নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্মহত্যা কারো জীবনে কোন ফলাফল নয়।

bangla51214

মন ভাল নেই

bangla51214 › বিস্তারিত পোস্টঃ

ভিন্ন খবর : লিভারের চিকিত্সায় হারবাল ‘লিভ ৫২’

০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫

লিভার বা যকৃতের বিভিন্ন সমস্যা দূর করতে ছয়টি ভেষজ উপাদান মিশ্রিত করে তৈরি হয়েছে একটি হারবাল ‘রিমেডি’ বা ওষুধ ‘লিভ ৫২’। একশ’টি লিভ ৫২ ট্যাবলেটের দাম ৬৫ রুপি বা ৯৫ টাকা। প্রচলিত ব্যবস্থায় এ টাকায় লিভারের চিকিত্সা করার কথা কী কেউ ভাবতে পারে!

এ কারণে ভারতের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হারবাল চিকিত্সার ওপর নির্ভর করে। আর এতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ভারতের সবচেয়ে বড় হারবাল কোম্পানি ‘হিমালয়া’। ব্যাঙ্গালোরে কোম্পানিটির কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে প্রায় আশি লাখ ট্যাবলেট, আর দশ হাজার বোতল ওষুধ। প্রায় আড়াইশ’ বিজ্ঞানী নতুন ওষুধ আবিষ্কারের নেশায় গবেষণা করছেন দিন-রাত। উচ্চরক্তচাপ, কিডনিতে পাথর, ডায়াবেটিসসহ অনেক রোগের প্রতিকার বের করেছে হিমালয়া।

এভাবে অনেক রোগীর জীবন বাঁচলেও পশ্চিমা বিশ্বের কাছে হারবালের পরিচিতি ‘বিকল্প ওষুধ’ হিসেবে। এতে ঘোর আপত্তি হিমালয়া কোম্পানির প্রধান নির্বাহী ফিলিপ হেডনের। তিনি বলেন, বিশ্বের সব বড় ওষুধ কোম্পানির সঙ্গে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। গ্ল্যাক্সোস্মিথক্লাইন, বিচেমস, অ্যাসট্রাজেনেকার মতো কোম্পানি যেমন ডায়াবেটিস বা হেপাটাইটিসের জন্য ওষুধ বানায়, তেমনটা আমরাও করি।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের কারণে হারবাল ওষুধ সম্পর্কে বিশ্বব্যাপী এক নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। কিংস কলেজ লন্ডনের এক অধ্যাপকের লেখা ওই প্রতিবেদনে একটি হারবাল রিমেডি ব্যবহার সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। কারণ ওই রিমেডিতে নাকি এমন এক এসিড পাওয়া গেছে, যা কিডনি অসুখের জন্য দায়ী। সূত্র : ডিডব্লিউ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.