নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি - pinterest.com
এক অভাগা দেশে ছিল এক রাজকীয় পীর পরিবার, যারা ছিল সেই দেশে মহাপ্রতাপশালী এবং পীরানে পীর। সেই মহাপ্রতাপশালী পরিবারে জন্মগ্রহন মানে যে শুধু সেই দেশের সবকিছু ও সবার উপরে তারা এবং তাদের অধিকার ছিল স্বয়ংক্রিয়ভাবে স্বীকৃত তাই নয়, তাদের ছিল বেহেশতে যাবার অবারিত হকও Click This Link (কারো কারো মতে,যদিও তা অসম্ভব ) তবে তারা জন্মগতভাবে মহাক্ষমতাশালী হলেও ত্যাগের আদর্শে উজ্জীবিত সেই পরিবারে সকল সদস্য ক্ষমতাকে পায়ে দলে দেশে খুবই সাধারন জীবন-যাপন করতেন এবং দেশ থেকে বেশুমার অর্থকরী বিদেশে জমা করে রাখতেন যাতে যে কোন সময় দেশ ত্যাগ করতে পারেন। আসুন এক নজরে পরিচিত হই সেই ত্যাগী পরিবারের সাথে।
ছবি - dailyasianage.com
১। জীবন ত্যাগী (রাজনৈতিক হত্যাকাণ্ড শিকার) বাবা -
সেই মহান ত্যাগী পরিবারের প্রধান হলেন বাবা,যিনি একাধারে ছিলেন মহান দেশপ্রেমিক, রাজনীতিবিদ, বিপ্লবী, রাষ্ট্রনায়ক সহ বিরল সব বহুমুখী প্রতিভার অধিকারী,যাহার সমকক্ষ কিংবা প্রতিপক্ষ হিসাবে সেই দেশে বিগত হাজার বছরে না কেউ কভু জন্মেছে না ভবিষ্যতে কভু জন্মাবে (তবে তাহার একমাত্র বড় কইন্যা তাহার থেকেও বেশী এবং বিরল সব প্রতিভা নিয়ে জন্মেছেন পীর পরিবার কিনা )। সেই মহান বাবা ত্যাগের অপার মহিমায় অভাগা দেশের ভাল করতে গিয়ে নিজের জীবন ত্যাগ করেছিলেন।
লিংক - ১। Click This Link
২। Click This Link
৩। Click This Link
৪। Click This Link
৫। Click This Link
ছবি - dhakatribune.com
২। দেশ ত্যাগী (গণবিপ্লবের কারনে দেশ ছেড়ে পলায়ন) কন্যাদ্বয় -
মহান ত্যাগী সেই বাবার কন্যারাও ছিলেন বাবার আদর্শের অনুসারী যাহার বড় কন্যা ছিল আবার দেশরত্ন খেতাবধারী। যারা বাবার মতই ক্ষমতা ভালবাসতেন এবং ক্ষমতার জন্য যে কোন ত্যাগ স্বীকার করতেও রাজী ছিলেন। সেই দুই কন্যা ছিল বাবার থেকেও বড় ত্যাগী। আর তাইতো বাবার আদর্শ অনুসরন করে দু বোনই দেশ ও দেশের মানুষকে ভালবেসেছেন দিন-রাত এক করে এবং একসময় জনগনের ভালাবাসায় অতিষ্ঠ হয়ে করেছেন দেশ ত্যাগ। আশ্রয় নিয়েছেন সেই দাদার দেশে,ত্যাগের আদর্শে যেই দাদাদেরকে দিয়েছেন বেশুমার নিজের অভাগা দেশ-জাতিকে শুন্য করে। যদিও তাহার দেশের সব মানুষ এখন সেই পরিবারের সব ত্যাগকে ভুলে গিয়ে তাদের আদর (গ্রেফতার) করে ফেরত পাঠাতে আশ্রয়দাতা দেশের সরকার বাহাদুরের নিকট দাবী জানাচছে, তবে দুবোন যেভাবে আশ্রয় দাদা'দেরকে উপুর করে ঢেলে দিয়েছিলেন (নির্মোহভাবে) তাতে মনে হয়না আশ্রয় দাদা উনাদেরকে ফেরত পাঠাবেন।
