![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে আজ বৃহস্পতিবার পদদলিত হয়ে কমপক্ষে ৭১৭ জন হাজির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। সৌদি আরবের সিভিল ডিফেন্সের পরিচালকের দপ্তর এ তথ্য জানিয়ে বলেছে, মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। খবর এএফপি, রয়টার্স ও আল জাজিরা
সৌদির যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
পরিচালকের দপ্তর জানিয়েছে, হজের শেষ পর্যায়ের আনুষ্ঠানিকতা মিনার বড় জামারাকে (বড় শয়তান) লক্ষ্য করে কঙ্কর মারতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পদদলিত হয়ে ৭১৯ জন হাজি আহত হয়েছেন।
সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধার করে মিনা অঞ্চলের চারটি হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। উদ্ধারকাজে চার হাজারের মতো কর্মী অংশ নিচ্ছেন। ঘটনাস্থলে ২২০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
http://www.prothom-alo.com
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮
ইউসুফ আব্দুল্লাহ বলেছেন: কেন ভাই ! বিজ্ঞান চর্চা করতে গিয়েও মৃত্যু ঘটে। বিজ্ঞানের সূত্রগুলোকি মিত্যা প্রমানিত হচ্ছে না? মৃত্যু তো একটি বাস্তব জিনিস। এটি আমি আপনি কেউই এড়িয়ে চলতে পারব না। আর ধর্ম আপনি বিশ্বাস করেন আর নাই বা করেন কিন্তু অন্যের বিশ্বাসে আঘাত করা অধিকার ও আপনার নেই। তাতে যে ধর্ম বা গ্রোত্রের হোক না কেন।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
এম হেলাল আহমদ বলেছেন: এই দুর্ঘটনার জন্য সৌদি সরকারের হজ্ব মন্ত্রণালয়ের উদাসীনতা, বে-খেয়ালি, অব্যাবস্থপনা সর্বোপরি বিদেশীদের মানুষ না ভাবার কারন। আমি ২ বার হজ্ব করেছি আমি স্বচক্ষে অনেক কিছু দেখেছি।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
ইউসুফ আব্দুল্লাহ বলেছেন: একমত। তবে হজ্জরত হাজীদেরও এখানে দোষ এড়িয়ে চলা যায় না।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
এম হেলাল আহমদ বলেছেন: অসম্ভব আলো@ তুমি তাহলে গরুর পেশাব খাওয়া জাতি।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
অসম্ভব আলো বলেছেন: সৌদি সরকার না হয় উদাসীন, বে-খেয়ালি, অব্যাবস্থপনায় ভরপুর। কিন্তু আল্লায় কি করলো? তবে কি আপনি স্বীকার করেন আল্লার কোন ক্ষমতাই নাই হাজীদের হেফাজত করার? কিছুদিন আগে মসজিদে ক্রেন পড়ে মরলো ১০০র বেশী তখনি বা আল্লা কি করছিল?
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১
ইউসুফ আব্দুল্লাহ বলেছেন: মৃত্যুর কি কোন সময় আছে নাকি? সৃষ্টিকর্তা তো আগেই সকলের হায়াত-মওত লিখেই রেখেছেন। তাদের মৃত্যু সেখানে ছিল সেখানেই হয়েছে। আপনি কি বলতে পারেন নাকি আপনার মরণকেখন কোথায় হবে? আল্লাহ পাক তো তোদের মৃত্যু সেখানেই লিখে রেখেছেন। তাই তাদের মৃত্যু সেখানে হয়েছে।বরঞ্চ আল্লাহর বিধান মৃত্্যুর হাত থেকে বাঁচানোর কেউ থাকে না। সেটি একমাত্র তাঁর হাতে।
আর ফেক নাম দিয়ে আজে বাজে কথা না বেলে, সামনা সামনি গিয়ে ইমামদের সাথে যুক্তি -তর্কে বসলেই তো পারেন। আর আমি আবার কাকে কি বলি আপনি তো আবার অসম্ভব আলো। ইন্ধন দাতা স্বরূপ। সত্য প্রতিষ্ঠা কেরতে চাইলে সৎ সাহস রাখূন।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৬
চাঁদগাজী বলেছেন:
৩০ লাখ লোককে এক জায়গায় সমবেত হতে দেয়া বেকুবী মাত্র।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪২
অসম্ভব আলো বলেছেন: আল্লা যদি মৃত্যু নির্ধারিত করে রাখেন তাহলে এই লোকগুলোর মৃত্যুর জন্য সৌদি সরকারকে দায়ী করছেন কেন? কিংবা ইসরাইল যখন নির্বিচারে প্যালেইস্টাইনে বোমা মারে তখন ইসরাইলকে দায়ী করেন কেন?
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫
আমি মিন্টু বলেছেন: @অসম্ভব আলো ভাইয়া ক্যাচাল করুন কেন ।
মৃত্যু রিজিক আল্লাহু নিজে ফয়সালা করেন । আর মৃত্যু সকলের কপালেই আসবে সে একদিন আগে বা একদিন পরে ।
আপনি আল্লাহুকে ভগবানই বলুন আর ঈশ্বরই বলুন আর আল্লাই বলুন সময় মত উনার নির্দেশেই যে কোন একটি উসিলায়
আমাদের এই সকলকে একেকজনকে একেক ভাবে বিভিন্ন ভাবে মৃত্যুবরণ করতে হবে ।
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৪৬
অসম্ভব আলো বলেছেন: আমি মিন্টু বলেছেন "মৃত্যু রিজিক আল্লাহু নিজে ফয়সালা করেন । আর মৃত্যু সকলের কপালেই আসবে সে একদিন আগে বা একদিন পরে । আপনি আল্লাহুকে ভগবানই বলুন আর ঈশ্বরই বলুন আর আল্লাই বলুন সময় মত উনার নির্দেশেই যে কোন একটি উসিলায়"
ঠিকাছে, কিন্তু আমার কথাটা ছিল: আল্লা যদি মৃত্যু নির্ধারিত করে রাখেন তাহলে এই লোকগুলোর মৃত্যুর জন্য সৌদি সরকারকে দায়ী করছেন কেন? কিংবা ইসরাইল যখন নির্বিচারে প্যালেইস্টাইনে বোমা মারে তখন ইসরাইলকে দায়ী করেন কেন?
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
অসম্ভব আলো বলেছেন: আল্লা নামের এই দেবতা এমনকি তাকে ডাকতে যাওয়া লোকগুলোরও হেফাজত করতে পারে না। আর কতজন মরলে পরে মানুষের হুঁস হবে এ ধর্ম মিথ্যা?