নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্ডিয়া টুডের প্রতিবেদন - "বাড়তি কাপড়, নিত্য ব্যবহারের জিনিসও নিতে পারেননি শেখ হাসিনা" ----
কোটা নিয়ে শুরু শিক্ষার্থীদের আন্দোলন ও পরবতীতে দেশের সর্বস্থরের জনতার তুমুল বিক্ষোভের মুখে - লিংক -
Click This Link ,গত ৩৬ ই শে জুলাই (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বুধবার (৭ আগস্ট) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল। সরকারি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলছে, এই সময় বেঁধে দেওয়া পর হাসিনা তার বোন শেখ রেহানা ও ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন। এত অল্প সময়ে শেখ হাসিনা ও তার ভ্রমণ সঙ্গীরা বাড়তি কাপড়সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র পর্যন্ত সঙ্গে নিতে পারেননি। ------ সেইসময় সবাই দুর্দশাগ্রস্ত ছিলেন। । আহাঃ ,আহারে - প্রথমবার বৈদেশ যাবে, সেই উত্তেজনায় লাগেজ গুছানোরও সময় মিলেনাই। কি যাতনা বিষে,বুঝিবে সে কিসে,কভু পাবলিকের দৌড় না খাইছে যে"। লিংক - https://www.ittefaq.com.bd/695746/
এদিকে শেখ হাসিনর সুযোগ্য পুত্র ও সালতানাতে মুজিবের যুবরাজ ও কোটাপ্রথার পরবর্তী উত্তরাধীকারী হূজুরে আলা সজীব ওয়াজেদ বলেন,"পদত্যাগের বিষয়ে দুই-একদিন আগে থেকে চিন্তাভাবনা করলেও দেশ ছাড়ার ব্যাপারে কোন প্রস্তুতিই ছিল না। তাই কোন জিনিষ গুছানো ছিলনা"। সালতানাত কি আর এমনি এমনি ছাড়তে মুঞ্চায় - লিংক - Click This Link
তিনি আরো বলেন, "শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না।। তিনি বলেছেন, “আমার মনে হয় এখানেই শেষ। আমার পরিবার এবং আমি – আমাদের যথেষ্ট হয়েছ"। ঘুঘুর আবার এবং আরও ধান খাওয়ার শখ - লিংক - Click This Link
এখানে হাজার কোটি টাকার যে প্রশ্ন তা হলো (কোটি খুবই ছোট সংখ্যা) -
১। "গণভবনে উনাদের রেখে যাওয়া বাড়তি কাপড়, নিত্যব্যবহারের জিনিসগুলো কি হবে"?
২। "উনারা কাপড় ছাড়া কিভাবে থাকবেন কিংবা কত দিন পরে উনাদের জিনিষ উনারা ফেরত পাবেন?
"৩। " কোন মানুষ এত বেরহম দিল রহম কিভাবে হয় যে,এত কম সময়ে কিংবা এত কম জিনিষ নিয়ে কাউকে বিদেশ ভ্রমণে যেতে দেয়"?
বাংলাদেশী ও বাংগালীজাতি বড়ই বেরহম।
এ এক বড়ই অমানবিক কাজ হয়েছে হুজুরে আলা-পীরানে পীর হযরতে জনাবা শেখ হাসিনার সাথে। এত বড় একজন বুর্জুগানের জন্য দেশ থেকে বৈদেশ যাওয়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় এবং সামান্য কয়েকটি লাগেজ। এ বড়ই অসম্মানের । যেখানে তাহার সর্বশেষ চীন ভ্রমণে শুধু তাহার দেখা-শোনা করার জন্যই বিশাল বহরের ভ্রমণ সংগী ছিল সেখানে তাহার বর্তমান ভারত ভ্রমণের সময় গুটিকয়েক লোকের সাথে সামান্য কয়েকটা লাগেজ ও একটা হেলিকপ্টার কিংবা মালবাহী/সামরিক বিমান। এ কোনভাবেই তাহার পদমর্যাদা কিংবা সম্মানের সাথে যায়না।
এখন চেতনাধারী কিংবা দলপ্রেমিক ( দেশপ্রেমিক নয়) হিসাবে আমাদের সবার মহান কর্তব্য হলো, বিশেষ বিমান ভাড়া করে বাজার থেকে হাজার কোটি টাকার জিনিষ কিনে হাজারো লাগেজ বোঝাই করে হিন্দন বিমানঘাঁটিতে দিয়ে আসা।
টাকা কোথা থেকে আসবে?
