![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন? - Click This Link
'' আগে কি সুন্দর দিন কাটাইতাম কিংবা আপার আমলেই ভাল ছিলাম '' - এ কথাটি গত ৫ মাস ধরে ত্যাগী লীগের অতীতের ভোগীদের এবং বর্তমানে না খেতে পেরে ত্যাগী ভাইদের নিঃশ্বাসের সাথে কিংবা বুকভরা দীর্ঘ শ্বাস-প্রশ্বাসের সাথে দেশের আকাশে বাতাসে ভেসে বেড়াচছে। যাহা রাজিব ভাইয়ের লেখা " বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি ভাবছেন"? এর মূল সুরও। আর এটা শুধু রাজিব ভাইয়েরই নয়, এটা এখন পীর লীগের / তার সুবিধাখোরদের কারো কারো নিকট সান্তনা খোঁজার এবং দেশে ফেসবুকিয় ক্যাচাল লাগানোর জন্য একটা জনপ্রিয় বুলি।
তাদের মতে,ত্যাগী আপা বিহীন বংগ দেশের মানুষ বিগত ৫ মাস খুব পেরেশানীতে আছে, যেখানে বিগত একটানা প্রায় ১৬ বছর দেশের মানুষ পীর সাম্রাজ্যে থেকে বেহেশতের আস্বাদ পেত এবং দেশ ছিল দেশ ছিল ই-উরোপ কিংবা আম-মেরিকা যা এখন হয়ে গেছে উ-গান্ডা কিংবা নাই-জেরিয়া। তারা এটা ভূলে যায় যে, তাগো ত্যাগীয় আপা একটানা ১৬ বছরে এত এত ত্যাগ করে দেশকে যে ছেড়া-বেড়া করে রেখে গেছেন, উপদেষ্টা পরিষদকে তার থেকে বের করে আনতে এবং তাহার ত্যাগীয় সারবস্তু সমাজ-দেশে থেকে পরিষ্কার করার প্রসেস শেষ করতে আমজনতার একটু সময় ও ব্যাথা লাগবেই এবং এর জন্য একটু ধৈর্য্য ধরতে হবে, ইডা মনে রাখেনা। আপনার সব ভাইজান ( রা কইনছেন দেহি - ঠিক কিনা?
আসুন আমরা একনজরে দেখি, রাজিব ভাই তাহার লেখায় যে কয়টা সমস্যার কথা বলেছেন, সেগুলি কি আপা পীরের সাম্রাজ্যে আগে ছিল নাকি গত ৫ মাসে নাজিল হয়েছে?
১। আপা-বাবা'র দেশের অবস্থা - ভাইয়ের মতে, আপার দেশে এখন কিছুই ঠিক নেই ।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন, '' ৫ মাস আগে কি দেশ নর ওয়ে ছিল এবং এখন নাই - জিরিয়া ঐ গেছে নাকি?
২। দেশের সব সেক্টরের অবস্থা - ভাইয়ের মতে, আপার আমলে দেশের সব সেক্টর ভাল চলছিল এখন সব অচল হয়ে গেছে।ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' এত দিন কি সব সেক্টরে গদীনশিন পীরানে পীরের কামেল লোক ছিল যারা ছিল নাগা সাধু এবং দেশের সব সেক্টরে ৫ মাসে বোম্বাই মরিচে ভরি গেছে নাকি ) । সাথে সাথে চোর-বাটপারে ''?
৩। জিনিষ পত্রের দাম - ভাইয়ের মতে, আপা পীরের আমলে জিনিষপত্রের দাম ছিল পানির দামে,আর গত ৫ মাসে জিনিষপত্রের দাম চলে গেছে মানুষের নাগালের বাইরে।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,''এত দিন ১ টেহায় গোপাল-ভোগী আপামন চাউল পাওয়া যাইত এখন উপদেষ্টারা দায়িত্ব নেয়ার পর ১ টেহা অচল ঐ গেছে নাহি ( ''?
