নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হালুয়া টাইট করতে মুঞ্চায়

আপাতত তেমন সাংঘাতিক কিছু নাই---

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি

নিজের সম্পর্কে বলে বোঝানোটা বিরক্তিকর।

এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি › বিস্তারিত পোস্টঃ

আমরা বিজয় উৎসব করব না??

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৭

একটাকে ঝুলানোর জন্য এত কাঠখড় পুড়াতে হল যে আমরা প্রায় কাহিল হয়ে এসেছি। কাদের মোল্লার ফাঁসি হল। সারাদেশ একটা রাজাকারের ফা্ঁসিতে যেন আতংকে ভুগছে। ভয়। জুজুর ভয়। ককটেল আর জ্বলেপুড়ে মরার ভয়। মোল্লা ত নয়, উনি হলো যেন (অর্ধ)জাতির ফাদার। অসংখ্য জারজ যে পয়দা করে গিয়েছেন তিনি মরার আগে !



হে জারজেরা, তার মৃত্যুর পর তোমরা কাঁদিও আরও বেশি। শুক্রবার জানাজা দিও। দাফনে ব্যস্ত রাখিও নিজেকে। উল্টাপাল্টা ত্রাস করিতে আসিও না আর। কি হইবে আর? এটাত তেনার পাওনা ছিল বিয়াল্লিশ বছর আগেই। মুসলমানিত্বের নামে, ঈমানের নামে, মুসলিম জাহানের অগনিত উম্মার দোহাই দিয়ে সে এতদিন যে দুনিয়ায় চষিয়া বেড়াইয়াছে, তাহাই ত বড় পাওনা, তাই না?



মসজিদে গিয়া কাল নতুন কর্মসুচি দিও। বাট আল্লার দোহাই, কাদেরের নামের পিছনে (রাঃ)/ রাদিআল্লাহু আনহু বসাইয়া শহীদী মর্যাদা দিতে যাইও না আর। কৃপা করিয়া তার দেহখানা এদেশেই দাফন করার অনুমতি দেয়া হইয়াছে বলিয়া ফের আবদার করিয়া বসিও না যে তাহাকে শহীদ বুদ্ধিজীবী অথবা মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফনের ব্যাবস্থা করা হউক, নইলে পাবলিক হাসিবে রে----



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.