নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পড়তে এলাম দেখতে এলাম।

যত মত, তত পথ

বাতিল প্রতিভা

শুধু সময়ের প্রয়োজনেছুটছি ......

বাতিল প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টার ভিডিও ২ মিনিটে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

শাহবাগ আন্দোলনের ১৭তম দিনে পুরো ২৪ ঘণ্টা প্রতি ৩০ সেকেন্ড পরপর ছবি তুলে বানানো হয়েছে প্রায় দুই মিনিটের এই টাইম-ল্যাপস ভিডিওটা। শাহবাগ আন্দোলনের বিশালত্বকে ধরে রাখার আরেকটা প্রচেষ্টা বলতে পারেন।



কাজটা ধার করে আনা একটা ডিএসএলআর আর ভাড়া করা লেন্স নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ছাদের উপর বসে বসে ধৈর্য পরীক্ষা দেয়া থেকেও ছিল বেশি কিছু। মহাসমাবেশের সময় ইয়া বড় বড় টিভি ক্যামেরা, সাংবাদিক, র‍্যাব, ডিবি পুলিশের সাথে ক্রমাগত ঝগড়া করে ছাদের উপর ফ্রেমের পাঁচটি হাত অমূল্য জায়গা হাতে হাত ধরে আগলে রেখেছে যত বন্ধুবান্ধব, তাদের নাম নিতে পারিনি এই স্বল্প দৈর্ঘের ভিডিও ক্লিপে। ক্ষমাপ্রার্থী সেজন্য। আমার ময়মনসিংহ মেডিকেল কলেজের বড় ভাই তার বন্ধুবান্ধবসহ হোস্টেলের পুরো রুমটাই ছেড়ে দিয়েছিলেন আমরা যেন প্রয়োজনে বিশ্রাম নিতে পারি, সেকথাও মনে থাকবে। কাজটা দলগত, সরাসরি যারা সাথে ছিলেন, তাদের নাম ভিডিওতে কৃতজ্ঞতার সাথে উল্লেখ করা আছে।



টাইম-ল্যাপস ভিডিওর সমস্ত কারিগরি দিক চিন্তা করলে এটা একেবারে নিখুঁত কাজ হয়েছে এমন দাবী করা যাবে না। রাতের কয়েকটা ফ্রেম ওভার এক্সপোজড হয়ে গেছে, সকালে আকাশে ওড়া কিছু কাক হঠাৎ চলে এসেছে ফ্রেমে, এক নাছোড়বান্দা ডিবি পুলিশ ফ্রেমের একেবারে কোনায় জোর করে এসেছেন মুহুর্তের জন্য। এসব ফ্রেম বাদ দেয়া যেত, ইচ্ছা করেই দিলাম না। শাহবাগ যা ছিল না, সেটা প্রমাণ করার ইচ্ছা নেই। সমস্ত ছোটখাট ভুলত্রুটি নিয়েও এখন যেমন জেগে আছে শাহবাগ, সেভাবেই জেগে থাক এ প্রজন্মের চেতনায়।



ফেসবুক ভার্সনঃ

Click This Link



ভালো কোয়ালিটির জন্য HD ভার্শনটা দেখতে ভিমিওতে যেতে হবে, ফ্রি অ্যাকাউন্টের হ্যাপা। দেশেবিদেশে প্রচারের কথা মাথায় রেখে লেখাগুলো ইংরেজিতে দেয়া হয়েছে। সরাসরি ভিডিওর লিংক টুইট করতে চাইলে এই লিংকটা ব্যবহার করুন: http://vimeo.com/60279807



সবাই রিটুইট দ্যান প্লিজ Click This Link



মূল লেখা ও ভিডিও কৃতজ্ঞতাঃ

মেহদী হাসান খান

http://www.sachalayatan.com/node/48153

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৯

সিদ্ধার্থ. বলেছেন: ভিডিও টা দেখলাম ।অসাধারণ !!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৮

কালা মনের ধলা মানুষ বলেছেন: কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ!!!!!!!!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

ইভ বলেছেন: osadharon

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

তিলন বলেছেন: এককথায় অসাধারণ বললেও কম হয়ে যায়, স্যালুট

৬| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগ কেন ভাগাড়ে মাইনাস হল, এইসব ভিডিও দেখে তার কারণ উদঘাটনে আপনার বাতিল প্রতিভা একটু কাজে লাগাবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.