![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই অদ্ভুত এক ইচ্ছা জাগে আমার,ইস!আমি যদি কচ্ছপ হতে পারতাম। কি চমৎকারভাবে মাথাটা দেহের ভিতরে গুটিয়ে নিয়ে পথ চলতে পারতাম,শরীরে শক্ত একটা খোলস থাকতো, অপমান বোধটা গায়ে লাগতো না আর।কিন্তু নিয়তির ছকে আমি বাধা, আমি কখনো কচ্ছপ হয়ে উঠিনা।https://www.facebook.com/mamunabdullah.press
বয়স তখন তিন কি চার,আমি বাবার কোল,মায়ের কোল,ভাইয়ের কোল থেকে পাড়া পড়শির কোলে ঘুড়ে বেড়াই।মেয়ে বলে সবাই কাছে টানে,আদর করে চুমু দেয়, আরো কত কি। বয়স যখন দশ এগারো, শরীরে হালকা পরিবর্তন, গায়ের জামা খুলতে আমার অস্বস্তিবোধ লাগে,যদি কেউ দেখে ফেলে! পাড়ার ছেলে,যুবক বুড়োগুলো যখন আমার দিকে তাকিয়ে থাকত, মিষ্টি কথার ছলে শরীর স্পর্শ করতো তখন বুজতাম না। এখন বুঝি ওরা আসলে মনে মনে আমার শরীরের স্বাদ নিত। আমাকে একটু আদর করত, কাছে টেনে নিত ।কারণ আমি মেয়ে..!!
স্কুল জীবন পার করতে গিয়ে বহুবার প্রেমে পড়েছি।কিন্তু পুরুষের সেই শরীর দেখা আর নোংরা কথার হাত থেকে রেহাই পাইনি।প্রতিবাদ করিনি কখনো ।ভয়. !যদি কোন অঘটন ঘটে যায়। যৌবন আসে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা রাখি, কত যুবক আমাকে প্রেম নিবেদন করে।কিন্তু সেখানেও সর্বনাশের হাতছানি। ছেলেগুলো প্রেমের প্রলোভন দেখিয়ে শরীরটাকেই পেতে চায়।আমি চাইনা ভালবাসা ছাড়া পুরুষকে শরীর উজাড় করে দিতে।কিন্তু পুরুষের ভালবাসার মিষ্টি বুলির ফাঁদে পড়ে পতিত হই।পরিণাম জেনেও আবেগের প্রবল ঝড়ে সাড়া দেই পুরুষের আহবানে।কিন্তু এখানেও বিপর্যয়।তেতুলের স্বাদ নেওয়া শেষে পুরুষ উড়াল দেয় অন্য তেতুলের সন্ধানে।
এখন বড় হয়েছি। দেখি,কত নামি দামি খ্যাতিমান পুরুষ, নিজেরা পতিতাবৃত্তিতে ইন্ধন যুগিয়ে সুন্দরী কচি তরুণীদের সঙ্গে রাত কাটায় আর বাসর ঘরে বউকে বলে আমি খাটি,পবিত্র।জীবনে তুমিই প্রথম।তুমিই আমার ভালবাসা।যখন রাস্তায় বের হই,দেখি পুরুষগুলো শকুনের মত তাকিয়ে থাকে,জিহ্বা নেড়ে লালা ঝড়াতে থাকে নেড়ি কুত্তার মতো।আমি ইচ্ছামত পোষাক পড়তে পারি না, রাতে একা বের হতে পারি না। কারণ আমি তেতুল। আমাকে দেখলে পুরুষের দ্বিমুখী জল নিস:রণ হয়। আমাকে চেটেপুটে স্বাদ নিতে ইচ্ছে করে তাদের। এখানেই শেষ নয়, স্বাদ নেয়ার পর আমাকে তেতুলের বিচির মত দুরে ছুড়ে ফেলে দেয়।
