![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।
ওদিকে পথ মারাই নি অনেক দিন
আগে প্রায়ই ওখানে যেতাম।
কেন যেতাম??
কারন একজন আমার জন্য ওখানে অপেক্ষা করত।
আমি জানতাম ক্লাস শেষ হলে সে এখানে আসবেই
সে আসবেই, তার আসতেই হবে
কারন আমার ভালবাসাটা রয়েগেছে যে তার কাছে।
আজ ইটের পাজাগুলো আর নেই।
বেঞ্চিটা জীর্ন শীর্ন অবস্থা পরে আছে।
যে গাছটায় হেলান দিয়ে দারাতাম সেটাও আর নেই।
মনে পরছে, একদিন তুমি ব্যাগে করে
পিঠা এনেছিলে
পিপরে গুলো পিঠা খাচ্ছিল বলে খুব করে বকেছিলে তাদের
আমি শুধু মুদ্ধ নয়নে দেখেছিলাম তোমার
পিপরা তারানো দৃশ্য।
অথবা
খুব জোরে ছুটে আসার পর
তোমার ওরনা দিয়ে আমার কপালের ঘাম
মুছার মুহুর্ত
কি বোকাটাই না ছিলাম আমি
বুঝতেই পারিনি জীবনের এখনো অনেকটা বাকি।
ভেবেছি তোমাকে নিয়ে যাব বহুদুর।
কত রাত নির্ঘুম কাটিয়েছি এই আশায়
কখন ভোর হবে
কখন ক্লাশ শেষ হবে আর
কখন আমি সেই পথ ধরে তোমার কাছে যাব।
তোমার অভিমানি গাল
আর তাতে আমার আলতো করে চুমু
তোমার হাতে নিপুন করে আকা মেহেদি
আর তাতে আমার নাম
তোমার দীঘল চুলের সাপের মত আকা বাকা বেনি
আর তাতে আমার ফুল বোনা
অনেক কিছুই মনে পরছে আজ
প্রচন্ড ব্যাস্ত এই শহুরে জীবনে
পুরোনো স্বৃতি গুলো ধরে রাখা খুব কস্ট সাধ্য
তারপরও কেন যেন এই স্বৃতি গুলো
আমার মাথা থেকে কিছুতেই সরতে চায় না
মনে হয় এখনো তোমাকে ভুলতে পারিনি
মনে হয় .............................................
মনে হয়............................................
মনে হয় ..............এখনো তোমাকে..........................ভালবাসি।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:১৩
বশর সিদ্দিকী বলেছেন: ধন্যবাদ আতিক ভাই
কেমন আছেন আপনি??
২| ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৪
অর্থনীতিবিদ বলেছেন: কবিতাটিকে এত নিখুঁত বর্ণনা দিয়ে উপস্থাপন করেছেন পড়ার পড়তে মনে হয়েছে নিশ্চয়ই আপনার বুকের মধ্যে কারো ছবি আকাঁ রয়েছে আজীবনের জন্য। অনেক ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ।
০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
বশর সিদ্দিকী বলেছেন:
কিশোর বয়সের প্রেমের সৃতি সবারই কিছু না কিছু থাকে। তবে চেস্ট করেছি খুব সাধারন ভাবে প্রকাশ করার জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে কমেন্টস এর জন্য।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৬
প্রকৌশলী আতিক বলেছেন: চমৎকার