৪। ২০ বছর ধরে দেশের অবস্থা - ভাইয়ের মতে,'' পীর পরিবারের ও তাহার দলের শসনামলে দেশ ভাল ছিল যা এখন বেশ খারাপ হয়ে গেছে।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' আপার আমলে কি দেশ সোনার উপর ভাসত, দেশে কি তখন সব ছিল কামেল দরবেশ - যারা কোদাল দিয়ে দিন রাত এখন করে দেশের আগাছা দমন করত। এখন ৫ মাসে কি দেশের কর্ণধাররা কোদাল ত্যাগ করে কাচি দিয়ে জনগনের পিছোয়ারা কাটছে নাকি ''?
৫। দেশেটা গেছে পচে - ভাইয়ের মতে,'' গত ৫ মাসে দেশটা এবং দেশের সব কিছু পচে গেছে''।
ভাইয়ের / আপনাদের নিকট প্রশ্ন,'' এতদিন আপা যে সবকিছুতে ফরমালিন দিয়ে না পঁচিয়ে বাঁচাইয়া রাখা দেখাইছে ইডা কি বালা আছিল স্বাস্থ্যের পক্ষে, নাকি উপদেষ্টারা একন ফরমালিন বন কইরে আসল জিনিষ দেয়ার চেষ্টা করা কি খারাপ ঐছে ''?
৬।দেশে গলিতে গলিতে মসজিদ ভরে গেছে - ভাইয়ের মতে,'' দেশের অলিতে গলিতে এট মসজিদ হয়েছে যে, আজানের কারনে ভাইয়ের কানে ব্যাথা হয়ে গেছে / যায়'।'
ভাইয়ের নিকট প্রশ্ন, '' মসজিদ দেশে-দুনিয়ায় হাজার বছর ধরে কি ছিল ? নাকি গত ৫ মাসে মসজিদ সমাজে পয়দা হয়েছে?
ভাইয়ের / আপনাদের নিকট আরো ২ টি প্রশ্ন,
> ভাইয়ের কি মসজিদে এলার্জি আছে?
> নাকি আপার নয়া শ্বশুরবাড়ীর মত মসজিদের নীচে মন্দির খোজার ইচছা আছে কিংবা সপনে দেখছেন?
আপনার সবার নিকট প্রতিটা কারনের যৌক্তিক জবাব আশা করি ( ।
==============================================================
পূর্ববর্তী পোস্ট -
কৌতুহল - ৫ " পৃথিবীর কসাইখানা শিকাগো " - শিকাগোকে কেন পৃথিবীর কশাইখানা বলা হয় ?
Click This Link
" কৌতুহল - ৪ " - Click This Link
মিনিকেট নামে কোন ধান নেই ॥ খাদ্যমন্ত্রী ॥ তবে মিনিকেটের নামে আমরা কি খাচছি এবং বাজারে মিনিকেট চাল নামে আসলে কি বিক্রয় হচছে ?
"কৌতুহল - ২ / ২ " - " ডারউইনের বিবর্তনবাদ " - মানুষ কি এপ-প্রাইমেট (বানর) থেকে এসেছে বা পৃথিবীতে মানুষের শুরু কিভাবে হয়েছে? এ ব্যাপারে ধর্ম ও বিজ্ঞানেরই বা কি অভিমত ?
Click This Link
"কৌতুহল - ২ / ১ " - " ডারউইনের বিবর্তনবাদ " - মানুষ কি এপ-প্রাইমেট (বানর) থেকে এসেছে বা পৃথিবীতে মানুষের শুরু কিভাবে হয়েছে? এ ব্যাপারে ধর্ম ও বিজ্ঞানেরই বা কি অভিমত ?