লিংক -১। Click This Link
২। Click This Link
ছবি - biographybd.com
৩। বউ ত্যাগী (তালাকপ্রাপ্ত) বড় নাতি / বড় কন্যার ছেলে -
পীরানে পীর পরিবারের পরিবারে সবাই যদিও ছিল খুবই ধার্মিক যারা রাত জেগে ইবাদত করত নিজের আরাম ভুলে, আর দোয়া করত অভাগা দেশবাসীর জন্য। সেই রকম পরিবারের পীরজাদা হয়েও কিভাবে কিভাবে যেন বড় নাতি / বড় কন্যার ছেলে বিয়ে করেন এক ইহুদি রমনীকে এবং সুখে-শান্তিতে বসবাস করতে থাকেন আমেরিকা নামক দেশে। যিনি গরীব দেশে জন্মগ্রহন করেও আলাদীনের আশ্চর্য প্রদীপের কল্যাণে সেই দেশের সেরা ১০ ধনী তালিকাতেও জায়গা করে নিয়েছেন নিজের জন্মগত প্রতিভায়।
লিংক - Click This Link
আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তদন্তে এ তথ্য উঠে এসেছে যে, আমাদের আলোচ্য পীরজাদার ৮টি বিলাসবহুল গাড়ি আছে । সাথে সাথে পীরজাদা ও তাহার মহান মাতা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ৩০ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) পাচার করেছেন। তদন্তে ম্যাসাচুসেটস ও ভার্জিনিয়ায় পীরজাদার স্ত্রী ক্রিস্টিন এবং পীরজাদার সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্যও পাওয়ার খবরে পীরজাদা তার ফেসবুক পোস্টে লিখেন,'' ক্রিস্টিন এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে''।
ছাগলকাণ্ডে ফেসে সেই দেশের আরেক পীরসাহেব যেমন নিজের জন্মদায়কে (পীরে কামেল ছেলেকে) অস্বীকার করে পার পেতে চেয়েছিলেন, (যদিও তিনি এখন শ্রীঘরে এবং ইতিমধ্যেই হারিয়েছেন তাহার তখত) ঠিক তেমনি দূর্নীতিকাণ্ডে নাম জড়িয়ে ফেসে যাওয়ায় আমাদের আলোচ্য পীরজাদা এখন বউকে ত্যাগ (তালাকপ্রাপ্ত) দেখিয়ে ত্যাগী হিসাবে পার পেতে চাইছেন নিজের করনীয় মহান সব কাজের ফলাফল থেকে । আহা বড়ই ত্যাগী, বড় নাতি সাহেব । যদিও তাহার মুখ থেকে বের হওয়ার আগ পর্যন্ত সারা দুনিয়ার কেউ কিছু জানতে পারেনি তাহার বউ ত্যাগ (তালাক) সম্পর্কে , যাহা তাহার মত সেলিব্রেটি মানুষের জন্য কিছুটা হলেও বেমানান। লিংক - https://www.jugantor.com/politics/903304
আমাদের আলোচ্য পীরজাদা হলেন তথাকথিত কম্পিউটার বিজ্ঞানী, যাহার আমেরিকায় থাকা সম্পদ জব্দ এবং বাজেয়াপ্ত করার বিষয়টি অভাগা দেশবাসী প্রথম জানতে পারেন তাঁর মহান ত্যাগী মায়ের মুখ থেকেই ২২ সেপ্টেম্বর (শুক্রবার) ২০২৩ সালে। তখন তাহার মাতা বলেছিলেন, '' আমেরিকা ছেলের সম্পদ বাজেয়াপ্ত করলে করবে, তাতে কিছু যায় আসে না''। https://bdtoday.net/newsdetail/detail/41/629851 আহা বেশ বেশ বেশ।