নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

এসো মন___

০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০০

এসো মন___

এসো খেলা করি,

এক হাতে খাতা আর

অন্য হাতে কলম নিয়ে,



আমার খাতায় তোমায়

আর তোমার খাতায় আমায় নিয়ে

চলবে আঁকা আঁকি!



নয়তোবা লিখে দিয়ো,

কোনো ছোট্ট বিন্দু!

যার কেন্দ্রে হবে আমার অবস্থান।



নয়তো কলমের আঘাতে

ছিদ্র করে দিও তুমি

আমার সমান্তরাল বুক!



নয়তো লাজে লুকিয়ো নিও

অগচরে অন্য কোথাও মুখ.…



তোমার আঘাতে হবো আমি

ছিন্ন-ভিন্ন হবো অসমান!

হয়তো আদর করে তুমি ই আবার

এই আমাকে বক্ষে জড়াবে একদিন

আপন ভেবে নিজের অজান্তেই।



আমায় ছিড়ে ফেলনা!

আমায় দুমড়ে মুচড়ে দিও না!

আমার মাঝে লিখে যেও

তোমার যতো দুঃখ

তোমার যতো আনন্দ।



আমি আমার মাঝে তোমাকে___

শুধু তোমাকে নিয়েই

আজন্মের পথ পাড়ি দিতে চাই।

তোমার আঘাতেই আমি,

ক্ষত-বিক্ষত হতে চাই।



তোমার প্রতিবারের স্পর্শে

আমি প্রাণ ফিরে পেতে চাই,

আমাকে তোমার কাছ থেকে

কখনো আলাদা করোনা।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৫০

মাক্স বলেছেন: সুন্দর!

০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৭

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++

০৭ ই জুলাই, ২০১৩ রাত ২:৩২

বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ কষ্ট করে পড়বার জন্য।

৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫০

আমিনুর রহমান বলেছেন:


চমৎকার +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.