![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যা শুনি যা বুঝি তা নিশ্বঙ্কচিত্তে বলতে চাই।
সরকারি দল বিরোধি দলরে ভালোবাসে না,
আর বিরোধি দল সরকাররে ভালোবাসে না।
আবার এরা কেউই জনগনরে ভালোবাসে না।
দেশের প্রতি ভালোবাসা নাই।
দশের প্রতি ভালবাসা নাই।
লাকি আর শাহবাগ আসেনা,
ইমরান আর লাকিরে ভালোবাসে না।
এদিকে আওমিলিগ এদের কাউরেই আর ভালোবাসে না।
সিনেমার নাইকা এখন নায়করে ভালবাসে না।
ভিলেনও এখন নাইকারে ভালোবাসে না।
আবার এরা কেউই পরিচালকরে ভালবাইসা ভালো অভিনয়ও করে না।
খবরের মাইয়া গুলা আগের মতন আর হাসে না।
ফার্মের মুরগি গুলানও ভালবাইসা বড় বড় ডিম পারে না
কুত্তার মুখে জয় বাংলা শুইনা গরু ভালবাইসা আর হাম্বা ডাকে না
১০০ টাকার নোট ৫০০ টাকার নোটরে ভালবাসে না
৫০০ টাকার নোট ১০০০ টাকার নোটরে ভালবাসে না
আবার এরা কেউই আমার মানিব্যাগরে ভালোবাসে না
প্রেমিকারা আগের মত ভালবাইসা চুম্মা দেয় না
প্রেমিকরা এখন আর সেই চুম্মার উত্তরও দেয় না
আবার এরা কেউই ভালবাইসা চুম্মার মানেই জানে না
রবিবাবু কদম্বরি দেবিকে ভালবাসে নাই
কদম্বরি দেবি রাবিবাবুর খাটে যায় নাই
আমি তোমারে ছারা কাউরে ভালবাসিনা
তুমিও আমারে ছারা কাউরে ভালবাসনা
অথচ আমরা কেউই ভালবাসার জন্য
একটা ভাল বাসা খুইজা পাইনা
এটা একটা ভালবাসার ক্রাইসিস কবিতা। এখানে ভাল কেন বাসা হইলো না তা খুজে পাওয়া যাবে না। তবে কেউ ভাল একটা বাসা পাইলে জানাইয়েন। লাগবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৯
জনাব মাহাবুব বলেছেন: জটিল লিখছেন।
কেউ কাউরে ভালোবাসে না।