অভাগা দেশটাকে তারা তাদের বাপের তালুক মনে করেন এবং দেশের বিদ্যুৎ খাত, গ্যাস ও টেলিকমিউনিকেশন থেকে বিপুল অঙ্কের টাকা লুট করে বিদেশে পাচার করবেন,এটা তাদের জন্মগত হক। আবার সেই পাচার করা টাকা বিদেশে জব্দ হলে বা বাজেয়াপ্ত হলে তাদের জন্য বাংলাদেশ রয়েছে বলে স্বস্তির নি:শ্বাস নিবেন। কি চমতকার । তখন তাহার মহান মা আরো বলেছিলেন, '' আমার ছেলে আমেরিকায় বিয়ে করেছে, স্ত্রী সন্তান রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর ও সম্পত্তি রয়েছে ''।
ভাবনার বিষয় এই যে, মহান মা ও তাহার ছেলে উভয়ের কথা মিলেনা। ১৫ মাস আগে তাহার মহান মাতা বলেছিলেন,'' আমার ছেলে আমেরিকায় বিয়ে করেছে, স্ত্রী সন্তান রয়েছে এবং ব্যবসা-বাণিজ্য, বাড়িঘর ও সম্পত্তি রয়েছে'' অথচ এখন পীরজাদা বলছেন, '' ক্রিস্টিন (পীরজাদার বউয়ের নাম) এবং আমি আর বিবাহিত নই। আমরা প্রায় তিন বছর আগে আলাদা হয়েছি এবং আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে''।
আমি হিসাব মিলাতে পারছিনা। আপনারা কি মিলাতে পারছেন বানরের তৈলাক্ত বাঁশ বেয়ে উঠার মত জটিল এ অংকের
৪। দূর্নীতি ত্যাগী (নির্লোভ) বড় নাতনি / বড় কন্যার মেয়ে -
চেতনা আর রাজাকার - এ দু ব্যবসা ছিল সেই পরিবারের প্রধান পুঁজি।অথচ সেই পরিবারের বড় মেয়ের বিয়ে দিয়েছে স্বীকৃত রাজাকার পরিবারে যিনি দূর্নীতিকে ত্যাগ না করা পীরানে পীরের পরিবারের পারিবারিক ঐতিহ্যের পরম্পরায় বড় পীরজাদী যিনি পুতুল নামে পরিচিত । তিনি কোন প্রকার স্বজনপ্রীতি-দূর্নীতির আশ্রয় না নিয়ে,মা-নানার ক্ষমতা (নির্মোহভাবে) ত্যাগ করেন এবং পুতুলদের (অটিজম) নিয়ে কাজ করার ত্যাগীর প্রতিদান স্বরুপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (এসইএআরও) আঞ্চলিক পরিচালক পদ বাগিয়ে নিয়েছেন ত্যাগের (সেবার) মানষিকতা নিয়ে। যদিও সেই অভাগা দেশের জনগন তাহার এই ত্যাগকে ভালভাবে নেয়নি। আর তাইতো ২০২৫ সালের ১৫ জানুয়ারি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালকের পদ পাওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে বলে জানায় সে দেশের দুর্নীতি দমন কমিশন।
১। https://www.ittefaq.com.bd/676067/
২। Click This Link
৫। পদ ত্যাগী (নির্লোভ) বিদেশী নাতনি / ছোট কন্যার মেয়ে -