Click This Link
"কৌতুহল -১"- আমেরিকার প্রেসিডেন্টরা ২০ জানুয়ারি কেন শপথ নেন? Click This Link
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ কু-ক-রা ভাই (নাম কুকরা যেহেতু সেই হিসাবে ভাই হবেন ধরে নিয়ে) , আমারা লেখায় আপনার প্রথম মন্তব্যের জন্য।
রাজীব নূর একটি কূপমুন্ডুক মাত্র।
- ভাইজান , রাজিব ভাই একেবারে খারাপ মানুষ নয়। ভাল মানুষ, তবে বড়ই চঞ্চলমতি। ভাই যে কোন কিছুতেই স্থির থাকতে পারেনা দীর্ঘমেয়াদে - সমস্যা এটাই।
শোক এবং আফসোসে উহার গুরু পাঁদগাজী এবং উহার মাথা খারাপ হইয়া গিয়াছে। এইজন্য উহারা ব্লগে নানা প্রকারের অমূলক ধারণা সম্বলিত লেখা পোষ্ট করিতেছে।
- চাঁদগাজীর প্রেতাত্মা ভর করেছিল সোনাগাজীতে। সোনাগাজীর আত্মা ভর করেছে ৭১ এ । সে যতভাবেই যত রুপেই পুনর্জন্ম নেয় আপনারা সবাই কিভাবে কিভাবে যেন বুঝে যান - এটাই বুঝিনা
যে কোন সুবিধাভোগীরই সমস্যা হয় যখন সেই সুবিধা রহিত হয়ে যায়।চাঁদ-সোনা-৭১ আমার মনে হয় আপা লীগের সুবিধাভোগী এবং অন্ধ সমর্থক। তাইতো তাহার আফসোস বেশী ।
আর রাজিব নুর ভাই তাহার সামু গুরু (আমার মনে হয়না সামুর বাইরে জানাশোনা আছে উনার সাথে) চাঁদ-সোনা-৭১ এর অন্ধ সমর্থক । গুরু যা বলে শিষ্যও তাই বলে, সমস্যা এখানেই।
২| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৯:২৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মানুষ একটু বিলাপ টিলাপ করে শান্তনা পেতে চাইছে আপনাদের তাও সহ্য হচ্ছেনা
২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন ভাই , আমারা আপনার মন্তব্যের জন্য।
মানুষ একটু বিলাপ টিলাপ করে শান্তনা পেতে চাইছে আপনাদের তাও সহ্য হচ্ছেনা
- ঠিক তাই লিটন ভাই।
এখন মানুষ বড়ই অসহনশীল হয়ে গেছে,কেউ কাউকে আর সহ্যই করতে পারছেনা। মানুষ যে শান্তিমত একটু হারানোর শোক প্রকাশ করবে কিংবা বিলাপ টিলাপ করে রুমাল দিয়ে চোখ মুছে মনের বেদনা দূর করবে - তারও সুযোগ সীমিত হয়ে গেছে সমালোচকদের কারনে।
কারন - চোখের অশ্রুতেও এখন মানুষ গ্লিসারিন খোজে, বড়ই বেরহম দিল মানুষ
৩| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৯
কামাল১৮ বলেছেন: অতীত নিয়ে ভাবার সময় কৈ।বর্তমানকে নিয়ে মহা বিপদে আছি।মানুষ অতীতেও বাচে না ভবিষ্যতেও বাচে না মানুষ বাচে বর্তমানে।
২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ কামাল১৮ ভাই, আপনার মন্তব্যের জন্য।
অতীত নিয়ে ভাবার সময় কৈ।বর্তমানকে নিয়ে মহা বিপদে আছি।
- কামাল ভাই ,অতীত নিয়ে যদি ভাবার কিছু না থেকে থাকে তাহলে বিগত ২১ বছর যাবত আমরা কিংবা আপা ও তার দল কি নিয়ে ছিল - বলবেন কি?
অতীতের গান শোনাইতে শোনাইতে তেনারা যে ফেনা তুলে ফেলত এখনও ফেনা তুলছে - তার কি হবে।
ভাই, আমাদের দেশ এখন মরনঘাতি ক্যান্সার আক্রান্ত । এই ক্যানসার রোগ একদিনে হয়নি। দেশে এ রোগের শুরু থেকে পরিণত হতে সময় লেগেছে ১৬+৫্=২১ বছর। দেশে এ রোগ তৈরী হয়েছে আপনাদের আপা তথা পীর পরিবারের বদান্যতায় এবং বিগত ২১ বছরের বিনা চিকিৎসায় তা এখন শেষ পর্যায়ে আছে । ক্যান্সার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়েছে। এখন রোগীর (দেশের) অবস্থা ভাল হওয়ার আগে আরও খারাপ হতে পারে এবং একটু ধৈর্য্য ধরতে হবে । কারণ সার্জারীর পর অপারেশন পরবর্তী যত্ন- ventilation সহ আইসিও তে থাকা , সাথে সাথে অনেক নিয়ম-নীতি মেনে চলতে হবে এবং অনেক বদঅভ্যাস ত্যাগ করতে হবে ভাল হবার জন্য। এখন রোগী যদি হা-হুতাস করে কিংবা চিকিৎসায় সহযোগীতা না করে কিংবা চিকিৎসকের আদেশ-নিষেধ মেনে না চলে না হলে ভালো হবে কিভাবে বলেন?
