![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
হিমু হবার নীতিমালা গুলো নিচে দেওয়া হল। যার যার হিমু হতে ইচ্ছা আছে তাহারা নিজ দায়িত্বে পড়তে পারেন এবং অনুসরণ করতে পারে।
১৷ বয়স আঠারোর উপর হতে হবে৷ আঠারোর নিচে হিমু হওয়া যাবে না৷ বিশেষ ব্যবস্থায় আঠারোর নিচেও হিমু হওয়া যাবে, তখন বাবা-মা এবং স্কুলের হেডমাস্টার সাহেবের অনুমতি লাগবে৷
২৷ হলুদ পাঞ্জাবি বাধ্যতামূলক৷ শীতকালে হলুদ চাদর পরা যেতে পারে৷ বাংলাদেশের সীমানার বাইরের হিমুরা হলুদ পাঞ্জাবির বদলে হলুদ শার্ট বা জ্যাকেট পরতে পারবে৷
৩৷ খালি পা বাধ্যতামূলক না৷ কম দামি চামড়ার স্যান্ডেল পরা যেতে পারে৷ শীত প্রধান দেশের হিমুরা জুতা-মোজা পরতে পারবে৷
৪৷ প্রতি পূর্ণিমায় পূর্ণচন্দ্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকা বাধ্যতামূলক৷ মেঘ-বৃষ্টির কারণে চাঁদ দেখা না গেলে কল্পনায় চাঁদ দেখতে হবে৷
৫৷ বৃষ্টি বাদলার দিনে ছাতা ব্যবহার করা যাবে না৷ এক জায়গা থেকে আরেক জায়গায় বৃষ্টিতে ভিজতে ভিজতে যেতে হবে৷ ঠাণ্ডা লেগে গেলে চিকিৎসা নিতে হবে৷ হিমুরা শরীর ঠিক রাখার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে পারে৷ এতে কোনো বাধা নেই৷
৬৷ রাতে নির্জন রাস্তায় হাঁটার বিধান শিথিলযোগ্য৷ বইপত্রে দেখা যায়, হিমুরা সন্ত্রাসী এবং পুলিশের সঙ্গে ঠাট্টা তামাশা করে৷ নব্য হিমুদের এই কাজ করতে কঠিনভাবে নিষেধ করা হচ্ছে৷ র্যাব এর হাত থেকে শত হস্ত দূরে থাকা বাঞ্ছনীয়৷
৭৷ হিমুরা কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থনকারী হতে পারবে না৷ তাদের একটাই নীতি হিমুনীতি, রাজনীতি নয়৷
৮৷ হিমুদের জন্য সপ্তাহে দুইদিন নিরামিষ আহার বাধ্যতামূলক৷ বাকি দিনগুলোতে মনের সুখে খাওয়া-দাওয়া করা যাবে৷
ঌ৷ হিমুদের পাঞ্জাবিতে পকেট থাকে না৷ তবে কেউ যদি পকেট রাখেন তবে দোষ হবে না৷
১০৷ হিমুরা কখনোই মানিব্যাগ ব্যবহার করতে পারবে না৷
১১৷ তারা সব সময় হাস্যমুখে থাকবে, সবার সঙ্গে ঠাট্টা ফাজলামি ধরনের কথা বলবে, তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যদের সঙ্গে কখনো না৷ তারা ঠাট্টা ফাজলামি বুঝে না৷
১২৷ আদি হিমুর পিতা যেসব নীতিমালা হিমুর জন্য লিখে গেছেন সেইসব নীতিমালা নিয়মিত পাঠ করতে হবে৷ সেই মতো জীবনচর্যাও পরিচালিত করতে হবে৷
১৩৷ হিমুরা কখনোই কোনো তরুণীর সঙ্গে হৃদয়ঘটিত ঝামেলায় জড়াবে না৷ একসঙ্গে ফুচকা খাওয়া, ফাস্টফুড খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ৷ তবে রুপা কে নিয়ে ভাবতে পারবেন,
আর যদি লিখা লিখির অভ্যাস থাকে লিখতে পারেন ।
১৪৷ এক হিমু অন্য হিমুকে আপন ভাইয়ের মতো দেখবে৷
১৫৷ বিশেষ বিশেষ উৎসবে, যেমন পহেলা বৈশাখ, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারিতে সব হিমুরা একত্রিত হয়ে হিমু সঙ্গীত গাইবেন৷ হিমু সঙ্গীত এখনো লেখা হয়নি৷ সঙ্গীত লেখা এবং সুর দেওয়া হিমু গেজেটে প্রকাশ করা হবে৷
সংগ্রহীত কিছু কিছু ...............
১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৪
বাসুরী বাসীয়ালা বলেছেন: ঠিক বলেছেন ভ্রাতা,
বাল জামাত ভাই ভাই
আমরা সব চুদির ভাই।
২| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:২১
লিংকন১১৫ বলেছেন: himura ki biye tiye korte parbena ?
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫০
বাসুরী বাসীয়ালা বলেছেন: এইডা কি বললেন ভ্রাতা হিমুরা বিয়ে করলে
মহাপুরুষ হবে কে ???
৩| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪১
একজন আরমান বলেছেন:
হিমু হওয়ার ইচ্ছা নাই। এই বেশ ভালো আছি।
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫২
বাসুরী বাসীয়ালা বলেছেন: তোরে আমি হিমু হইতে বলি নাই, আমি হিমু হুমু
তুই হিমু হইলে আমি কার বিয়ে তে মজা করুম নাচুম ??
৪| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৫
আমি অপদার্থ বলেছেন:
হিমু হমুনা বাসীয়ালা হমু।
১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: তাইলে তো ভালো আমার আর একজন পাটনার পাওয়া যাইবো,
দুজন মিলে বাঁশী বাজামু আর পরীরে নাচামু হে হে হে
৫| ২১ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৯
আমি অপদার্থ বলেছেন:
সত্যিই কি পরী নাচবে??? তাহলে আজি শুরু করে দেয়। কি বলেন?
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৬
বাসুরী বাসীয়ালা বলেছেন: চলেন শুরু করে দেয়,এমন বাঁশী বাজাবো পরী আসবে আর নাচবে ও। না নাইচা যায়বো কই।
৬| ২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭
জর্জিস বলেছেন: "হিমুরা কখনো কোন মেয়ের হাত ধরে না"---কোন বইয়ের শেষ লাইন মনে নাই
২৩ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭
বাসুরী বাসীয়ালা বলেছেন: আমি ও পড়েছি কিন্তু ঠিক মনে করতে পারছি না কোন বইতে লিখা।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:০২
আমার মন বলেছেন: এই মুর্হুতে দরকার হিমু পার্টির সরকার