মা-খালার দেখানো-অনুসরন করা পথের কারণেই ত্যাগী হলেন টিউলিপ। এ টিউলিপ বিশ্বের সবচেয়ে সুন্দর ও স্বীকৃত ফুলগুলোর মধ্যে অন্যতম টিউলিপ এবং বসন্তের সবচেয়ে সুন্দর ফুল নয়।এ হলো সেই ফুলের নামের সাথে মিল করে রাখা পীরানে পীর পরিবারের ছোট মাসুম আপার মেয়ের নির্মোহ নাতনি দেশ ত্যাগ করে বৈদেশে মন্ত্রী হয়েছিলেন,যাকে নিয়ে পীর পরিবারে গর্ব ও গৌরবের শেষ ছিল না। সেই গর্বিত নাতনি-ভাগনিও পদত্যাগ করেছেন বৈদেশে ক্ষমতার মোহ ত্যাগী হয়ে। যিনি একটি দেশের আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে ছিলেন তিনিই পদ ত্যাগী (নির্লোভ) হলেন দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে নানা-মামা-খালা-মা-ভাইয়ের পদাংক অনুসরন করে। আহা - সাধু সাধু।
লিংক - ১। https://www.prothomalo.com/world/3socqx1h57
২। Click This Link
বর্তমানে আরও একটি বিষয় লক্ষণীয় যে,এ মহান পরিবারের কোন সদস্য এখন দেশে নেই। সব সদস্যই দেশ ত্যাগ করেছেন,ত্যাগের আদর্শে উজজীবিত হয়ে। জয়তু ত্যাগ
এত সব ত্যাগের মাঝে পীরে কামেল পরিবারের কোন সদস্যের যদি আর কোন ত্যাগের ইতিহাস কারো জানা থাকে, তাহলে শেয়ার করলে আপডেট করে দিব। কারন - অভাগা দেশের জনগনের জানা উচিত আলোচ্য পরিবারের মহান সব ত্যাগ সম্পর্কে।
এটি কোন ফান পোস্ট নয়, একটি মহান পরিবারের গৌরবময় ত্যাগের ইতিহাস। আসুন সবাই মিলে সেই মহান পরিবারের স্মরণীয় সব ত্যাগী কাজের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করি।
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ, কিরকুট (চিরকুট) ভাই, আপনার সরস মন্তব্যের জন্য।
আপনার ল্যাদানো শেষ ?
- আমার এখনো শুরু হয়নি, শেষ ত দুর কি বাত
আপনি আরামসে ল্যা দানো শেষ করেন। নয়তো কাপড়ে-গায়ে লেগে পরিবেশ দূষিত হবে। শেষ হলে ভালভাবে ধৌত করে বের হয়ে আসেন। বসে আরামসে গপ-সপ হবে। নো হারি------
২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:১৮
রাসেল বলেছেন: এরকম হেডলাইন পড়লে বুকটা কান্নায় ভেঙে যায়, আর কষ্ট দিবেন না অনুগ্রহ করে। পাগলের সুখ মনে মনে।
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,রাসেল ভাই, আপনার মন্তব্যের জন্য।
এরকম হেডলাইন পড়লে বুকটা কান্নায় ভেঙে যায়, আর কষ্ট দিবেন না অনুগ্রহ করে।
- চেতনা আর কান্না - এই দুই ছিল তাদের পুঁজি। এ দুটিকে পুঁজি করেই তাদের রুজি ( রোজগার ) হয়েছে বেশুমার। কাজেই
পাগলের সুখ মনে মনে।
- জাতে মাতাল,তালে ঠিক।
তারাই করে ত্যাগী লীগ ।
- দিন না ভাই , মনে মনে সুখ আস্বাদন করতে।
৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা ত্যাগেই যত সুখ!
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,সৈয়দ মশিউর রহমান ভাই, আপনার মন্তব্যের জন্য।
আহা ত্যাগেই যত সুখ!
