![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুলনার সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দরবন আমাদের জন্য মায়ের মত। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে এ বন আমাদের রক্ষা করে। এ বনকে বাঁচিয়ে রাখতে নাগরিকসহ সকলকে একযোগে কাজ করতে হবে। বিশ্ব বন দিবস উপলক্ষে
সুন্দরবন বন বিভাগ এবং জার্মানীর আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
বন সংরক্ষক জহীর হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠেয় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল, পরিবেশ অধিদপ্তরের পরিচালক ড. তরুণ কান্তি শিকদার, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোঃ আঃ হাকিম এবং জিআইজেড-এর সিনিয়র এ্যাডভাইজার ড. কারস্টেন শ্রোয়েডার। রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সুন্দরবন বন বিভাগের (পশ্চিম) বিভাগীয় বন কর্মকর্তা জহীর উদ্দিন আহমেদ।
এবারে দিবসটির শ্লোগান হচ্ছে “ফরেস্ট ফর কমিউনিটি লাইভলিহুড”। অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতির মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।
প্রধান অতিথি তার ভাষণে আরও বলেন, মানুষের অজ্ঞতা এবং প্রয়োজনে আমরা আমাদের বনজ সম্পদের যে ক্ষতিসাধন করেছি তা’ অপূরণীয়। এখন আমাদের সবার উচিৎ ক্ষতি যাতে আর না হয় সে ব্যবস্থা করার পাশাপাশি বনজ সম্পদ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা। তিনি সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে একযোগে গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা ছাড়াও দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল সকাল ন’টায় খুলনা জেলা প্রশাসক কার্যালয় থেকে শোভাযাত্রা এবং সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সেমিনার। সকলেই কালো ব্যাজ ধারণ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারের টেকনিক্যাল সেশনে চারটি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধগুলো উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম রাক্কিবু, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং জিআইজেড-এসডিবিসি সুন্দরবন-এর মোঃ আব্দুল্লাহ আব্রাহাম হোসেন।
©somewhere in net ltd.