নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টেকনাফ থেকে তেঁতুলিয়া! ঢাকেশ্বরী থেকে নাগেশ্বরী! পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গ! বঙ্গভূমি থেকে বঙ্গভাষা! সবার প্রিয় বাংলা ভাষা

বাংলা বানান

একটি লাইন লিখতে গিয়ে দুটি বানান ভুল, পাঁচ-পঞ্চাশ গুলিয়ে দিয়ে নাকে পড়েছে দুল!

বাংলা বানান › বিস্তারিত পোস্টঃ

▓ ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও বিজ্ঞদের সহায়তা কামনা ▓

১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৪

দীর্ঘদিন ধরে আমি রাগে-ক্ষোভে ব্লগে পোস্ট করাই বাদ দিয়েছি। এর আগেও আমি বেশ কয়েকবার বাংলা বানান সম্পর্কিত পোস্ট করেছি। এতে বিভিন্ন ধরনের নোটিফিকেশনসহ পোস্ট উধাওয়ের ঘটনাও ঘটেছে। কেন ঘটেছে তাও জানি না! যেখানে আমার পোস্টখানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। সেখানে জানি না কেন আমাকে বাধা দেওয়া হচ্ছে?! আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সহজ উপায়ে এরকম বাংলা বানানের পোস্ট বাংলা বানান জগতে আর নেই। ব্লগ কর্তৃপক্ষের উচিত পোস্টখানা স্টিকি করে রাখা। তাহলে অনেকে বাংলা বানান সম্পর্কে সহজে জানতে পেত।
আমি চেয়েছি যাতে সকলে পোস্টখানা পড়ার সুযোগ লাভ করে এবং সহজ নিয়মের মধ্যমে বাংলা বানানকে আয়ত্ত করতে পারে।

: : নোটিফিকেশন : :
বিভিন্ন সময় এইরূপ নোটিফিকেশন পেয়েছি—
▓ আপনার এই পোস্টের কারণে আপনাকে ব্লক করা হতে পারে (সংশোধনী: ব্লকের স্থলে ব্যান)

আবার পোস্ট করার পর হঠাৎ দেখি আমার পোস্টখানা উধাও!
▓ দুঃখিত! পোস্টটি মুছে ফেলা হয়েছে, লেখকের সাথে যোগাযোগ করুন

আমি বুঝতে পারছি না আমার পোস্টখানায় সমস্যা কী?!
দয়াকরে কারও জানা থাকলে বিস্তারিত জানাবেন।

এই সেই বাংলা বানানের সবচেয়ে বড় পোস্ট : : সহজ বাংলা বানান নিয়ম

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: : নোটিফিকেশন : :
বিভিন্ন সময় এইরূপ নোটিফিকেশন পেয়েছি—
▓ আপনার এই পোস্টের কারণে আপনাকে ব্লক করা হতে পারে

এমন নোটিস কারা আপনাকে পাঠিয়েছে?

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২

বাংলা বানান বলেছেন: কর্তৃপক্ষ ছাড়া আর কারা পাঠাবে?

বিভিন্ন সময়ে বেশ কিছু পোস্টে এমন নোটিফিকেশন দিয়েছিল
তবে ভয় ছিল যাতে আমার মূল পোস্টটা যেন উধাও হয়ে না যায়- সে জন্য আর কোনো পোস্ট করি নি। বাকি সব পোস্ট মুছে দিয়েছি। অতঃপর আজকে পোস্ট করলাম।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

আপনি যে পোস্টের লিংক দিলেন, সেখানে এমন কিছু নেই যে আপনাকে এই ধরনের নোটিস পাঠানো হবে। কোন ব্লগার যদি পোস্টে ব্যক্তিগত কোন সাইটের লিংক সংযুক্ত করে যা আমাদের কাছে ঐ সাইটের প্রচারনার জন্য বিজ্ঞাপন হিসেবে বিবেচিত হয়, আমরা সেই ব্যাপারে নীতিমালা অনুসারে ব্যবস্থা গ্রহণ করি।

আপনার এই পোস্টের কারণে আপনাকে ব্লক করা হতে পারে

এই ধরনের কোন নোটিস আপনাকে সামহোয়্যারইন ব্লগ টিম থেকে পাঠানো হয় নি। ব্লগের নীতিমালা বিরুদ্ধ কোন পোস্টের বিরুদ্ধে যদি কোন ব্যবস্থা গ্রহন করা হয়, তাহলে উক্ত ব্লগার একটি সুনির্দিষ্ট কারন তার রেজিস্টার্ড ইমেইলে পেয়ে থাকেন।

আপনার যে পোস্টটি মুছে ফেলা হয়েছে বলে দাবি করছেন, সেই পোস্টের লিংক আমাদেরকে দিন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

বাংলা বানান বলেছেন: মুছে ফেলা লিংকটি সংরক্ষণ করা হয় নি।
তবে শিরোনামটা ছিল এরকম- সহজ উপায়ে বাংলা বানান শিখুন
বডিতে ছিল- বিস্তারিত জানতে ভিজিট করুন : এখানে আমার মূল পোস্টের লিংক ছিল

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

বাংলা বানান বলেছেন: আর নোটিফিকেশন যে হুবহু "আপনার এই পোস্টের কারণে আপনাকে ব্লক করা হতে পারে" এমন ছিল তা কিন্তু নয়। এই রকম ছিল আর-কি!

