![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু' টাকার ছেঁড়া নোটের মতই আমি অচল। অচল আছি এবং থাকবো। অচল থাকতে ভালোবাসি। আমি উপেক্ষিত, নিন্দিত, সমালোচিত। আমি অশান্ত, অশ্লীল, অসামাজিক। আমি অসার, নিথর, নিস্তব্ধ। আমি সাধারণ, আমি অনাদৃত, অনাবশ্যক। আমি বেহায়া, অভদ্র, বন্য। আমি নষ্ট ছেলে। সত্যি আমি নষ্ট ছেলে। নিশিথের নিশাচর ( নষ্ট ছেলে ) বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ, নিজের সম্পর্কে বলার মত কিছু নেই,তবে একটা জিনিষ না বললে নয় আমার মাথার তাঁর সব ছিড়া,আমি পাগল এক কথায়,তবে যে আমার সাথে ভালো তাঁর সাথে আমি অনেক ভাল,আর যে আমার সাথে খারাপ তাঁর সাথে ব্যাপুক খারাপ হয়ে যাই,আমার ২-১টা তাঁর যাও জোড়া লাগানো আছে সেটা ছিড়ে যাই,আর পাগল রেগে গেলে কী করে সেটা তো সবাই জানে.।বেঁচে থাকতে হয় বলে বেঁচে আছি....আমি খুবই সাধারন একজন মানুষ আর একজন পাগল।
মন খারাপের এক একটা রাত অনেক দীর্ঘ হয়।
রাতের অঁন্ধকারের গাঢ় রঙের মতো
কষ্টগুলো ও অনেক গাঢ় রঙে রাঙানো থাকে।
আজ কিন্তু অন্ধকার।
আকাশে একটা চাঁদ ছিলো।
কিন্তু আমার মন খারাপের সাথে
আকাশের ও মন খারাপ।চাঁদটা মেঘে ঢাকা।
আমি খোলা জানালায়
দাঁড়িয়ে চাঁদ আর মেঘের
লুকোচুরি খেলা দেখছি।
যেমনটা তুমি আমার
সাথে লুকোচুরী খেলায় মত্ত ছিলে।
তোমার মনে ভয় ছিলো।
ভয়টা আমাকে হারানোর নাকি তোমার
ধরা খাওয়ার,তা অজানা সীমায় সীমাবন্ধ ।
জানি তুমি আমার কোন উওর দিবেনা।
অথচ
আমি প্রশ্নের পর প্রশ্ন করে গিয়েছি।
একটু শান্তনার আশায়।
তুমি নিশ্চুপ।
অন্ধকার রাতের মতো নিশ্চুপ ছিলে।
হতে পারে তোমার কাছে আমার প্রশ্ন
অর্থহীন বকবকানি।
তাই আজ ও উওর মিলেনি।
অন্ধকারের রঙে আজ আমি রঙিন।
আমার মনের স্বপ্নগুলোও মেঘে ঢাকা।
জীবন এক পাশে আলো আর
অন্য পাশে অন্ধকার নিয়ে চলে।
এখন মনে হয় জীবনের
আলোর পাশ শেষে অন্ধকার পাশে এসে পৌঁছেছি।
বুঝতে পারছি নিজের অস্তিত্বটা বিলীন
হয়ে গেছে অথবা মেঘে ঢাকা পড়েছে।
তুমি হয়তো পড়ে পড়ে ঘুমোচ্ছো,
আর না হয় জেগে তোমার মনের মানুষের সাথে কথা বলছো,
একটি বার ও এই
আমাকে তোমার মনে পড়ছে না ?
জানি মনে পড়ার মত কোন কারণ ও নেই।
তুমি তো এখন জীবনের আলোর
পাশে অবস্থান করছো।
তাই অন্ধকারে অবস্থানকারীর
কথা বুঝবে কি করে।
মনের আনাচে কানাচে একটু
শান্তনা খুঁজে বেড়াই যা দিয়ে
সামনের দীর্ঘ রাত
গুলো পার করতে পারবো।
এক একটা দীর্ঘ রাত যেন
এক একটা অভিশপ্ত রাত।
আর কত অভিশপ্ত রাত পার করতে হবে
এই নষ্ট জীবন নিয়ে ???
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৪
বাসুরী বাসীয়ালা বলেছেন: হুম মন টা অনেক খারাপ,কিছুই ভালো লাগছে না,মনে হচ্ছে আমার বেঁচে থাকা টা অর্থহীন।
২| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ++++
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১:৫৫
বাসুরী বাসীয়ালা বলেছেন: ধন্যবাদ ভ্রাতা, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩
একজন আরমান বলেছেন:
মন খারাপের কবিতা।