| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো লাগে মানবিক অমানবিক সব আচার আচরন। উপভোগ করি জীবন, সম্পর্ক। টেকনো ফোবিয়া আছে। গান বাজনার লোক। তবে আপাতত ছুটিতে আছি; বেহায়া বেশরম চোরের দল যেদিন গান বাজনা থেকে সরে যাবে সেদিন আবার আসবো।
#ইন্ডিয়া গতকাল বাংলাদেশ ক্রিকেট টিমকে জোচ্চুরি করে #আইসিসি কে সাথে নিয়ে হারিয়ে দিয়েছে। রেজাল্ট মেনে নিতে হয়েছে। কিছু করার নেই। আমরা হেরে গেছি।
এমনিভাবে প্রতিদিন হেরে যাচ্ছি আমরা। সীমান্তে হারছি, হারছি পানির ন্যায্য অধিকারের বিষয়ে। আমাদের সংস্কৃতিকে হারিয়ে দিচ্ছে। মুখ থুবড়ে পরছি আমরা।
কালকের হারের পেছনে ছিল দুজন আম্পায়ার। আর আমাদের প্রতিদিনের হারের পেছনে কাজ করছি আমরা নিজেরাই। বাংলাদেশের জনগণ।
হিন্দি ছবি দেখছেন? হারিয়ে দিচ্ছেন বাংলাদেশকে। বলতেই পারেন এটাতো ফিল্ম, দেখলে সমস্যা কি? ভাই, গতকালের হারটাও তো সামান্য। সামান্য ক্রিকেট, খেলাতো খেলাই, ব্যাপার না।
না, আপনি কালকের হারটাকে শুধু হার হিসেবে নেন নাই। এটা আত্মমর্যাদার বিষয়। ফেসবুক, টুইটারে ফাটাইয়া ফালাইছেন।
আসেন দেখি আপনার দেশপ্রেম। হারের লজ্জাটা কি খালি ক্রিকেট নিয়াই থাকবে? বাংলার মাটি বাতাসে যদি জন্ম নিয়া থাকেন, তাইলে প্রমাণ দিয়েন আপনি দেশপ্রেমিক।
ধন্যবাদ।
©somewhere in net ltd.