এ প্রশ্ন বাতুলতা ব্যতীত অন্য কিছু নয় । এটা বলা কোনভাবেই দেশপ্রেমিকের লক্ষণ হতে পারেনা। এ প্রশ্ন শুধু তারাই করবে,যারা দেশদ্রোহী কিংবা রাজাকার।
সে এবং তাহার পরিবার দেশের জন্য এত কিছু করেছে, সেসবের বিনিময়ে সামান্য কয়েক হাজার কোটি টাকার ব্যবহার্য জিনিষ কি তাহারা পেতে পারেন না? (সামান্য কয়টা টাকা Money is not issue,লাগে টাকা দেবে গৌরী সেন)
আসুন সকল দেশ প্রেমিক জনগণ," আমরা সকলে মিলে ভারতে দিয়ে আসি সকল কিছু, যাহা তাহাদের প্রয়োজন। এ এক মহান কর্তব্য দেশ ও জাতির।
যদিও সকলে মিলে সব রেডি করতে করতে তখন পর্যন্ত তিনি ভারতে থাকেন। - কারন ? (শেখ হাসিনার সঙ্গীরা একে একে ভারত ছাড়ছেন: ইন্ডিয়া টুডে) লিংক - Click This Link
পূন্যবতী বিবি হযরতে শেখ হাসিনা তাহার জীবনে এত এত পূণ্য কামিয়েছেন যাহার ফলে তাহার পরম চাণক্য মিত্ররাও তাহার থেকে মুখ ফিরিয়ে নিতে মনে হয় বেশী সময় লাগাবেনা। এদিকে ব্রিটেন, আমেরিকা কিংবা অন্য কোন পশ্চিমা দেশ কি তাকে রাজনৈতিক আশ্রয় দেবে কিনা ? তা নিয়েও সন্দেহ আছে। - Click This Link
লিংক - https://mzamin.com/news.php?news=121730
লিংক - Click This Link
নিজের স্বার্থ তাকে কিছুদিনের জন্য জায়গা দিয়েছে তবে দীর্ঘমেয়াদে তাকে যে জায়গা দিবেনা ভারত সরকার - এটা নিশ্চিত।
তাহলে তাহার জায়গা কোথায় হতে পারে?কোথায় যেতে পারেন তিনি? ইউরোপ কিংবা আমেরিকায়? যদিও সব জায়গা থেকেই উনাকে গ্রহন না করার ব্যাপারেই খবর মিলছে। তবে উনার সুযোগ্য যুবরাজ বরাবরের মতই প্রতিনিয়ত নতুন নতুন কাহিনী শুনিয়ে যাচছেন আর সবাইকে মিথ্যা প্রমাণ করছেন। উনি এবং উনার হযরতে পরিবার সবসময়ই হাছা কতা কয়,বাকী সবাই দুনিয়া/মিছা কতা কয় খালি Click This Link
- তাহলে ইউরোপ-আমেরিকার আশা নেই বললেই চলে। শেষমেষ মনে হয় উপসাগরীয় অঞ্চল কিংবা বেলারূশই শেষ ভরসা এবং হতে পারে তাহার পরবর্তী ঠিকানা - Click This Link
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১১
মোহামমদ কামরুজজামান বলেছেন: সোনাগাজী ভাই ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
শেক্সখ হাসিনার টাকা কোথা থেকে আসবে? সেটা নিয়ে গরুর রচনা লেখার আগে ভাবেন, শেখের মৃত্যুর পর উনাকে কারা টাকা দিয়েছিলো? শুরুতে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন। এখনো চিন্তিত? গরুর রচনা ব্যতিত মাথায় কিছু আসে না?
