![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।
পাশের বাসার ভাবি
দিয়েছিল ছাদের চাবি
বলেছিল ছাদে গিয়া খাবি
আমার তেতুলের আচার
ওপরের তালার রিয়া
ছাদের উপরে আসিয়া
ভেটকি একটা দিয়া
আমারে ধরেছিল জরাইয়া
বাড়িওয়ালার ছোট মাইয়া
ছাদের উপরে আইয়া
কাপর হাওয়ায় উরাইয়া
দিয়েছিল আমারে খাওয়াইয়া
এক গ্লাস লেবুর সরবত
নিচ তালার কাজের মেয়ে জরিনা
ফেইসবুকে নাম রাখছিল কারিনা
আমিতো সেইটা কইতাম ফারিনা
ভাবলাম ছাদে গিয়া তারে একবার ধরিনা
মানইজ্জত লইয়া আমি কেন মরিনা
পাশের বাড়ির সুন্দরি লিটা
তার কতা আর কইতা কিতা
সেতি ছাদে উইঠা খুলে চুলের ফিতা
দেইখা মনডায় চায় খুলি পায়ের জুতা
ছাদে উইঠা দেখি ওই বাড়ির একটা মাল
তার আবার ইংরেজগো মত গতরের ছাল
কিন্তু তার চুলে ফ্যাশন দেইখা আমিতো টাল
আমার দাদারও আছিল এর চেয়ে বড় বাল
( কোন এক হাউয়ার কবি বালসাল লেইখা এওয়ার্ড পাইয়া গেল। তাই আমিও একন হইতে কাব্য চর্চা করুম।)
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৯
বশর সিদ্দিকী বলেছেন:
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪
টকদঐ পার্ট ২ বলেছেন:
আপনার কাব্য প্রতিভা ত দারুণ ভাউ
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০
বশর সিদ্দিকী বলেছেন: হে হে হে ...........
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬
অন্ধ আইন বলেছেন:
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১২
বশর সিদ্দিকী বলেছেন: জিহ্বা দেখাইলে কাম হপে না। ছাদেই যাইতে হপে। :
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩
মিজানুল আজম বলেছেন: ড :ড :d