- আসলেই ভাই, ত্যাগেই প্রকৃত সুখ।
আর তাইতো আসুন সবাই তেয়াগী হই , ভোগকে বাই বাই বলি।
৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা ত্যাগের কথা ভুলে গেছেন!মলত্যাগ! কিরকুট না চিরকুটমিয়া হেইটাই মনে করাইয়া দিছে।
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,গিয়াস উদ্দিন লিটন ভাই, আপনার সরস মন্তব্যের জন্য।
একটা ত্যাগের কথা ভুলে গেছেন! মলত্যাগ! কিরকুট না চিরকুটমিয়া হেইটাই মনে করাইয়া দিছে।
- সরি ভাইজান, সরি। ইমন গুরুত্বপূর্ণ ত্যাগের কথা ভুলে যাবার জন্য।ইডাও এড করে দিমুনে তাদের পারিবারিক ত্যাগের তালিকায় (যদিও এই ত্যাগে আমজনতারও হক আছে )
ঠিকভাবে মলত্যাগ না হলে যে জীবন ত্যাগের সম্ভবনা মাথা চাড়া দিয়ে উঠে, ইডা আমাদের কিরকুট ভাই কোষ্ঠকাঠিন্যে ভূগে হাম্মাম এ দীর্ঘ সময় বসে মশার কামড় খেয়ে হাড়ে-ঝাড়ে টের পাচছেন। তাইতো তিনি দেখতে চাচছেন আর কেউ আছে নাকি ভাইয়ের মতন ত্যাগিঈঈঈঈঈঈঈঈঈঈঈই
৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১১
এ পথের পথিক বলেছেন: আহা পুরা পরিবার কতই না ত্যাগী ।
এজন্য সে পরিবার কে নোবেল দেয়া উচিত । অন্তত খুনি হাসু বু কে একটা তো দেয়াই যায় ।
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,এ পথের পথিক ( ভাইজান, এ পথ কোনডা- ত্যাগী না ভোগী - মজা করলাম,কিছু মনে কইরেন না) ভাই, আপনার মহান সরস মন্তব্যের জন্য।
আহা পুরা পরিবার কতই না ত্যাগী ।
- জী, ভাইজান -আসলেই ত্যাগী পরিবার । এরা পুরাই খানদানী ত্যাগী ।
এজন্য সে পরিবার কে নোবেল দেয়া উচিত । অন্তত খুনি হাসু বু কে একটা তো দেয়াই যায় ।
- হাসু বু কে নোবেল না দিয়ে নোবেল কমিটি তাদের গ্রহনযোগ্যতা হারিয়েছে বহু আগেই পীর সাম্রাজ্যে। নোবেলের আশায় আশায় হাস-ফাস করেছে হাসু বহুকাল। তারপরেও তা হাসুর মিলিল না একালে, হয়ত প্রভু হাসুকে নো-বল দিবে সেকালে (পরকালে)।
৬| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৪
রাসেল বলেছেন: চেতনা আর কান্না। "চেতনা" নিয়ে দিকভ্রান্ত আমি অধম। দেখে শুনে মনে হয় চুরি, বাটপারি, চাপাবাজি করাই চেতনা। মহানদের নিকট আবেদন, আমাদের মতো অধমদের বঙ্গোপসাগরে ফেলে দিন, দেশ পরিষ্কার করুন। সম্ভবত এই আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ তবে তাঁরা কিভাবে করে দেশ প্রেমিক হবেন।
১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০
মোহামমদ কামরুজজামান বলেছেন: আবারো ধন্যবাদ রাসেল ভাই , আপনার প্রতি-মন্তব্যের জন্য।
চেতনা আর কান্না। "চেতনা" নিয়ে দিকভ্রান্ত আমি অধম। দেখে শুনে মনে হয় চুরি, বাটপারি, চাপাবাজি করাই চেতনা।
- জী ভাইজান। আপনার আমি সহ পুরো দেশবাসীই চেতনা নিয়ে বিভ্রান্ত ছিল। দেশবাসীকে চেতনার বড়ি গিলিয়ে ত্যাগী পরিবার গিলে খেয়েছেন পুরো দেশটাকে মনে মাধুরী মিশিয়ে। আর কেউ এর বিপক্ষে কিছু বলতে গেলে দিয়েছেন রাজকীয় খেতাব - '' রাজাকার''।
চুরি-বাটপারি-চাপাবাজি - এসবই চেতনার নির্যাস।
যে যতবড় চোর-বাটপার-চাপাবাজ, সেই তত বড় চেতনাবাজ। এটা পরিক্ষীত।
