![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার,ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না আর।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা।https://www.facebook.com/mamunabdullah.press
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ইত্যাদি মার্কা হেডলাইন খবরের কাগজে প্রায়ই চোখে পড়ে। তাই বিয়ে নয় সহবাসে সাধটুকু মেটাতে রাজি সিমি। বিয়েটা তার কাছে আদৌ কোনও সম্পর্ক নয় বরং সামাজিক চাপ। এই চাপ নিতে সে রাজি নয়। সম্পর্ক বা ইচ্ছে মেটানোর জন্য কোনও ধরনের স্বীকৃতিরই প্রয়োজন আছে বলে মনে হয়না তার কাছে??
জোর করে চাপিয়ে দিয়ে তো কিছু হয় না। বয়স অনু্যায়ী প্রতেকের একটা সেক্সুয়াল চাহিদা আছে। সেটা মেটানোর জন্য বিয়ে কেন করতে হবে? বিয়ে মানেই তো হাজারও জটিলতা, কমিটমেন্ট। মন তার ইচ্ছে অনু্যায়ী বদলায়। তাই বিয়ে বা লিভ ইনের কমিটমেন্ট মানে একটা অনিশ্চয়তা। তার চেয়ে পছন্দের মানুষের সঙ্গে শুধু সহবাসের সম্পর্ক অনেক বেটার। অন্তত ঝামেলা ছাড়াই ভাল মতো বাঁচা যায়।
জন্ম-মৃত্যু আর বিয়ে নাকি ওপর থেকে নির্ধারিত। ঈশ্বর বিবাহের সুতো যার সঙ্গে ঠিক করে রেখেছেন, তবেই তার সঙ্গে হবে। এ নিয়ে অযথা মাথার চুল ছিঁড়ে কোনও লাভ নেই।
যেদিন থেকে মানুষ-সমাজ বুঝেছে, বিবাহ নিয়ে তাই মাতামাতি কাণ্ড শুরু করেছে। প্রাচীন যুগে নাকি বিবাহযোগ্য তরুণরা ডাবল বেডের খাট অর্ধেক করে বিবাহ ইচ্ছা জানান দিত। একবিংশ শতকে নারী যখন লজ্জাকে আবরণ থেকে আভরণে পরিণত করেছে, তখন নিজেরাই প্রেমিক নির্ধারণ করে পরিবারের সামনে পেশ করতে শুরু করেছে।
যতই অপসংস্কৃতিবান বলে এই জেনারেশনকে অপবাদ দেওয়া হোক, এই একটি ব্যাপারে কিন্তু সারমর্ম বুঝে নিয়েছে এই আধুনিক তরুণ তরুণীরা। সে কারণেই বিয়ে নয়, বরং ‘ইয়ে’ নিয়েই বেশি মাথাব্যথা তাদের। সময় হলে বিয়েটাও নিশ্চয় হবে, তাই বয়স পেরিয়ে গেলেও কবে বিয়ে হচ্ছে, সে প্রশ্নে যথেষ্ট বিরক্ত আধুনিক প্রজন্ম। কারণ, বিয়ের মাধ্যমে শরীর শরীর খেলার সামাজিক স্বীকৃতির প্রতি এত নির্লিপ্ত এ নব্য প্রজন্ম যে, বিয়ের আশপাশে ধরা দিতে তারা রাজি নয়।
সম্পর্ক নিয়ে কোনও দ্বিচারিতা নয়। বরং বদলে যাওয়া আধুনিকমনস্কতা যে সাবালকত্ব দিয়েছে, তাতে নিজেরটুকু বুঝে নেওয়ার সিদ্ধান্তই নিতে চাচ্ছে তারা।
বলছি না যে, বিয়ের প্রয়োজন নেই। এত বছর ধরে চলে আসা সামাজিক নিয়ম, রীতি সেটা দুম করে আদিম বলা কিংবা ভেঙ্গে ফেলা যাবে না। কিন্তু শুধুমাত্র সেক্সের ছাড় পাওয়ার জন্য বিয়েতে আপত্তি সিমিদের। যারা বিয়ে নামক প্রতিষ্ঠানে নিজেদের মেলাতে চায় না তারা কি শুধুই সন্ন্যাসী হবে? আর সহবাস,শারীরিক সম্পর্ক খুব স্বাভাবিক চাহিদা, তাই সেটার জন্য বিয়ের মতো ঢাকঢোল পেটানোটা বোকামি মনে হয় তাদের কাছে।
এই নব্য প্রজন্মের সিমিরা চায়, বিয়েটা যেমন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার সুতোয় দুলছে, সহবাসের ক্ষেত্রেটাও যেন একই রকম হয়………………………
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫
বাটাগোর বাস্কা বলেছেন: লেখক বলেছেন: ভালো লাগা কিংবা মন্দ লাগা, পক্ষে -বিপক্ষে, গ্রহন কিংবা বর্জন সেটা নিতান্তই ব্যক্তির ইচ্ছার বিষয়। সংখ্যালঘিষ্ট কয়েকজনকে দিয়ে পুরো বিষয়কে জেনারেলাইজ করা যায় না। আপ্নার "খাটাস" নামটা আমার ব্যাপক ভাল্লাগছে। পড়ার জন্য ধন্যবাদ।
২| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৩১
শিব্বির আহমেদ বলেছেন: কুকুরের বিয়ে করার প্রয়োজন নেই ।
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩০
বাটাগোর বাস্কা বলেছেন: শুধু কুকুর কেন ভাই?? যেসব নারী-পুরুষ ঘরে স্বামী-স্ত্রী এবং সন্তান রেখে পর নারী-পুরুষের প্রতি আসক্ত হয়ে পড়ে কিংবা যেসব পুরুষ সামনে কাজের সাইনবো্র্ড লাগিয়ে পিছনে কু্ত্তার মত জিহবা বের করে বসে থাকে ছলে বলে কৌশলে কাজের নাম দিয়ে নারীর শরীরকে চেটেপুটে খাওয়ার জন্য তাদের বিয়ের প্রয়োজন নেই । যেসব নারী স্বপ্ন পুরণের নেশায় পর পুরুষের কাছে স্বেচ্ছায় লুণ্ঠিত হয় তাদেরও বিয়ের প্রয়োজন নেই। শুধু কুকুর নয় অনেক মানুষেরও বিয়ে না করে সারাজীবন সন্ন্যাসী থাকা অনেক ভালো..।