আমাদের সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে ভাইজান হা হুতাশ,লোভ-লালসা ছেড়ে ।
মানুষ অতীতেও বাচে না ভবিষ্যতেও বাচে না মানুষ বাচে বর্তমানে।
- কামাল ভাই , এটা ভুললে চলবেনা যে - মানুষের অতীতের কার্যকলাপেই তাহার ভবিষ্যত নির্ধারিত হওয়ার সাথে সাথে বর্তমান সুখের কিংবা দুঃখের হয়ে থাকে।
৪| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৩১
এনামেল হউক বলেছেন: রাজীব যেহেতু লীগের নির্লজ্জ, পা-চাটা দালাল সেহেতু ব্যাটা এই কথা-ই বলবে; এটাই স্বাভাবিক।
২০ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ এনামেল হউক ভাই, আপনার মন্তব্যের জন্য।
রাজীব যেহেতু লীগের নির্লজ্জ, পা-চাটা দালাল সেহেতু ব্যাটা এই কথা-ই বলবে; এটাই স্বাভাবিক।
- ভাইজান কু-ক-রা ভাইকে যা বলেছিলাম এ ব্যাপারে তা হলো - রাজিব ভাই একেবারে খারাপ মানুষ নয়। ভাল মানুষ, তবে বড়ই চঞ্চলমতি। ভাই যে কোন কিছুতেই স্থির থাকতে পারেনা দীর্ঘমেয়াদে - সমস্যা এটাই।
সামুতে রাজিব নুর ভাই তাহার সামু গুরু (আমার মনে হয়না সামুর বাইরে জানাশোনা আছে উনার সাথে) চাঁদ-সোনা-৭১ এর অন্ধ সমর্থক । রাজিব ভাই নিজের বিবেক না খাটিয়ে তাহার সামু গুরু যা বলে শিষ্য হিসাবে গুরুর মতানুসারে তাই বলে, সমস্যা এখানেই।
৫| ১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ১১:৫৯
হাসান কালবৈশাখী বলেছেন:
গেঞ্জি আন্দোলনের শুরুতে সব জঙ্গি ছেড়ে দিয়েছে।
সাধারণ চোর চোর ছেচর সুইডেন আসলাম কালাহান্নান সবই ছাড়া পেয়ে গেছে। যুবক ডেসটিনি বিসমিল্লাহর ব্যাংক ডাকাতরা আগেই ছাড়া পেয়েছে।
১০ ট্রাক অস্ত্র মামলার সবাই ইতোমধ্যে ছেড়ে দেয়া হয়ে গেছে।
ছোটখাটো চোর ছেচর গুন্ডা বদমাইশ অলরেডি আরো আগেই মুক্ত হয়েছে।
শুধু বাদ ছিল বিডিআর হত্যাকারীরা। এখন এরাও ছাড়া পেয়ে গেল। সবাই ছাড়া পেয়ে যাচ্ছে।
দেশের কোন উন্নতি সমৃদ্ধির দরকার নেই। পাকিস্তানের মত প্রতিবেশীর সাথে সারাদিন সারাক্ষণ গুতাগুতি করবে, রকেট মারবে আর জঙ্গি পাঠাবে। উলফাকে অস্ত্র বোমা কিনে দিবে। হামাসের মত।
দেশে যুদ্ধ, অভাব অনটন দারিদ্র আর অনিশ্চয়তা না থাকলে তো তো দেশে মৌলবাদ জঙ্গিবাদের চাষাবাদ হয় না।
২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ হাসান কালবৈশাখী ভাই, আপনার আচানক-ভয়ানক কালবৈশাখীর ঝড়ের মত মন্তব্যের জন্য।
গেঞ্জি আন্দোলনের শুরুতে সব জঙ্গি ছেড়ে দিয়েছে।
