজনৈতিক নেতা আছেন, তাদের বক্তৃতা ফরমালিনের চেয়েও বিষাক্ত। এসব হাইব্রিড নেতাদের বিপদের সময় পাওয়া যায় না। এসব চাটুকারদের থেকে সর্তক থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলগীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ফায়েজ উজ্জামান, খুলনা সিটি কর্পোরেশন প্যানেল মেয়র-২ মোঃ মনিরুজ্জামান খান খোকন, প্যানেল মেয়র-৩ রুমা খাতুন, হোটেল ক্যাসল সালাম’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এমএমএ সালাম। এতে স্বাগত বক্তৃতা করেন প্যানেল মেয়র-১ আজমল আহমেদ তপন। ২০১৩ সালের মেয়র পদকপ্রাপ্তরা হলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শেখ আব্দুস সালাম (মরণোত্তর), বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র, চিকিৎসায় ডা. আবুল মতলুব চৌধুরী (বুলু চৌধুরী) মরণোত্তর, খুলনা শিশু হাসপাতাল, শিক্ষা ও সাহিত্যে অধ্যক্ষ মোঃ রুহুল আমিন (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠন-এ মিনা আবিদ শাহরিয়ার (মরণোত্তর), খুলনা নাট্য নিকেতন, ক্রীড়াবিদ ও সংগঠক হিসেবে মহিউদ্দিন আহমেদ গোরা, সমাজসেবা/জনসেবায় রেভাঃ পল মুন্সী (মরণোত্তর), সাংবাদিকতায় শাহাবুদ্দিন আহমেদ, রাজনীতিবিদ হিসেবে মোস্তা গাউছুল হক (মরণোত্তর), ভাষা আন্দোলনে অবদানের জন্য মোঃ তোফাজ্জেল হোসেন, শিল্পে উদ্যোক্তা হিসেবে আনোয়ার হোসেন, (শুধু মাত্র সিটি কর্পোরেশর) শ্রেষ্ঠ পৌরকর দাতা হিসেবে খান অহেদুজ্জামান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এসওএস হারম্যান মেইনার স্কুল ও খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজ । ২০০৯ সাল থেকে বৃহত্তর খুলনা জেলার গুণীজনদের মেয়র পদক প্রদান করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.