মহানদের নিকট আবেদন, আমাদের মতো অধমদের বঙ্গোপসাগরে ফেলে দিন, দেশ পরিষ্কার করুন। সম্ভবত এই আবেদন গ্রহণযোগ্য নয়, কারণ তবে তাঁরা কিভাবে করে দেশ প্রেমিক হবেন।
- ভাইজান , আমাদেরতো দেশে থাকারই কোন হক নেই। মহান ত্যাগীরা আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন দেশে,বের করে দেননি দেশ থেকে - এতেই তাদের মহান ত্যাগের পরিচয় পাওয়া যায়।
আর সেই অভাগা দেশে সেই পীর পরিবার ও পীরের অনুসারীরাই দেশপ্রেমী ও মহান ত্যাগী । বাকী সবাই লোভী ও ভোগী
৭| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা তো সেটাই দেখলাম কত ত্যাগে কত ধান মরিচ
গঙ্গায় গেলো সাঁতারে বার; তবু কি হবে ত্যাগের পাট খরি
সিন্টার বাহার-----------------
১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,আলমগীর সরকার লিটন ভাই, আপনার সরস মন্তব্যের জন্য।
আমরা তো সেটাই দেখলাম কত ত্যাগে কত ধান মরিচ, গঙ্গায় গেলো সাঁতারে বার; তবু কি হবে ত্যাগের পাট খরি সিন্টার বাহার-----------------
- জী আলমগীর ভাই, অভাগা দেশের আমজনতা সুদীর্ঘ কয়েক যুগ ধরে মুখ-কান বন্ধ রেখে, নির্বাক চোখে ও অপার বিস্ময়ে শুধু চেয়ে চেয়ে দেখেছে কত ত্যাগে কত সুখ । আর দোয়া করেছে প্রাণ ভরে পীর পরিবারের ত্যাগ পূর্ণ করার জন্য স্রষ্টার নিকট।
তবে একসময় যারা তাদের ত্যাগের মহিমা (সুখ) দেখে যারা নিরবে অতৃপ্তির গভীর নিঃশ্বাস ফেলেছে তারাই এখন জল মাপছে গংগায় । আর বলছে - বড় বাচা বেঁচে গেছি, ত্যাগী না হয়ে। না হলে এখন ধান চাষের ফলে মরিচ উৎপাদনের কারনে সব মরিচ এখন দিত পিছন দিক দিয়ে -------------
৮| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫১
পথিক২৪ বলেছেন: আহা আপনি পারেন ও বটে
একটি সরকারের টপ টু বটম সবাই পালায় এমনি তাদের নিয়োগ দেওয়া ইমামও পালায়। এরকম ইতিহাস দুনিয়াতে আর নেই এবং ভবিষ্যতেও হবেনা। এই নিয়ে আপনার একটা লেখা চাই ।
না হলে হত্তাল করব কিন্তু জনবল ছাড়া ।
১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ,পথিক২৪ ভাই, আপনার ত্যাগী এবং সরস মন্তব্যের জন্য।
আহা আপনি পারেন ও বটে
- ভাইজান, ''নেই কাজ তো খই বাছ '' - এই আরকি
একটি সরকারের টপ টু বটম সবাই পালায় এমনি তাদের নিয়োগ দেওয়া ইমামও পালায়। এরকম ইতিহাস দুনিয়াতে আর নেই এবং ভবিষ্যতেও হবেনা। এই নিয়ে আপনার একটা লেখা চাই ।
না হলে হত্তাল করব কিন্তু জনবল ছাড়া ।
- ভাইজান , ইডা কোন কতা ঐল ।আপনি হত্তাল করবেন এ আমি মাইনে নিবার পারুম না কইলাম। আপনি হত্তাল করলে আমি আর খেলুম না কইলাম
পীর পরিবারের কামেল সব প্রতিনিধি (সুবিধাভোগী) নিয়ে ইককান লেহা আমি আগেই লিকে ফেলেছিনু। আপনি হয়তো মিস করে ফেলেছেন । নিন, একটু মেহেরবাণী করে এবং সময় নিয়ে দেখুন পীর পরিবারে কামেল মুরিদদের (সুবিধাভোগী) তালিকা ও আমলনামা।
উপুর করে দে মা চেটে-পুটে খাই - Click This Link
৯| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৩:০৫
রাজীব নুর বলেছেন: আমি বলব জামাত শিবিরের চেয়ে আওয়ামীলীগ ভালো।