- গেঞ্জি আন্দোলন এর ফলে জঙ্গি সব ছাড়া পেয়েছে - আহা বেশ বেশ বেশ।
সাধারণ চোর চোর ছেচর সুইডেন আসলাম কালাহান্নান সবই ছাড়া পেয়ে গেছে। যুবক ডেসটিনি বিসমিল্লাহর ব্যাংক ডাকাতরা আগেই ছাড়া পেয়েছে।১০ ট্রাক অস্ত্র মামলার সবাই ইতোমধ্যে ছেড়ে দেয়া হয়ে গেছে।ছোটখাটো চোর ছেচর গুন্ডা বদমাইশ অলরেডি আরো আগেই মুক্ত হয়েছে। শুধু বাদ ছিল বিডিআর হত্যাকারীরা। এখন এরাও ছাড়া পেয়ে গেল। সবাই ছাড়া পেয়ে যাচ্ছে।
- সকল অপরাধীই তাদের অপরাধের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় সাজা ভোগের পর কারাগার থেকে ছাড়া পায় । এটা বিচারিক প্রক্রিয়ারই অংশ। বরং সাজা ভোগের পর আটকে রাখা, বার বার নানা-বিনা অভিযোগে কাউকে গ্রেফতার করা এগুলোই বিচারিক প্রক্রিয়া বর্হিভূত । যা আমাদের আলোচ্য আপামনি পীর সাহেবান করেছেন মনের মাধুরী মিশিয়ে তাহার সীমাহীন মেয়াদের ক্ষমতার খায়েশে।
আর বিডিআর হত্যাকারী - বিচারে যাদের সাজা দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় তারাই প্রকৃত দোষী? একবারও বুকে হাত দিয়ে বলেন, সাধারন সিপাইরা কোথা থেকে এত সাহস-ক্ষমতা-অস্ত্র পেয়েছিল ক্ষমতাশীনদের সহায়তা ছাড়া।
< বিডিআর হত্যাকান্ডের বিচারিক প্রক্রিয়া কি যথাযথভাবে হয়েছিল?
< নাকি রাঘববোয়ালদের রক্ষা করে চুনো-পুটিদের বলি দেয়া হয়েছে?
< পীর লীগের নেতাদের তথা রাজনীতিবিদদের নাম কেন মামলার তদন্ত কিংবা বিচারের সময় আসল না?
দেশের কোন উন্নতি সমৃদ্ধির দরকার নেই। পাকিস্তানের মত প্রতিবেশীর সাথে সারাদিন সারাক্ষণ গুতাগুতি করবে, রকেট মারবে আর জঙ্গি পাঠাবে। উলফাকে অস্ত্র বোমা কিনে দিবে। হামাসের মত।
- দেশের উন্নতি সমৃদ্ধির সংগা টা কি ভাইজান?
দলগত ভোগ কিংবা পারিবারিক সাম্রাজ্য কায়েমের সাথে সাথে নিজের মনের মাধুরী মিশিয়ে গুম-খুন-হত্যা-ধর্ষনের সাথে সাথে ১০ টাকার জিনিষ ১০০০ টাকার খরচ দেখিয়ে বিদেশে সম্পদের পাহাড় গড়াই উন্নয়ন।
< পাকিস্তান প্রতিবেশীর সাথে সারাদিন সারাক্ষণ গুতাগুতি করে - ইডা কি কইলেন ভাইজান?
< আর আমাদের আপার দাদা, আপনাগো পরতিবেশী সারাদিন কি তসবি জপে নাকি ভাইজান? পুরো দক্ষিণ এশিয়ায় কার জন্য মহা-অং-শান্তি কার জন্য বিরাজ করছে?
< উলফাকে অস্ত্র বোমা কিনে দিবে। হামাসের মত - হামাসের দোস, ইসরাইল সাধু পুরুষ , সাধু সাধু। আর উলফা কি গত ৫ মাসে নাজিল হয়েছে নাকি আগেও ছিল?
< উলফার পুরো মানেটা কি ভাইজান? এরা কি করে?