৩| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৪০
আদম_ বলেছেন: কোন পক্ষে না থাকাটা কাজের কথা নয়।
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
বাটাগোর বাস্কা বলেছেন: প্রতিটি মানুষই কোন না কোন পক্ষকে দৈহিক, মানসিক কিংবা উভয়ভাবে সমর্থন দেয়। তবে ডানপন্থী,বামপন্থী,সাদাপন্থী, কালাপন্থী নয়, মধ্যমপন্থীই সর্বোত্তম...।
৪| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪
মোমের মানুষ বলেছেন: পশুদের বিয়ে করার কোন প্রয়োজন নেই। তারা যার সাথে ইচ্ছে তাদের সাথেই মিলিত হতে পারে। এ জন্য তাদের মাঝে কোন বাবা-মা, সন্তান-সন্ততি, ভাই-বোনের, স্থান-কাল-পাত্রের কোন ভেদাভেদ নেই। আমরা মানুষ। আমরা পশু না। আমরা পশুর মত জীবন যাপন করতে চাই না। মানুষের মত জীবন যাপন করতে চাই.
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৪
বাটাগোর বাস্কা বলেছেন: ''আমরা পশুর মত জীবন যাপন করতে চাই না। মানুষের মত জীবন যাপন করতে চাই''। ঠিকই বলেছেন, তবে মানুষ কখন কখনও পশুর চেয়ে অধম হয়..পশুর যৌনতার মধ্যে কোন বৈচিত্রতা নেই, হিংস্রতা নেই, যা মানুষের মধ্যে রয়েছে।পড়ার জন্য এবং সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ..
৫| ১০ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০
আহমেদ রশীদ বলেছেন: শ্ুেয়ােরর িবেেয় করার দরকার েনই
১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
বাটাগোর বাস্কা বলেছেন: যেসব পুরুষ নিজেরা গনিকাবৃত্তিতে ইন্ধন যুগিয়ে পতিতার সাথে রাত কাটায় আর বাসর রাতে বউকে বলে আমি পবিত্র, জীবনে তুমিই প্রথম, তুমিই আমার ভালবাসা।তাদেরও বিয়ের প্রয়োজন নেই। যেসব পুরুষ বিয়ের পরও রাস্তায় মেয়ে দেখলেই শকুনের মত তাকিয়ে থাকে, জিহ্বা নাড়তে থাকে নেড়ি কুকুরের মতো তাদেরও বিয়ের প্রয়োজন নেই। যেসব নারী-পুরুষ স্বামী কিংবা স্ত্রীর অনুপস্থিতে রুমে অন্য নারীকে নিয়ে বেডরুমে সময় পার করে তাদেরও বিয়ে না করে নপুংসক থাকা প্রয়োজন নয় কি??
৬| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
রাজীব নুর বলেছেন: !!!
১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
বাটাগোর বাস্কা বলেছেন:
৭| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হুমম.... আপনার অবস্থানটা বলেন আগে।
১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৭
বাটাগোর বাস্কা বলেছেন:
৮| ১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
স্বপ্নহীন নায়ক বলেছেন: যে যুগ আসতেছে,বর্তমানে চারপাশে যেসব ঘটনা ঘটছে, তাতে বিয়ের পরিবর্তে সহবাসের হার না বাড়ার কোন কারণ নাই। ভাল লিখেছেন ভাই, চরম বাস্তবতা তুলে এনেছেন। পোষ্টে+++++++++++++++++
১০ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯
বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নায়ক ভাই,.বাস্তবতা বড়ই নিষ্ঠুর, বড় কঠিন। দৃশ্যের আড়ালে যে কত কিছু ঘটে...সব কিছু বলতে নেই।সময়ের সাথে সাথে সহবাস , সহঅবস্থান আর কত কিছু ঘটবে.... ???
৯| ২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৮
প্রেমবিদ্বেষী বলেছেন: আমিও বিয়ে ছাড়া সহবাস করতাম চাই। কিন্তু কাউকে পাই না। পাইলে আমার কাজের বুয়ার দরকার হইতনা............। দুদিকেই লাভ.......
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
খাটাস বলেছেন: আপনি সিমির পক্ষে না বিপক্ষে বোঝা গেল না। পক্ষে লিখলে আপনার মানসিকতার উন্নতি প্রয়োজন বলে আমার ধারনা। কারন বিয়ে শুধু শরীর শরীর খেলা নয়। আর নিরপেক্ষ তা থেকে লিখলে ভালই লিখছেন, অতি আধুনিকতা ও প্রগতিশীলতা এর ছাপ এসেছে।