![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুকে হ্যাকিং করা মানে নিজের টেকনোলোজিক্যাল দক্ষতাকে সন্মান না করার সমান; সামু হলো শিক্ষিত বাংগালীদের মিলন-মেলা, এখানে আক্রমণ করাটা সত্যই বিস্ময়কর। ব্যবসা হিসেবে সামু ঠিকই পথ খুঁবে পাবে; বর্তমানে টেকনোলিজিক্যাল নলেজের লোকেরা বসে থাকছে না। হ্যাকিং করতে টেকনোলোজীক্যাল দক্ষতার দরকার হয়, সেই দক্ষতাকে শান্তিপ্রিয় ব্লগারদের ঘর ভাংগার জন্য ব্যবহার করা সঠিক নয়।
বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষের ধারণা অনেক বিষয়ে পরিস্কার নয়, অনেক বিষয়ে ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছেন; ব্লগে ক্রমাগতভাবে আলাপ করে, শুনে এগুলো পরিস্কার করার সুযোগ পাচ্ছেন। হাজার খানেক নতুন সাহিত্যিক নিয়মিত এক্সপেরিমেন্ট করার সুযোগ পাচ্ছেন ব্লগের কারণে; এই যায়গায় কেহ হ্যাকিং'এর দক্ষতা দেখানো উচিত হয়নি।
সামু আবার ঠিক হয়ে যাবে, ব্লগারেরা ক্রমে ফিরে আসবেন; শিক্ষিত মানুষকে কেহ থামাতে পারে না; শিক্ষিত মানুষের সাথে অন্যায় করা হয়তো সববেয়ে বড় বোকামী
২২ শে মে, ২০১৬ সকাল ৮:১৯
মার্কোপলো বলেছেন:
সালাম ঠিক যায়গায় পৌঁছে যায় সব সময়।
২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৪২
সোজোন বাদিয়া বলেছেন: চোর কি কখনও ধর্মের কথা শোনে রে ভাই?
২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪২
মার্কোপলো বলেছেন:
ওরা জানে না যে, ওরা ভুল যায়গায় চেস্টা করছে।
৩| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:২০
গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন:
সালাম ঠিক যায়গায় পৌঁছে যায় সব সময়।
বুদ্ধির ঢেঁকি দেখছি!!
কি হয়েছে? পাসওয়ার্ড রিসেট হচ্ছে না?
২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪১
মার্কোপলো বলেছেন:
মনে হচ্ছে, পাসওয়ার্ড রিসেট হচ্ছে না
৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৩
জেন রসি বলেছেন: শুভেচ্ছা।
২২ শে মে, ২০১৬ বিকাল ৫:২৯
মার্কোপলো বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৬ সকাল ৭:৪৯
হাসান মাহবুব বলেছেন: ছালাম চাঁদগাজী ভাই।