আওয়ামীলীগ জামাত শিবিরকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়নি। জংগীদের দমন করতে পেরেছে। গত পনের বছরে আওয়ামীলীগের অবদান তো কম নয়। মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতির ঝিল। উন্নয়ন হয়েছে। কিন্তু সেই সাথে দূর্নীতি হয়েছে অনেক। এছারা ছাত্রলীগ আওয়ামীলীগের সর্বনাশ করেছে।
যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গেছে, ভাস্কর্যের গায়ে মুতে দিয়েছে, ৩২ নম্বরে আগুন দিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবেই।
১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৬
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবা রাজীব নুর ভাই, আপনার বিশ্লেষণাত্মক মন্তব্যের জন্য ।
আমি বলব জামাত শিবিরের চেয়ে আওয়ামীলীগ ভালো।
- ভাইজান, সত্য নির্দিষ্ট- স্থায়ী-স্থির ও সার্বজনীন নয় । সত্যও পরিবতনশীল। সত্য প্রতিনিয়ত পরিবর্তীত হয় দৃষ্ঠিভংগীর পরিবর্তনের কারনে। দৃষ্ঠিভংগী বদলালে সত্যও বদলে যায় অনেক সময় আকাশ-পাতাল।
কাজেই আপনি পীর পরিবারকে এখন যে দৃষ্ঠিভংগীতে দেখছেন,সেই দৃষ্ঠিভংগীটা যদি একটু পরিবর্তন করেন তাহলে হয়ত এই আপনিই ভিন্ন ফলাফল দেখতে পারবেন।
আবার,আপনি যা দেখছেন-ভাবছেন তাও সঠিক বলে প্রতীয়মান হতে পারে যদিও অনেকেই আপনার সাথে একমত নাও হতে পারে। আর এটাই সত্যি।
আওয়ামীলীগ জামাত শিবিরকে মাথা চাড়া দিয়ে উঠতে দেয়নি। জংগীদের দমন করতে পেরেছে।
- কারো সাথে কারো মতের - মনের অমিল হলেই কেউ যদি দেশদ্রোহী-রাজাকার-জংগী হয়ে যায় তাহলে সেই যে বড় জনদ্রোহী-রাজাকার-জংগী সেটা ভেবে দেখার মত মন কি ত্যাগী লীগ ও তার অন্ধ অনুসরনকারীদের ছিল কিংবা আছে কিনা, ভেবে দেকেন একটু।
গত পনের বছরে আওয়ামীলীগের অবদান তো কম নয়। মেট্রোরেল, পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হাতির ঝিল। উন্নয়ন হয়েছে। কিন্তু সেই সাথে দূর্নীতি হয়েছে অনেক। এছারা ছাত্রলীগ আওয়ামীলীগের সর্বনাশ করেছে।
- একই বাঁশির সুর (উন্নয়নের জোয়ারে দেশ লুটুন আরামে) আর কত বাজাবে নীরু ভাই,এবার একটু নতুন সুর ধরুন । ত্যাগী দলের এখন উচিত চেতনা এবং উন্নয়নের মুলা বাদ দিয়ে উপলব্ধির মুলা চাষ করা। তাতে যদি কিছুটা পূন্য (পাপ) মোচন হয়।
যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গেছে, ভাস্কর্যের গায়ে মুতে দিয়েছে, ৩২ নম্বরে আগুন দিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে একদিন হবেই।
- ভাই, বিচার তো অনেক কিছুরই হবে।
আগেতো পীর পরিবারের ত্যাগের (ভোগের/পাপের) বিচার হওয়া উচিত, তাই নয় কি?
আগের পাপের বিচার আগে হবে, তারপর পীর সাহেবের ভাস্কর্য ভাঙ্গা ও ভাস্কর্যের গায়ে মুতে দেয়ার বিচার হবে হয়তো কোন এক সময়।
১০| ১৬ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৫
মেঠোপথ২৩ বলেছেন: রাজীব নুরকে আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে লীগের দালালি করতে দেখি নাই কখনও। বরং মাঝে মাঝেই আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধেই সমালোচনা করতে দেখেছি। এখন স্বৈরাচারের পতনের পর হঠাৎ তার এই পরিবর্তনের হেতুটা ধরতে পারছি না!!