দেশে যুদ্ধ, অভাব অনটন দারিদ্র আর অনিশ্চয়তা না থাকলে তো তো দেশে মৌলবাদ জঙ্গিবাদের চাষাবাদ হয় না।
< হঠাৎ করেই আপা বিহীন আপার দেশে দেশে যুদ্ধ, অভাব অনটন দারিদ্র আর অনিশ্চয়তা মাথা চাগাড় দিয়ে উঠেছে নাকি ভাইজান?
< বিগত ১৬ বছর সহ ২১ বছর দেশের মানুষ অভাব অনটন দারিদ্র আর অনিশ্চয়তা দেখতে লী-বাগী যাদুঘরে যেত নাকি ভাইজান?
< মৌলবাদ জঙ্গিবাদ - একই মুলা আর কত ঝোলাবেন ভাই পাবলিকের নাকের ডগায়। পাবলিক এখন আর মুলা খায়না, কারন মুলা খাইতে খাইতে আর মুলার পাদের গন্ধে হাসুর সাম্রাজ্য পাদময় হয়ে গিয়েছিল।
আর তাইতো কালবৈশাখী ঝড়ের দমকা হাওয়া দেশে থেকে ঝেটিয়ে বিদায় করেছে মুলার পাদের গন্ধের সাথে হাসুকেও মোদীর সাম্রাজ্যে।
এখন অবসরে বসে বসে চেতনা এবং মুলা ছাড়া আর কি চাষ করা যায় তাই ভাবতে বলেন হাসু ও তার সহযোগীদের।
৬| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: আপনি কি দুষ্ট ব্লগারদের খাতায় নিজের নাম লেখাতে চান?
২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:১৮
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, আপনার মন্তব্যের জন্য।
আপনি কি দুষ্ট ব্লগারদের খাতায় নিজের নাম লেখাতে চান?
- রাজিব নুর ভাই এটা আপনি কি বললেন?
আপনি জানেন না,প্রতিটা মানুষই কিছুটা দুষ্ট আছে। প্রার্থক্য হলো কেউ কম দুষ্ট,কেউ বেশী দুষ্ট। কেউ নির্দোষ দুষ্টামী করে আর কেউ পাপী তথা দোষী দুষ্টামী করে।
আমি শুধু আপনার লেখায় একটু কৌতুহল প্রকাশ করে নিজের মত করে নির্দোষ দুষ্টামী বা লেখার ময়না
তদন্ত করতে চেয়েছি তবে হাতুড়ি,বাটালি,কাটারী ছাড়া শুধু বডি যেভাবে আছে সেভাবে রেখে।
অবশ্য এটা শুধু আপনার কথা নয় কিংবা এও মিছে নয় যে, সারা দেশেই কান পাতলে শোনা যায় এ হাহাকারের বাণী , '' আগে কি সুন্দর দিন কাটাইতাম '' । এটা হয়ত পুরোটাই মিথ্যা নয়, আবার সবটাই সত্যও নয়।
রাজিব ভাই একটা জিনিষ আমরা মনে রাখিনা কিংবা ভুলে যাই -
ক্যানসার রোগ একদিনে হয়না। এ রোগ শুরু থেকে পরিণত হতে অনেক সময় লাগে এবং এ রোগ যতদিন নির্ণয় না হয় ততদিন রোগী ভাল-খারাপ মিলিয়ে থাকে। যেই মাত্র রোগ নির্ণয় হয় তখনি শুরু হয় প্যারা। সাথে সাথে সার্জারী এবং কেমোথেরাপি শুরু হলে রোগীর শারিরীক অবস্থা হঠাৎ করে খারাপ হতে শুরু করে। তখনই রোগী এবং তার আপনজনরা অস্থির হয়ে পড়ে। তাড়া ভুলে যায় যে, এ মরনঘাতী ক্যানসার রোগ , তা থেকে ভাল হতে সময় লাগবে এবং রোগীর শারিরীক অবস্থা খারাপ ও হতে পারে কিংবা মারাও যেতে পারে। চিকিৎসা শুরুর পর রোগীর অবস্থা ভালো-খারাপ এর যে কোন দুটোর একটাও যে হতে পারে তাও তারা মানতে চায়না। রোগ থেকে ভাল হতে গিয়ে খারাপও হতে পারে, তাই বলে চিকিৎসক খারাপ কিংবা হাসপাতাল বা ঔষধ ভাল নয় - এমনটা নাও হতে পারে। রোগ মুক্তির জন্য পয়সা খরচের সাথে সাথে বেদনাদায়ক সার্জারীর ব্যাথা যেমন সইতে হবে ঠিক তেমনি ধৈর্য্যও ধরতে হবে। কারন ডাক্তারের নিকট আলাদিনের যাদুর চেরাগ নেই যে, এক ঘষাতেই ক্যানসার নিরাময় হয়ে যাবে/করে দিবে।
