নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

তুমি নেই.............................

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২

তোমাকে হারিয়েছি আজ অনেক দিন হয়,

হয়তো তোমার জীবনটাকে নতুন করে

সাজিয়ে নেবে,অন্য কারো হাতে তোমার হাতটি

সপে দেবে,,হয়তো ভুলেই গেছো বা ভুলে যাবে পুরোনো স্মৃতি!!

আর ভুলবেনা কেনো?তুমি কি আমার মত বোকা

যে স্মৃতি জড়িয়ে বেঁচে থাকবে ??

আমি তো বোকা , সত্যি আমি বোকা ।

তাই আজও তোমার স্মৃতির মালা গলাই জড়িয়ে

পড়ে আছি হয়তো আবার আসবে ফিরে!!

কিন্ত তা তো না তুমি বুদ্ধিমানের মত হয়তো

তোমার হৃদয়ে অন্য কাউকে সাথী করে নেবে !!!!

তুমি বার বার আমার বোকামর জন্য অনেক

কথা বলতে,কিন্ত কি করার আছে বল?

আমায় যে দিন তুমি বিদায় বলে চলে গেলে

সেদিনও আমি কিছুই করতে পারিনি,,

নির্বাক হয়ে অপলক নয়নে তোমার চলে যাওয়াটাই

দেখতে রইলাম,,পারলাম না তোমার হাতটি ধরে রাখতে,,

সাথে নিয়ে গেলে আমার নিস্পাপ ভালবাসা গুলো,

আজ জীবনটা শুন্য হয়ে গেছে

নিভে গেছে প্রদীপ,অন্ধকার চারদিক,,

যে আলো তুমি নিয়ে এসেছিলে

সেই আলো তুমি নিয়ে গেলে

আমি অন্ধকারে থেকে গেলাম !!!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১১

Tubelight Shovo বলেছেন: মেয়েরা তো এমন ই হয়। আর মাওরা ছেলে রা বোকার মত কিছু স্মৃতি নিয়ে বেচে থাকি.। এইতো জীবন.।.।

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

বাসুরী বাসীয়ালা বলেছেন: সব মেয়েরা এমন হয় না ভ্রাতা কিছু কিছু মেয়েরা এমন হয়।
ধন্যবাদ ভালো থাকবেন।

২| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

একজন আরমান বলেছেন:
সেই আলো তুমি নিয়ে গেলে
আমি অন্ধকারে থেকে গেলাম !!!
:(

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

বাসুরী বাসীয়ালা বলেছেন: তুই ভাই অন্ধকারে নেই, তোর আকাশ একটু মেঘে ঢেকে গেছে ,মেঘ সরে গেলে আলো ফিরে পাবি আবার , দেখিস আমি বললাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.