নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসুরীর ডায়েরী

আমার লিখা কোন লিখার বা পড়ার পর্যায় পড়ে না, তারপর ও লিখি......

বাসুরী বাসীয়ালা

দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।

বাসুরী বাসীয়ালা › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন চিঠি

২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:২২

রাত্রি অনেক হলো চোখে নেই কোন ঘুম,

রুপা তুমি কী জেগে আছো ?

এখন ও কী বারান্দায় বসে আমার জন্য অপেক্ষা করছো ?

আমি রাতের খোলা আকাশ দেখছি আর গন্তব্য বিহীন হেঁটে যাচ্ছি।

আমার সিক্স সেন্স বার বার বলেছিলো আজ তুমি ঘুমিয়ে পড়েছ,

তুমি তো আমার কোন কথা বিশ্বাস করো না

কিন্তু আজ আমি সত্যি তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছি,

দেখলাম তোমার ঘরের বাতি নেভানো আর বারান্দা টা ও ফাঁকা ।

একবার মনে চেয়েছিলো চিৎকার করে তোমার নাম ধরে ডাকি,

সবাই বলে আমি মানুষ কে বিভ্রান্ত করি,আজ ডাকা ডাকি করলে

তুমি তো বিভ্রান্ত হতে সাথে তোমার বাবা আমাকে গুলি করার জন্য প্রস্তুত হত।

তাই তোমাকে আজ ডাকি নাই,আজ বিভ্রান্ত করতে মনে চাইনি।

তবে আমি যে এসেছিলাম তার একটা চিহ্ন রেখে গেলাম,

আমি তোমার জন্য কদমফুল নিয়ে এসেছিলাম,একটু কালচে রং হয়ে গেছে,

তারপর ও এখন ও তাজা মনে হয়,ফুলগুলো তোমার দরজার সামনে রেখে এসেছি।

সকালে ঘুম থেকে ওঠে দরজা খুলে ফুলগুলো পাবে।

আমি জানি আর কেউ না বুঝলেও তুমি ঠিকই বুঝবে আমি এসেছিলাম।

আর আমি জানি তুমি ফুলগুলোর গন্ধ শুকে পরম আবেশে জড়িয়ে রাখবে।

তার সাথে নিরব কান্না কেঁদে যাবে।আর আমাকে খোজার চেষ্টা করবে।

ভালো থেকো রুপা,আমাকে খুঁজে লাভ নেই পাবে না।

আর কয়দিন পরে পূর্ণিমা হবে,আর আমি জ্যোৎস্না খাবো

আর সেই কারনে লোকালয় ছেড়ে যাত্রা শুরু করেছি।

বিদায় রুপা ভালো থেকো,অনেক শুভ কামনা রইলো।



হিমু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.