আমাদের দেশ এখন মরনঘাতি ক্যানসারে আক্রান্ত , যে রোগ তৈরী করেছে পীর পরিবারের বদান্যতায় এবং বিগত ১৬ বছরের বিনা চিকিৎসায় তা এখন শেষ পর্যায়ে আছে । ডাক্তার তার চিকিৎসা শুরুর করেছে। এখন রোগীর (দেশের) অবস্থা ভাল হওয়ার আগে খারাপও হবে । কারণ সার্জারীর পর অপারেশন পরবর্তী যত্ন- ventilation সহ আইসিও তে থাকা , সাথে সাথে অনেক নিয়ম-নীতি মেনে চলতে হবে এবং অনেক বদঅভ্যাস ত্যাগ করতে হবে ভাল হবার জন্য। এখন রোগী যদি হা-হুতাস করে কিংবা চিকিৎসায় সহযোগীতা না করে কিংবা চিকিৎসকের আদেশ-নিষেধ মেনে না চলে না হলে ভালো হবে কিভাবে বলেন?
আমাদের সবাইকে একটু ধৈর্য্য ধরতে হবে ভাইজান হা হুতাশ,লোভ-লালসা ছেড়ে । আশা করি আমি কেমন ব্লগার হতে চাই তার জবাব আপনি পেয়ে গেছেন এবং ফিরতি একটা প্রাসংগিক জবাব আশা করছি।
৭| ২০ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১১:২১
পারস্যের রাজপুত্র বলেছেন: ভারতের প্রতি সহানুভুতিশীলদের পিছনে ফেলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সংস্কারের পর আমরা এক নতুন বাংলাদেশ পাব। সেই বাংলাদেশ আস্তে আস্তে স্বাধীন এবং শক্তিশালী হতে থাকবে ইনশাআল্লাহ।
২১ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ মহামান্য পারস্যের রাজপুত্র ভাই, আপনার চমৎকার আশাবাদী মন্তব্যের জন্য।
ভারতের প্রতি সহানুভুতিশীলদের পিছনে ফেলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। সংস্কারের পর আমরা এক নতুন বাংলাদেশ পাব। সেই বাংলাদেশ আস্তে আস্তে স্বাধীন এবং শক্তিশালী হতে থাকবে ইনশাআল্লাহ।
- আল্লাহর মেহেরবাণীতে আপনার আশাবাদ পূরণ হোক।
আমজনতা সহ সকল শ্রেণী-পেশার মানুষের মিলিত প্রচেষ্টায় আপাবিহীন বাংলাদেশ এগিয়ে যাক সকল বিবাদ-হানাহানি ভূলে প্রতিবেশীদের সাথে সমতার নীতিতে মিলে-মিশে।
৮| ২০ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৩৪
রাসেল বলেছেন: ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু যে জেগে থেকেও ঘুমের ভাণ করে তাকে জাগানো অসম্ভব। মানুষ তখনই মিথ্যা প্রচার করে, যেখানে তার ব্যক্তিগত লাভ থাকে অথবা সত্য বললে ক্ষতির আশংকা থাকে।
২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৩০
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ রাসেল ভাই, আপনার বাস্তব মন্তব্যের জন্য।
ঘুমন্ত মানুষকে জাগানো যায় কিন্তু যে জেগে থেকেও ঘুমের ভাণ করে তাকে জাগানো অসম্ভব। মানুষ তখনই মিথ্যা প্রচার করে, যেখানে তার ব্যক্তিগত লাভ থাকে অথবা সত্য বললে ক্ষতির আশংকা থাকে।
- জী এটা আপনি একদম সঠিক বলেছেন। ঘুমিয়ে থাকা মানুষকে জাগানো যায় তবে জেগে থেকে ঘুমের ভান করে মটকা মেরে পরে থাকা মানুষকে জাগানো যায়না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার লেজে কিংবা পাছায় আগুন জ্বালিয়ে দেয়া হয়।
