নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুবই সাধারন একজন মানুষ । পড়া যার নেশা । পড়ার এবং জানার আশায় ----

মোহামমদ কামরুজজামান

মোহামমদ কামরুজজামান › বিস্তারিত পোস্টঃ

" মধুর বচন " - ২ - রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে আর সমাবেশ করতে দেয়া হবে না - ওবায়দুল কাদের ও বাস্তবতা।

০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪০




ছবি - নয়া দিগন্ত

রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে আর সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, "রাস্তা বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে আর সমাবেশ করতে দেয়া হবে না। আমরাও করব না। শুক্রবার মহানগরের সমাবেশ স্টেডিয়ামের দক্ষিণ গেটে ছিল। তাদেরকে বলে দিয়েছি তারা যেন নাট্যমঞ্চে করে"।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যদি জনগণের কথা ভেবে আমাদের সমাবেশের স্থান পরিবর্তন করতে পারি, তাহলে বিএনপি কেন অনড় অবস্থানে আছে? বিশৃঙ্খলা করবে, সরকার পতন ঘটাবে ওই সব দুরভিসন্ধি আমরা জেনে গেছি।’ ওবায়দুল কাদের বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সভাপতির বক্তব্যে এসব কথা জানান।
লিংক - https://mybangla24.com/newspapers/naya-diganta
লিংক - https://m.dailyinqilab.com/article/539534/




ছবি - মানব জমিন

এখানে ভাবনার যে বিষয়টি তা হলো , জনগনের দূর্ভোগ কিংবা কষ্টের কারনে যদি সরকার/প্রশাসন রাস্তা বন্ধ করে সমাবেশ করতে না দেয় তবে এখন যে রাস্তা বন্ধ করে রাখা হয়েছে তাতে কি জনগনের দূর্ভোগ কিংবা কষ্ট হচছেনা?

সর্বশেষ খবর - বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশেপাশের এলাকা অবরুদ্ধ করে রাখার পর বিকালের দিকে তা খুলে দেয়া হয়েছে।একই সঙ্গে যানচলাচলও স্বাভাবিক করে দেয়া হয়েছে পল্টন এলাকার সড়কে। আজ বিকাল সাড়ে ৪টায় দিকে নাইটিঙ্গেল মোড় ও ফকিরাপুল মোড়ের বেরিকেড খুলে দেয়া হয়েছে।
লিংক - Click This Link
লিংক - Click This Link

===========================================================
" মধুর বচন " - ১ - Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



বিএনপি'কে জাতীয় কনভেনশন করতে হবে "অডিটোরিয়ামে", জনসভা করতে হবে ষ্টেডিয়ামে।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ সোনাগাজী ভাই, আপনার মন্তব্যের জন্য।

- সকল রাজনৈতিক দলেরই জনগণের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। তাদের সব কাজই জনকল্যাণমুখী হওয়া উচিত তা সে আওয়ামী লীগ কিংবা বিএনপি বা অন্য যে কোন দলই হোক না কেন।

তবে দুঃখজনক হলেও সত্যি যে, আমাদের দেশে সরকার কিংবা বিরোধী দল কারোর মাঝেই এ সংস্কৃতি গড়ে উঠেনি।
ক্ষমতায় গেলে যে আচরণ তারা করে ক্ষমতা হারা হলে তারাই আবার সেই আচরনের বিরূদ্ধে প্রতিবাদ করে। এ এক বড় দ্ধিচারিতা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ গোফরান বলেছেন: সরকার বুঝতেছে না যে, বাঁধা টাধা দিয়ে কোন লাভ নাই। শুধু ঢাকাতেই ৭০/৮০ লাখ বিম্পি ঝামাত থাকে। ৪/৫ লাখ লোক এমনিই হবে। বাধা দিয়ে বিম্পি ঝামাতকের সভা সমাবেশ আরও সফল করে দিচ্ছে সরকার।

০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ মোহাম্মদ গোফরান ভাই, আপনার চরম সত্য মন্তব্যের জন্য।

পানির নিম্নমুখী প্রবাহ বাধাগ্রস্থ হলে যেমন দুকুল ভাসিয়ে প্লাবন কিংবা বন্যার সৃস্টি হয় ঠিক তেমনি মানুষের সাভাবিক মতপ্রকাশের মত প্রকাশের পথ রুদ্ধ করলে কিংবা কথা বলার সুযোগ না দিলে তা যে কোন ক্ষমতাশীনদের জন্যই বিপদের কারন হয়ে উঠতে পারে। কারন, বাধাগ্রস্ত হলে মানুষের মাঝে ক্ষোভের উদ্রেক হয়। আর ক্ষোভের ফলে মানুষের মাঝে বেপরোয়া ভাব চলে আসে।