-আপনি মূর্খ নন জ্ঞানী - এটা জানি। আবার আপনি আনপ্রেডিক্টেবল সেটাও জানি।
তবে আপনি আসলে জ্ঞানী না জ্ঞানী পাপী? এটাই জানিনা। কারন - যদি আপনি জ্ঞানী হন তাহলে যে কোন বিষয়ে কিছু বলা/ মন্তব্য করার আগে সে বিষয়ে জেনে কিংবা কারো পুরো লেখা পড়েই মন্তব্য করা শোভনীয়। আমি জানি - আপনি কখনোই কারো পুরো লেখা না পড়েই বিষয়বর্হিভূত মন্তব্য করেন।
আপনিও তাহার মতই-------------------- ভদ্রতার ভাষা বুঝেন না কিংবা বুঝতে চাননা বড়ই আফসোস।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫
সোনাগাজী বলেছেন:
শেখের মৃত্যুর পর, উনি কারো থেকে সাহায্য পাচ্ছিলেন না, বিদেশে উনার খরচ অনেক ছিলো; তখন ইন্দিরা নিজের থেকেই যোগাযোগ করেছিলেন; আপনি সমস্যায় পড়লে ইন্দিরাকে পাবেন না, উনি গরুর রচনা-প্রেমী নন।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: সোনাগাজী ভাই , বলেছেন, " শেখের মৃত্যুর পর, উনি কারো থেকে সাহায্য পাচ্ছিলেন না, বিদেশে উনার খরচ অনেক ছিলো; তখন ইন্দিরা নিজের থেকেই যোগাযোগ করেছিলেন; আপনি সমস্যায় পড়লে ইন্দিরাকে পাবেন না, উনি গরুর রচনা-প্রেমী নন।"
সোনাগাজী ভাই, জ্ঞানী মানুষে লক্ষণ হলো - সম্মানীকে সম্মান দেয়া। আর নাম বিকৃত কিংবা অংশবিশেষ বলা শিষ্ঠাচার বিরোধী। এই ইন্দিরা আপনার আমার মত হেজি-পেজি কঊ ছিলেন না। উনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ছিলেন এবং উনি এখন পরলোকগত।
তাকে আমি কেন, আপনিও যত তৈল লাগিয়ে খুঁজেন না কেন এখন খুজে পাবেন না। কারন - তিনি এখন সকল তৈলের উপরে।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৪
পবন সরকার বলেছেন: আমাদের গাজী ভাইয়ের কি টাকা পয়সা কম আছে প্রয়োজনে নেত্রীর জন্য আমেরিকার ডলার পাঠাবে
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ পবন সরকার ভাই, আপনাকে আপনার মন্তব্যের জন্য।
আমাদের গাজী ভাইয়ের কি টাকা পয়সা কম আছে প্রয়োজনে নেত্রীর জন্য আমেরিকার ডলার পাঠাবে
- "বৃক্ষ তোমার নাম কি< ফলেই তার পরিচয়" - দেখা যাক কি হয়।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২১
ধুলো মেঘ বলেছেন: টাকা পয়সার ব্যাপার না। খাতিরের দিন শেষ। উনার কাপড় চোপড় সোনা দানা বালিশ কম্বল, খাট, টেবিল খরগোশ-ময়না টিয়া, ছাগল, চিতল-কাতল পাঙ্গাশ, লাউয়ের ডাটা যা কিছু নিতে চাক - নিজে এসে নিতে হবে। গণভবনের দরজা ওনার জন্য সব সময় খোলা। তবে নিতে এসে নতুন সরকারের কাছে কট হয়ে গেলে কিন্তু আমি দায়ি থাকিব না।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ ধুলো মেঘ , আপনাকে আপনার মন্তব্যের জন্য।
টাকা পয়সার ব্যাপার না।
- আসলেই- টাকা পয়সা কোন ব্যাপার না
খাতিরের দিন শেষ। উনার কাপড় চোপড় সোনা দানা বালিশ কম্বল, খাট, টেবিল খরগোশ-ময়না টিয়া, ছাগল, চিতল-কাতল পাঙ্গাশ, লাউয়ের ডাটা যা কিছু নিতে চাক - নিজে এসে নিতে হবে। গণভবনের দরজা ওনার জন্য সব সময় খোলা। তবে নিতে এসে নতুন সরকারের কাছে কট হয়ে গেলে কিন্তু আমি দায়ি থাকিব না।
- কি বিপদের কথা ভাইজান। সব সময় দরজা খুলে রাখা আর ইদুর ধরার জন্য ইদুরের কলের মাঝে ফারাক কি?