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

বাংলা বানান বলেছেন: দুঃখিত! ব্লকের স্থলে ব্যান হবে

অনেক খোঁজাখুঁজির পর ইনবক্সে একটি মেইল পেলাম, আশা করি আমার সত্যতা প্রমাণ পাওয়া গেল তো!

mail from somewhere in... blog
1 message
somewherein blog team Sun, Feb 1, 2015 at 3:38 PM
To: bbnet
Cc: [email protected]
dear blogger,

your post (ভাষার মাসে ভাষা শিক্ষা : বাংলা বানান) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

2h. if your post is used as an advertisement rather than information about a product or service.

২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।

2i. if the post contains totally unrecognizable and meaningless words and/or sentences that is created to with the intention to fill up spaces on the front page.

২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।



regards,
somewherein blog team.

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

জানা বলেছেন:
শুধুমাত্র বাংলা বানান শেখানোর উদ্দেশ্যে বা যে নিঃস্বার্থ সহযোগিতা বা সেবামূলক উদ্দেশ্যে লেখা কোন পোস্ট এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবার প্রশ্নই ওঠে না এবং 'আপনাকে ব্লক করা হতে পারে' এইরকম কোন মেইল আমরা করি না। তবে, যে কোন পোস্টের সাথে যদি কেউ তাঁর ব্যক্তিগত/প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক কোন লিঙ্ক দিলে আমরা নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। সেই ক্ষেত্রে একটি অত্যন্ত পেশাদারী এবং প্রাতিষ্ঠানিক দায়িত্ব সম্পন্ন একটি মেইল আমরা পাঠিয়ে থাকি।

পোস্টটি থাকুক। যাঁরা এই ধরণের পোস্ট ইচ্ছাকৃতভাবে বা ভূলবশতঃ করে থাকেন তাঁদের আরও একটু ভাল করে বোঝার জন্যে সুবিধা হবে।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২০

বাংলা বানান বলেছেন: ধন্যবাদ আপনাকে, সাড়া দেওয়ার জন্য। তবে এটা সত্য যে, আমার ১টি পোস্ট মুছে ফেলা হয়েছিল।

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

বাংলা বানান বলেছেন: অনেক খোঁজাখুঁজির পর ইনবক্সে একটি মেইল পেলাম, আশা করি আমার সত্যতা প্রমাণ পাওয়া গেল তো!

mail from somewhere in... blog
1 message
somewherein blog team Sun, Feb 1, 2015 at 3:38 PM
To: bbnet
Cc: [email protected]
dear blogger,

your post (ভাষার মাসে ভাষা শিক্ষা : বাংলা বানান) have been kept in your blog as draft due to violation of the blog rules. please do not republish this writing again on the blog or we will be forced to ban you from the blog.

2h. if your post is used as an advertisement rather than information about a product or service.

২জ. কোন পণ্য কিংবা সেবা বিষয়ে তথ্যভিত্তিক পোস্ট না দিয়ে তার বিজ্ঞাপণমূলক পোস্ট সরিয়ে দেয়া হতে পারে।

2i. if the post contains totally unrecognizable and meaningless words and/or sentences that is created to with the intention to fill up spaces on the front page.

২ঝ. যদি প্রথম পাতা পূর্ণ করার উদ্দেশ্যে কেউ অহেতুক, একাধিকবার ব্যবহৃত বা মডারেটরের কাছে দুর্বোদ্ধ শব্দ,ভাষা কিংবা বাক্য পোস্ট করেন তবে তা সরিয়ে দেয়া হতে পারে।



regards,
somewherein blog team.

১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

বাংলা বানান বলেছেন: দুঃখিত! ব্লকের স্থলে ব্যান হবে

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

বাংলা বানান বলেছেন: জানা এবং কাল্পনিক_ভালোবাসাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য। ভালো থাকবেন! শুভ রাত্রি!

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ধন্যবাদ আপনার রেফারেন্সের জন্য। আমরা বিষয়টি অনুসন্ধান করে দেখেছি। আপনার অবগতির জন্য জানিয়ে রাখতে চাই যে, প্রথম পাতায় লেখার বৈচিত্র্য আনয়নের লক্ষ্যে যদি কোন ব্লগার পূর্বে প্রকাশিত কোন পোস্টের শুধু লিংক একটি সাধারন শিরোনাম দিয়ে প্রকাশ করেন, তাহলে আমরা তা সরিয়ে দিতে পারি। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে। আপনার পোস্টে একটি ফেসবুক পেইজের লিংক আছে। আমাদের বিবেচনায় যদি মনে হয়, কোন পেইজ বা ওয়েবসাইটের লিংক তথ্যসুত্রের প্রয়োজন ছাড়া প্রচারের জন্য সংযুক্ত করা হয়েছে তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করি।

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩০

বাংলা বানান বলেছেন: আমার পোস্টটি কোনো ব্যবসায়ী বা নিজ স্বার্থের জন্য ছিল না। আমার পোস্টটি ছিল জনস্বার্থে ও বাংলা বানানের স্বার্থে। আমি সবসময় চাই যাতে সকলে বাংলা বানান শুদ্ধরূপে ব্যবহার করতে পারে। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।
ধন্যবাদ আপনাকেও

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯

বাংলা বানান বলেছেন: জানা এবং কাল্পনিক_ভালোবাসাকে অসংখ্য ধন্যবাদ সহযোগিতার জন্য। ভালো থাকবেন! শুভ রাত্রি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.