নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেশী ম্যান

very nice blog

দেশী ম্যান › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে দেখা করতে না দিয়ে বিম্পি প্রমান করলো এটা একটা ছোটলোকের দল

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

শেখ হাসিনার কেন নাটক করতে হবে? উনি কি কোন ঠ্যাকার মধ্যে আছেন? বিপদে আছেন? নাকি ওনার সরকার পতনের দিকে? শেখ হাসিনাকে দেখা না করতে দিয়ে বিএনপি নিজেই বাশ খাইছে। আওয়ামী লীগের কিছুই হয় নাই। ওয়েট করো, গ্রেফতার যেইদিন হবা সেইদিন দেখা যাবে কত নাটকের কত এপিসোড।

নাটক তোরা করিস, অমানুষের জাত। তোরাই তো বলেছিলি যে শেখ হাসিনা নিজেই নাকি গ্রেনেড মেরেছে। তোদের মাথায় আসলে ঘিলু নাই, তাই পাগলের প্রলাপ দিয়ে বেড়াস।

বাংলাদেশ চালাবে আওয়ামী লীগ, জয় বাংলা।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

নিলু বলেছেন: ছোটলোকের দল নয় , অপরিপক্ষ রাজনীতির দল ,

২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:২৩

গাজী আলআমিন বলেছেন: বিএনপি প্রমান করলো এটা একটা ছোটলোকের দল। মানুষ পুড়িয়ে মারা খুনির দল।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

ল্যাটিচুড বলেছেন: আজকের ঘটনায় পুরাতন সত্য আবারো নতুন করে উপলব্ধি করার সময় এসেছে - " থুতু উপরে ছিটালে, তা নিজের গায়েই পড়ে"

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

তিক্তভাষী বলেছেন: মাননীয় প্রধানমনত্রী 'গরু মেরে জুতো দান' প্রবাদটির সর্বোৎকৃষ্ট উদাহরণ তৈরীতে সক্ষম হয়েছেন।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫১

টি-ভাইরাস বলেছেন: ভাই আপনে মারা যাবার পরে আপনার আম্মা কে বইলেন তার কাছে কেউ যদি আছে সে কি তার সাথে দেখা করবে কি না , একটা মা যার সাথে তার ছেলের ৬ বছর দেখা হয় না , শেষ দেখা না করে ছেলেটা মারা গেল আর আপনারা আছে বাংলাদেশের খারাপ একটা রাজনীতি নিয়ে , আপনারা মানুষ না অন্য কিছু আমার ভাবতে হবে

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩০

আমার পথ চলা ১ বলেছেন: প্রধানমন্ত্রী শোকাহত বিএনপি নেত্রীকে সান্তনা দিতে যাবেন, তা ঠিক আছে। কিন্তু তার পিএস/এপিএসদের কে খালেদা জিয়ার অবস্থা জানানোর পরও তারা ভুল করবে কেন? তারা কেন প্রধানমন্ত্রীকে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে অবহিত না করে, প্রধানমন্ত্রীকে নিয়ে চলে এলেন। তারা বিএনপি নেত্রীর অবস্থা বুঝে কাল বা পরশুও প্রোগ্রামটি ঠিক করতে পারত। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য দায়ী প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা।

২৫ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯

দেশী ম্যান বলেছেন: *** রাজনীতি করেন আপনারা, এত ফাউল কথা বলেন কেন? ইচ্ছা হইসে গেসে, কোন সমস্যা? দেখা করা সাধারন ভদ্রতা। যে কেউ যাইতে পারে, সেখানে প্রধানমন্ত্রী গেছে, দেখা না করে নিজেদেরই বাশ দিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.