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ মেঠোপথ২৩ ভাই, আপনার মন্তব্যের জন্য ।
রাজীব নুরকে আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে লীগের দালালি করতে দেখি নাই কখনও। বরং মাঝে মাঝেই আওয়ামিলীগ সরকারের বিরুদ্ধেই সমালোচনা করতে দেখেছি। এখন স্বৈরাচারের পতনের পর হঠাৎ তার এই পরিবর্তনের হেতুটা ধরতে পারছি না!!
- ভাই, রাজিব নুর ভাই একটু অস্থিরমতি মানুষ। রাজিব ভাই খূবই দ্রুত উনার মত পাল্টান মানে ডিগবাজী টাইপ আরকি। এখন যা বলছেন একটু পর হয়তো পুরো তা উল্টা বলছেন ৩৬০ ডিগ্রি মোড় ঘুরে।
তবে মানুষ ভাল রাজিব নুর ভাই। সহজ সরল এবং সৌখিন মানুষ। খারাপ প্রজাতির না, একটু অন্যরকম - এই আরকি।
১১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১
জটিল ভাই বলেছেন:
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা ত্যাগের কথা ভুলে গেছেন!মলত্যাগ! কিরকুট না চিরকুটমিয়া হেইটাই মনে করাইয়া দিছে।
১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২১
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ জটিল ভাই, যথারীতি আপনার জটিল মন্তব্যের জন্য ।
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: একটা ত্যাগের কথা ভুলে গেছেন!মলত্যাগ! কিরকুট না চিরকুটমিয়া হেইটাই মনে করাইয়া দিছে।
- ভাইরে ভাই , আমনে আসলেই জটিল
এত, এত ত্যাগ থাকতে আমনে পরথমেই মল ত্যাগ নিয়া আইছেন। আমনে আসলেই কামেল আচেন।
মল ত্যাগ,ইডা বহুত বালা জিনিষ ।
ইডা ত্যাগ না করি আটকাইয়া রাখতে গেলে কিংবা কোষ্ঠকাঠিন্য অই আটকাই গেলে পিছোয়ারা ছিড়ে গিয়ে রক্তপাত জনিত অসুবিধা থেকে দেশ ত্যাগ জনিত সমিস্যা থেকেও যে বড় সমিস্যা ঐবে ঐডাই কিরকুট বা চিরকুট ( যেই কুট কুট ই হোকনা কেন) ভাই বলবার চাইছে
খোলা মনে সব কিছু দেখি , জটিল মনে না ।
আমনের জন্য রইলো এক পুকুর জটিলাবাদ ,মেরে পেয়ারি ভাই।
১২| ১৬ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩
ভুয়া মফিজ বলেছেন: চোর বংশ নিয়া ইন্টারেস্টিং লেখা.........সময় নিয়া পড়তে হবে। একটা এডভান্স লাইক দিয়া গেলাম।
১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:৪৬
কামাল১৮ বলেছেন: প্রমানিত সত্যই একমাত্র সত্য।দাবির কোন সত্যতা নাই।কোর্টে মামলা দায়ের হয়েছে চুড়ান্ত রায়ের পর সত্য মিথ্যা বুঝাযাবে।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০০
করুণাধারা বলেছেন: এই পরিবারের দানের শেষ নেই!! অনেক তথ্য সন্নিবেশিত করে পোস্ট দিয়েছেন। পুরোটা পড়তে পারিনি, যেটুকু পড়েছি, ভালো লেগেছে। আপাতত লাইক দিয়ে গেলাম।
১৫| ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১১:০২
সাহাদাত উদরাজী বলেছেন: কিছু কমেন্ট ব্লগারের তো একদম হাগা ধরিয়ে দিলেন!
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৯
কিরকুট বলেছেন: আপনার ল্যাদানো শেষ ?