![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
আমি হয়তো কোনোদিন কারো বুকে
জাগাতে পারিনি ভালোবাসা,
ঢালতে পারিনি কোনো বন্ধুত্বের
শিকড়ে একটু জল-
ফোটাতে পারিনি কারো একটিও আবেগের ফুল
তাই তোমাকে পাইনি বা পেয়েও হারিয়ে ফেলেছি আমি ।
আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি;
আমার প্রেমিকা বা মনের মানুষ ছিলো
হয়তো ছিলো হয়তো না,
বন্ধু ছিলো না,
ঘরবাড়ি, বংশপরিচয় কিচ্ছু ছিলো না,
আমি ভাসমান শ্যাওলা ছিলাম,
শুধু নষ্ট ছেলে ছিলাম সমাজের চোখে।
কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে
এভাবে প্রেমিকা ভেবে,
কারো সুখকে এভাবে বুকের মধ্যে
নিজের অনন্ত সুখ ভেবে,
আমি আজো বেঁচে আছি নষ্ট ছেলে হয়ে ।
তোমাদের সকলের উষ্ণ ভালোবাসা, তোমাদের
সকল প্রেম
আমি সারি সারি চারাগাছের মতন আমার বুকে
রোপণ করেছি,
একাকী সেই প্রেমের শিকড়ে আমি
ঢেলেছি অজস্র জলধারা।
সকলের বুকের মধ্যেই একেকজন নারী আছে,
প্রেম আছে, নিসর্গ-সৌন্দর্য আছে,
আছে অশ্রুবিন্দু
আমি সেই অশ্রু, প্রেম, নারী ও স্বপ্নের জন্যে
দীর্ঘ রাত্রি একা জেগে আছি।
নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে )
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
বাসুরী বাসীয়ালা বলেছেন: আমি নিজে ভ্রাতা আমার নাম এইটা ।
২| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
বটের ফল বলেছেন: কবিতা ভালো লেগেছে। ++++++++++++ দিয়ে গেলাম।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৬
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা.।
ভালো থাকবেন।
৩| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++++++ রইল হতাশা মূলক কবিতায়।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: হতাশা ভরা এই জীবনে আর কি বা লিখার আছে ভ্রাতা।
তাই জা ই লিখতে যাই না কেন হতাশা এসে পড়ে ।
ভালো থাকবেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:১১
আরজু পনি বলেছেন:
কবিতা ভরা হতাশা !
নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) কে?