কণ্টকময় পথ পাড়ি দিয়ে যখন আমি তারকা বনে যাই।পুরুষ ভাবে কত রঙ্গিন আমার জীবন।আমি স্টার,ব্যস্ততার শেষ নেই, ভক্ত, অনুরাগী, প্রেমের প্রার্থীর অভাব নেই। অথচ কেউ জানে না, আমি যে কর্পোরেট দুনিয়ায় দাসী, পণ্য, সেক্স সিম্বল। পার্থক্য এটুকুই এ জগতে আমি তেতুলের চেয়েও একটু ভিন্ন স্বাদের, একটু আলাদা। এখানে সবাই আমার স্বাদ নিতে পারে না।
লৈঙ্গিক ক্ষমতা আর তেতুল তত্ত্বের বলেই সত্তরের কোটায় পা রেখেও বুড়োগুলা ষোল বছরের তরুণী নিয়ে দিব্যি আমোদ ফুর্তি করে।আর আমার রুপ যৌবনে একটু ভাটা পড়লে কেবল যুবকরা নয় বুড়োগুলানও মুখ ফিরিয়ে নেয়। কারণ আমি যে তখন কেবলই তেতুলের খোসা। অথচ যৌবনে আমি একটু রুপ বদলালে চারপাশের পুরুষগুলো বলে বেড়ায়,মেয়েটি কলগার্ল,নষ্টা। তাকে ভালবাসা যায় না।
শৈশব কৈশোরে হাউজ টিউটর থেকে শুরু করে স্কুল শিক্ষক,নিকটাত্বীয়,বন্ধু।যৌবনে অফিসের বস কিংবা সহকর্মী সবার কাছেই আমি তেতুল, আমি টক, জল উদ্রেককারী।আমাকে দেখলে তাদের দিলে লালা এসে যায়।কখনো কখনো সে লালা আমার শরীরকেও ভিজিয়ে দেয়। লালার ধংশনে আমার স্বপ্নগুলো দু:স্বপ্নে পরিণত হয়।
সবশেষে এটাই বলার,হে পুরুষ,আমি তেতুল নই,কলগার্ল নই,সেক্স সিম্বল নই।এ সমাজ আর তুমি পুরুষই আমাকে তেতুল বানাও,যৌন প্রতিমার তকমা লাগাও, কলগার্ল হতে বাধ্য করো।সব দোষ তুমি পুরুষের আর এ ভ্রম পুরুষতান্ত্রিক সমাজের !!!!
উৎসর্গ: সামিয়া আলমকে।
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
বাটাগোর বাস্কা বলেছেন: লেখক বলেছেন: আমরা নারীকে সম্মান করবো। নারীদেরকেও বলছি,, আপ্নি স্বেচ্ছায় তেতুল না হতে চাইলে কেউ আপ্নাকে তেতুল বানাতে পারবে না।
সেই মেয়েটি এখন সুপারস্টার..!!!!
'বিশ্বের যা কিছু মহান চির কল্যাণকর, অর্ধকে তার করিয়াছে নারী অর্ধেক নর'।
২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২০
ফুরব বলেছেন: হে পুরুষ,আমি তেতুল নই,কলগার্ল নই,সেক্স সিম্বল নই।এ সমাজ আর তুমি পুরুষই আমাকে তেতুল বানাও,যৌন প্রতিমার তকমা লাগাও, কলগার্ল হতে বাধ্য করো।সব দোষ তুমি পুরুষের আর এ ভ্রম পুরুষতান্ত্রিক সমাজের !!!!
