![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে বলে বোঝানোটা বিরক্তিকর।
পুছিলাম, কী হে, ফের দাঙ্গা বাধিল যে ! ডেমক্রেসিকে পাইলে ত পিটাইয়া হাড়গোড় ভাঙ্গিবে ম্যাডাম ! গুগলে সার্চ দিয়াছে।
হেফাজতি কহিল, না হে, সার্চ দেয় নাই, মার্চ দিয়াছে- মার্চ ফর ডেমো। আদরের ডেমো আদরেই থাকিবে। উষ্ণ লেপের তলায় বিড়ালের বাচ্চার মতন। তবে ম্যাডাম ক্ষেপিয়াছেন অন্য কারনে।
কহিলাম, ডেমক্রেসীর ডেমো-তে কাজ হৈবে? খোলাসা করো।
হেফাজতি একগাল হাসিয়া কহিল, আমিই ডেমক্রেসী।
কহিলাম, অঁ, তা তোমার ডেমক্রেসীর রং কী? গোলাপী?? শুনিতেছি নাম পল্টাইতেছ? গোপালগঞ্জ কি গোলাপীগঞ্জ বানাইবা?
হেফাজতি আর সংবরিতে পারিল না, হুংকার ছাড়িল, চোপ! বেয়াদব কোথাকার !
ধীরে পুছিলাম, আমাকে বলিলা?
হেফাজতি ফচ করিয়া জিভে কামড় মারিয়া কহিল, আরে নাহ, মুদ্রাদোষ।
কহিলাম, দোষ কর কেন মিছামিছি, স্বপ্নদোষের ন্যায় মুহুর্মুহু?? লেবাস নষ্ট করিবে নাকি !
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০০
এরপর কি তিনি চুপ থাকতে পারেন? তিনি বলেছেন: লিইখ্যা ফালান ঝটপট।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯
মামুন রশিদ বলেছেন: হাহাহা, দারুণ লিখেছেন!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালা ভালা!!!!!!
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩
মুহসিন বলেছেন: গোলাপগঞ্জ নামটা মন্দ না!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: হেফাজতনামার চাইতেও আ'লীগ নামা আরও ভয়াবহ্