ঢুকব ত কট খাইবই------------------
লাগব না কাপড়-জিনিষ ।
সময় আবার আইব। তহন দেইখা লইব কইলাম --------------------
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪১
ধুলো মেঘ বলেছেন: লেখছেন রম্য - এহন আবার ডর দেহান ক্যান বাই? আমি কি খারাপ কিছু কইছি?
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: আবারো ধন্যবাদ ধুলো মেঘ , আপনাকে আপনার প্রতি-মন্তব্যের জন্য।
লেখছেন রম্য - এহন আবার ডর দেহান ক্যান বাই? আমি কি খারাপ কিছু কইছি?
- "ঘর পোড়া গরু ভাইজান,সিধুর দেখলে ডরাইবই"- তাইনা।
তয় আপনাগো ডর দেহাইনাই - হাচা কতাই কইচি।
গত ২১ বছরেও কি প্রমাণ পাইনাই আমরা?"যারা দিনকে রাত আর রাতকে দিন প্রমাণ করতে পারে,হেরা ডরও দেহাইতে পারে"।
আপনি খারাপ কিছু কন নাই ,আমিও খারাপ কিছু বলি নাই - তারপরও এই অপরাধেও ফাসি ঐবার পারে ভাইজান।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৩৮
অক্পটে বলেছেন: দলের সাথে বেঈমানী করে রাক্ষুসী পালিয়েছে। পালাতে হলো কেন। দাম্ভিক এই স্বৈরাচারের মুখ কেউ সামলাতে পারেনি। ওর মুখের ভাষার কারণে ওর পতন হয়েছে। ও যদি ৫০ মিনিট আরো থাকত তাহলে জনগণ ওকে পিষে ফেলত। তখন কাপরচোপররে কথা মাথায় আসতো দালাল মিডিয়ার।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:১৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ অক্পটে ভাই , আপনাকে আপনার চরম সত্য মন্তব্যের জন্য।
দলের সাথে বেঈমানী করে রাক্ষুসী পালিয়েছে। পালাতে হলো কেন। দাম্ভিক এই স্বৈরাচারের মুখ কেউ সামলাতে পারেনি। ওর মুখের ভাষার কারণে ওর পতন হয়েছে। ও যদি ৫০ মিনিট আরো থাকত তাহলে জনগণ ওকে পিষে ফেলত। তখন কাপরচোপররে কথা মাথায় আসতো দালাল মিডিয়ার।
- কোথায় যেন পড়েছিলাম, " মানুষের সবচেয়ে বড় দুই শত্রু। তার একটি হলো জিহ্বা তথা তার মুখের ভাষা" - যা উনার ছিল লাখো জিহ্বা থেকে বেশী। ছোট ছোট বাচচা/বোকা মানুষদের কিছুদিন গল্প/কবিতা বলে মানিয়ে রাখা যায়। আর উনি আজ ৫২ বছর ধরে একই গল্প/কবিতা বলে বিমোহিত করতে চাইতেন। তাহার এই গল্প/কবিতার আবেদন যে সমাজে/দেশে অনেক আগেই ফুরিয়ে গেছে, সেটাই তিনি বুঝতে চান নাই।
অন্যদিকে হিংসা মানুষের পতনের কারন। তিনি এত বেশী সময় ধরে হিংসার চর্চা করে করে আসছিলেন যে,উনার পতন শুধু সময়ের ব্যাপার হয়ে দাড়িয়েছিল।
আর - চাণক্য মিডিয়া এখন উনার প্রতি যে দরদ দেখাচছে সেটা কিছুদিনের মাঝেই নাই হয়ে যাবে।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:৫৪
সোনাগাজী বলেছেন:
কোমলমতি সাহেব, আরবে উট চরায়ে গরুর রচনা লিখতে থাকেন
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:২০
মোহামমদ কামরুজজামান বলেছেন: সোনাগাজী ভাই আবারো ধন্যবাদ আপনাকে, আপনার প্রতি-মন্তব্যের জন্য।
কোমলমতি সাহেব, আরবে উট চরায়ে গরুর রচনা লিখতে থাকেন
- আমেরিকায় যেমন সবাই বিল ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্প নয় ঠিক তেমনি আরবে সবাই গাধা-উঠ চড়ায় না । তারপরও আপনার উপদেশের জন্য কৃতজ্ঞতা জানবেন।
৮| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৩
নতুন নকিব বলেছেন:
@সোনাগাজী,
'শেখ' লিখতে গিয়ে এই পোস্টের প্রথম কমেন্টেই তো ভ্যাজাল বাধিয়ে দিলেন। বাংলা ভাষার শব্দ ভান্ডারে আপনি নতুন নতুন শব্দ যোগ করতে চাচ্ছেন কি?