আবার সভা- সমাবেশ যে কোন সভ্য সমাজের মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক মানবিক অধিকার এবং গনতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কাজেই এ ব্যাপারে সরকারের ভেবে দেখার অবকাশ আছে বলে মনে হয়।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
- ব্যাপক বিনোদন

০৮ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ দস্যু ভাই, আপনার মন্তব্যের জন্য

- একদিকে দেখলে আসলেই ব্যাপক বিনোদনেরই ব্যাপার। আরেকদিকে এ বহু বেদনার সাধারণ মানুষের জন্য। কারন, একপক্ষ নিজদের ক্ষমতা ধরে রাখতে চায়, অন্য দিকে আরেক পক্ষ তাদের টেনে নামাতে চায়।

এ দুয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের প্রাণ যায়, আর সাধারণ মানুষের লাশের উপর কারো কারো ক্ষমতার ভিত গড়ে উঠে।
দু'পক্ষের কেউই জনগণের জন্য ভাবেনা, ভাবে শুধু তাদের নিজেকে নিয়ে।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪৯

নেওয়াজ আলি বলেছেন: দেশ যাদের মনে করে তারা পারবে সব করতে

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি ভাই, আপনার মন্তব্যের জন্য।

- সমস্যাটাই ভাই এখানে।
দেশ সাধারণ মানুষের নয়। দেশ এখন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে গেছে।
আর যে একবার ক্ষমতায় যাচ্ছে সে আর কোন কিছুর পরোয়া করছেনা। যে কোন ভাবেই ক্ষমতা ধরে রাখতে চায়। আর তাদের চাওয়ার এ যূপকাষ্ঠে বলি হচ্ছে সাধারণ মানুষ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০২২ রাত ১০:৫২

আমি নই বলেছেন: রাষ্ট্রের মালিকদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিলেই ল্যাঠা চুকে যেত, তারা যাকে খুশি ক্ষমতায় আনুক!!!

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২২

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ আমি নই ভাই, আপনার চমতকার তবে অস্পষ্ট

৬| ০৯ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
২০-২৫ টা পুলিশের ভয়ে কোটি কোটি মানুষ খিচুরীর হাড়ি ফেলে পালিয়ে গেল। পুলিশের দশ মিনিটের এক ধাওয়াতে রাস্তা ফাঁকা। আর পুরাদেশের ভাড়াটে মিডিয়া কাইত।
এখন বলছে মিরপুর ও কমলাপুর স্টেডিয়াম এই দুটি স্থানে সমাবেশ করা যায় কি না, সেটি পরিদর্শন করে আমরা ভেবে দেখব।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই, আপনার মন্তব্যের জন্য

- ভাই আপনি হয়ত দেশীয় প্রবাদটিকে ভুলে গেছেন যে, " বাঘে ছুলে আঠার ঘা আর পুলিশে ছুলে ----------" হিসাব ছাড়া।
ঠেলার নাম বাবাজী। ঠেলায় পড়লে বাঘেও ঘাস খায় আর এখানেত মাঝি ছাড়া বিএনপি।
চাচা আপন প্রান বাচা বলে দে দৌড় -

৭| ০৯ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:২০

রাজীব নুর বলেছেন: ১। সমস্যা হলো পুলিশ জনগনের হয়ে কাজ করছে না।
২। বিএনপির আন্দোলনকে আওয়ামী লীগ ভয় পাচ্ছে।
৩। যে করেই হোক, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে থাকতে হবে। নইলে তাদের কপালে ভয়াবহ দুঃখ আছে।

০৯ ই ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজিব নুর ভাই, আপনার মন্তব্যের জন্য।

- পুলিশ জনগণের বন্ধু, এটা গরীব দেশের জন্য প্রযোজ্য নয়।পুলিশ সবসময়ই ক্ষমতাশীনের পক্ষে কাজ করে , জনগন বিবেচ্য বিষয় নয়।
-- ক্ষমতাসীনরা সবসময়ই ভাবে তারাই দেশের মা- বাপ এবং সবসময় ক্ষমতা আকড়ে ধরে রাখতে চায়। আর তাই বিরোধী মতকে সবসময় যে কোন ভাবে দমিয়ে রাখতে চায়।
--- এটা ক্ষমতাশীনদের মাথায় ভালভাবেই আছে। আর তাইতো এতসব আয়োজন ক্ষমতা ধরে রাখার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.