আমাদের সমাজে বেশীরভাগ মানুষই ব্যক্তিগত লাভের আশায় নানা রকম মিথ্যাচার কিংবা পাপ কাজে জড়িয়ে পড়ে। তবে আমাদের আলোচ্য ভাই মনে হয় এই প্রজাতির প্রাণী থেকে কিছুটা আলাদা ধরনের। সে মনে হয় ব্যক্তিগত লাভ থেকে তার সামু গুরুর শিষ্যই বেশী - এটা প্রমানের জন্যই এসব করেন।
৯| ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১:০৪
শিশির খান ১৪ বলেছেন: উনি তো আফসোস লীগের সাধারণ সম্পাদক। উনার নেতারা সবাই পালায় গেছে এখন উনি একই যুদ্ধ করতেছে। মাঝে মাঝে কামাল আইসা একটু ঘি ঢাইলা দিয়া যায়। বেচারা বুঝতেছে না নেতারা সবাই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে তারা আর আসবে না এমন কি হাসিনা ডাকলেও আসবে না।
২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:৫৯
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ শিশির খান ১৪ ভাই, আপনার বাস্তব এবং সত্য মন্তব্যের জন্য।
উনি তো আফসোস লীগের সাধারণ সম্পাদক। উনার নেতারা সবাই পালায় গেছে এখন উনি একই যুদ্ধ করতেছে। মাঝে মাঝে কামাল আইসা একটু ঘি ঢাইলা দিয়া যায়। বেচারা বুঝতেছে না নেতারা সবাই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে তারা আর আসবে না এমন কি হাসিনা ডাকলেও আসবে না।
- শিশির ভাই , আপনি যা বলেছেন তা একদিক দিয়ে হয়তো সত্য তবে রাজিব ভাই আসলে আমার মনে হয়, '' ঘরের খেয়ে পড়ের মোষ তাড়ানো পাবলিক''। আসলে ভাইয়ের খাওয়া-পড়ার কোন ভাবনা না থাকায় (বাড়ী ভাড়ায় জীবন পার) এবং এ কারনে জীবনের জটিলতা তেমন একটা রাজিব ভাইকে স্পর্শ না করার কারনে উনি ইচছা করে কিছুটা ঝামেলা তৈরী করেন - নিজেকে আলোচনায় রাখার জন্য। অবশ্য উনি উনার গুরুর একনিষ্ঠ ও শ্রেষ্ঠ শিষ্য যিনি গুরু থেকেও বড় হবার চেষ্ঠা চালিয়ে যান প্রতিনিয়ত।
উনি এটাও বুঝতে পারেন না পীর বংশের পতন হয়েছে এবং হাসু পীর হামাগুড়ি দিয়ে উগুড় তল দিয়ে দাদার তলে আশ্রয় নিয়েছে। এটা ভাইয়ের মনে রাখা উচিত নিজের ভালোর জন্যই।
কারন - বেশীরভাগ জায়গাতেই চোর চুরি করে পালিয়ে যায় আর নিরপরাধ সাজা ভোগে।
১০| ২২ শে জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:০৮
জটিল ভাই বলেছেন:
আপনারও দেখি অপাত্রে সময় খরচের অভ্যাস গড়ে উঠেছে!
২২ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ধন্যবাদ জটিল ভাই ভাই, আপনার ছোত তয় সত্য মন্তব্যের জন্য।
আপনারও দেখি অপাত্রে সময় খরচের অভ্যাস গড়ে উঠেছে!
- ভাইজান, কথায় আছেনা - সংগদোষে লোহা ভাবে - এই আরকি ।
মাঝে মধ্যে এই মন চায় যে মোর
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:০২
কু-ক-রা বলেছেন: রাজীব নূর একটি কূপমুন্ডুক মাত্র। শোক এবং আফসোসে উহার গুরু পাঁদগাজী এবং উহার মাথা খারাপ হইয়া গিয়াছে। এইজন্য উহারা ব্লগে নানা প্রকারের অমূলক ধারণা সম্বলিত লেখা পোষ্ট করিতেছে।