পোস্টে গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষন করায় প্রিয় লেখককে ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ নতুন নকিব ভাই আপনাকে, আপনার মন্তব্যের জন্য।
@সোনাগাজী,
'শেখ' লিখতে গিয়ে এই পোস্টের প্রথম কমেন্টেই তো ভ্যাজাল বাধিয়ে দিলেন। বাংলা ভাষার শব্দ ভান্ডারে আপনি নতুন নতুন শব্দ যোগ করতে চাচ্ছেন কি?
- ভাইজান , সোনাগাজী ভাই সব কিছুতে এবং সবসময়েই অদ্বিতীয়। কাজেই শেখ লিখতে যা লিখেছেন তা আমি ইচছা করেই এড়িয়ে গিয়েছি।তারপরও তাহার দ্বিতীয় মন্তব্যে কিছুটা বলেছি ভিন্ন আংগিকে।
তবে একটা কথা সত্যি- এভাবে নতুন কিছু শব্দ যোগ আমাদের হযরতে শেখ করে গেছেন । যেমন - কুমিল্লা হয়ে গেছে কিউমিল্লা ((Comilla - Cumilla ) ঠিক তেমনি শেখ যদি হয় শেক্সখ - এ মনে হয় খারাপ না।
পোস্টে গুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি আকর্ষন করায় প্রিয় লেখককে ধন্যবাদ।
- ভাই ধন্যবাদ দিছেন , সাদরে গ্রহণ করেছি তয় ভয়েও আছি।
সুযোগ পাইলে আবার ফাসিও দিবার পারে কিংবা আয়না ঘরে গুমও ঐবার পারি , এই লেখার অপরাধে।
৯| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৬
অক্পটে বলেছেন: যারা তরুণদের হত্যা করেছে, ওইসব জল্লাদ বেঈমানদের দ্রুততম সময়ের মধ্যে ফাসিতে ঝোলানো উচিত। কোন কালক্ষেপণ নয়।
সব কিছুই অনরেকর্ডেড। খুঁজে পেতে সময় লাগার কথা নয়। সরকার একটু স্টেবল হলেই এই কাজে আগে হাত দেয়া দরকার।
০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০২
মোহামমদ কামরুজজামান বলেছেন: আবারো ধন্যবাদ অক্পটে ভাই , আপনার প্রতি-মন্তব্যের জন্য।
যারা তরুণদের হত্যা করেছে, ওইসব জল্লাদ বেঈমানদের দ্রুততম সময়ের মধ্যে ফাসিতে ঝোলানো উচিত। কোন কালক্ষেপণ নয়।
সব কিছুই অনরেকর্ডেড। খুঁজে পেতে সময় লাগার কথা নয়। সরকার একটু স্টেবল হলেই এই কাজে আগে হাত দেয়া দরকার।
- আপনি যা বলেছেন, তা এক অর্থে যথার্থই বলেছেন। সকল অন্যায়-অবিচার-হত্যারই দ্রুত বিচার হওয়া উচিত। তবে আমাদের সকলেরই নতুন সরকারকে একটু সময় দিতে হবে এবং ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে,আইনকে তার নিজস্ব পথে চলার জন্য।
১০| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৫১
ভুয়া মফিজ বলেছেন: যুক্তরাজ্য সরকার খুনী হাসিনার আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছে। টিউলিপও কিছু করতে পারলো না। আমি খুবই দুঃখ পেয়েছি। আশা ছিল হাসিনা আসলে একটু আদর-আপ্যায়ন করবো। হলো না। এখন নিজেই নিজেকে বলি, সুখ তোর কপালে নাইরে পাগল!!!!!