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪২
বাটাগোর বাস্কা বলেছেন: ধন্যবাদ ফুরব,,, ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪২
জগ বলেছেন: তেতুলের স্বাদ নেওয়া শেষে পুরুষ উড়াল দেয় অন্য তেতুলের সন্ধানে।
১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
বাটাগোর বাস্কা বলেছেন: হে নারী,,মনে রাখো, এ প্রেম শ্বাশত প্রেম নয়
এ কপট প্রেম, যে প্রেম শুধু ভুলিয়ে ভোগ করতে জানে।
নারী, তুমি নিজেকে মহিমান্বিত কর
অদৃশ্য পর্দার আড়ালে ঢেকে রাখ
নিজেকে আড়াল কর অশ্লীল সভ্যতা ও পুরুষের কাম চোখ থেকে।
৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩
জগ বলেছেন: ++++++++++++++++
সরাসরি প্রিয়তে
১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৮
বাটাগোর বাস্কা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ, মিস্টার জগ ,,,,,,আপ্নার জগটাকে তো আগেরকার দিনের রাজা বাদশাদের জগের মত লাগতাছে । খুব দামি বুঝি.????????আমার খুব পছন্দ হইছে।
৫| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৮
কাজী ভাইয়া বলেছেন: হযরত আল্লামা শাহ আহমেদ শফি সাহেব (দাঃ)
সফি সাহেবের তেঁতুল তত্ত্ব ও Experts at the University of Chicago in America
আমি তেতুল, আমি টক, জল উদ্রেককারী
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
বাটাগোর বাস্কা বলেছেন: আল্লামা শফি সাহেবের তেতুল তত্ব সর্ম্পকে আমার প্রিয়া নারীবাদী লেখিকা তসলিমা দিদি বলেছেন.....।
'বেচারা আল্লামাকে দোষ দিচ্ছ কেন খামোকা? প্রতিদিন মেয়েদের পড়াশোনা বন্ধ করে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের চাকরি করতে দেওয়া হচ্ছে না, বার্থ কন্ট্রোল করতে দেওয়া হচ্ছে না, মেয়েদের দিয়ে পুরুষের ঘর সংসার সন্তান সামলোনার কাজ করানো হচ্ছে।
প্রতিদিন ঘরে বাইরে মেয়েরা যৌনবস্তু হিসেবে ব্যবহৃত হচ্ছে। লোকটা এসব কথা না বললেও এভাবেই চলছিল সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই তো চলছিল। লোকটা, আমার মনে হচ্ছে, খুব সৎ লোক। পলিটিক্যালি কারেক্ট হওয়ার কায়দাটা এখনও শেখেনি। ধুরন্দররা ওসব শিখে নেয় আগেভাগে। তারপর তলে তলে সমাজটাকে নষ্ট করে। আল্লামা কিন্তু নতুন কোনও কথা বলেনি। সবার জানা কথাগুলোই বলেছে।'
৬| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২
খাটাস বলেছেন: লোকটা এসব কথা না বললেও এভাবেই চলছিল সমাজ।
সুন্দর লিখেছেন ভাই।
১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
বাটাগোর বাস্কা বলেছেন: মানুষ স্বভাবগতভাবেই বহুগামী। তবে এভাবে কেউ বলে না। কেউ ভাবে না। কিন্তু ভ্রম এ সমাজে ভিতরে ভিতরে বহুগামীতা আর তেতুল তত্ত্বকেই লালন করে।
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন এই কামনা রইল।
৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:২৯
স্বপ্নহীন নায়ক বলেছেন: প্রতেক মানুষই তার নিজস্ব আইডিওলজিকে নিজের বিবেকের উপর স্হান দেয় কোন বাদ বিচার ছাড়াই। শুধু নিজস্ব দল, মত, পথের সঙ্গে মিলে গেলে এরা কোদালকে কোদাল বলে না। ঘুরিয়ে ফিরিয়ে কোদালকে সুঁই বলার অপপ্রচেষ্টায় লিপ্ত থাকে। আবার নিজস্ব দল, মত, পথের সাথে না মিললে এরা সুঁইকেও কোদাল বানিয়ে দিতে পারে। কখনো কখনো এরা আইডিওলোজি ও বিবেকের সংকটে পড়ে চেতনা হারিয়ে ফেলে।
সবশেষে এটাই বলার,,,শফী, তুই কেন লালা ঝড়ানো থিওরি দিলি..????? !
৮| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২
বাটাগোর বাস্কা বলেছেন: আমারও একই প্রশ্ন,,,,,,,,,,শফী দাদা, বুড়ো বয়সে তুই কেন লালা ঝড়ানো থিওরি দিলি..?????
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩
সিটিজি৪বিডি বলেছেন: আসুন আমরা নারীকে সম্মান করি।