১১ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ ভুয়া মফিজ ভাই , আপনার চরম সত্য মন্তব্যের জন্য।
যুক্তরাজ্য সরকার খুনী হাসিনার আশ্রয়ের আবেদন নাকচ করে দিয়েছে। টিউলিপও কিছু করতে পারলো না। আমি খুবই দুঃখ পেয়েছি। আশা ছিল হাসিনা আসলে একটু আদর-আপ্যায়ন করবো। হলো না। এখন নিজেই নিজেকে বলি, সুখ তোর কপালে নাইরে পাগল!!!!! (
- প্রথমে ভেবেছিল যুক্তরাজ্য তাকে জামাই ( বউ আদরে) কোলে তুলে নিবে। সে ভাবতেই পারেনি যে যুক্তরাজ্য কিংবা আমেরিকা তাকে ছুড়ে ফেলে দিবে দেশের মানুষের মত। আমেরিকা যে জায়গা দিবেনা এটা অনেকটাই অনুমিত ছিল। তবে দাদারাও যে দিদিকে নিয়ে ছেলেখেলা ( মেয়ে খেলা ) খেলবে - এ তাহার ধারনার বাইরে ছিল। কারন সে তার শাসনামলে দাদাদের যেভাবে উপুর করে ঢেলে দিয়েছিল , তাতে সে কিছুটা হলেও আশাবাদী ছিল। আর সেই আশা ভংগের কারনেই এখন দেশে ফিরে আসবার মুনচায়।
পীরজাদীর মেহমানদারী করে সওয়াব কামাতে না পেরে আপনার আশা ভংগের কারনে এক বালতি সমবেদনা ভাইজান।
১১| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৮:৪৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: পাবলিকে ওনার জামা কাপড় পর্যন্ত নিয়ে গেছে। আমি মনে করি এই জামা কাপড় পাবলিকের কাছে থেকে ফেরত নিয়ে এখন দিল্লী পাঠিয়ে দেয়া উচিত। তবে কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাই এখনও জানা যাচ্ছে না।
১১ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই , আপনার সত্য মন্তব্যের জন্য।
পাবলিকে ওনার জামা কাপড় পর্যন্ত নিয়ে গেছে। আমি মনে করি এই জামা কাপড় পাবলিকের কাছে থেকে ফেরত নিয়ে এখন দিল্লী পাঠিয়ে দেয়া উচিত। তবে কোন ঠিকানায় পাঠাতে হবে সেটাই এখনও জানা যাচ্ছে না।
-ঈত্যবসরে পাবলিক অনেক কিছুই ফেরত দিয়ে গেছে, তবে কোথায় পাঠাতে হবে সেই ঠিকানাই ট্রেস করা যাচছেনা। উনার মেয়েই উনার দেখা পাচছেনা সেখানে পাবলিক কি করে উনাকে খুঁজে পাবে।
উনি খুবই দামী জিনিষ। আর তাই দাদারা উনাকে সিন্দুকে ভরে রেখেছেন।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
সোনাগাজী বলেছেন:
শেক্সখ হাসিনার টাকা কোথা থেকে আসবে? সেটা নিয়ে গরুর রচনা লেখার আগে ভাবেন, শেখের মৃত্যুর পর উনাকে কারা টাকা দিয়েছিলো? শুরুতে ইন্দিরা গান্ধী দিয়েছিলেন।
এখনো চিন্তিত? গরুর রচনা ব্যতিত মাথায় কিছু আসে না?