![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মমতার গত সরকারের অবদানকে হিসেবে নিলে, মমতা হয়তো পশ্চিম বাংলার ভোটে কোন প্রকারে জয়ী হতেন, বা স্বল্প ব্যবধানে পরাজিত হতেন; উনার বিশাল বিজয়ের পেছনে রয়েছে বাংলাদেশকে পানি না দেয়ার প্রচেস্টা গুলো; পশ্চিম বাংলার কম শিক্ষিতদের মাঝে কিছু লোকের পানির ব্যাপারে কোন ধারণা নেই; এরা মনে করে যে, পানি না দেয়াই বাহাদুরির কাজ, বড় রাজনীতির কাজ।
ফারাক্কা বাঁধের ওপারে বিশাল হ্রদ সৃস্টি করেছে ভারত, ফারাক্কার ওপাশে এই নীল হ্রদের কোন দরকার নেই, ভারত অকারণে পানির লেভেলকে উপরে তুলে হুগলীতে পানি নিচ্ছে প্রাকৃতিক প্রবাহের চেয়ে অনেক বেশী; আসলে, এই পানি তাদের বিশেষ কোন কাজে লাগছে না; তাদের ধারণা, এই পানির প্রবাহ কলিকাতা বন্দরের নাব্যতা বাড়ছে। আসলে, এর থেকে অনেক খরস্রোতা কর্ণফুলি আমাদের চট্টগ্রাম বন্দরের নাব্যতা ঠিক রাখতে পারছে না।
মমতা তার বড় বিজয়ের অনুস্ঠানে আমাদের প্রাইম মনিস্টারকে নিমন্ত্রণ করেছেন; এটা আসলে পানি না দেয়ার অনুস্ঠান ছাড়া আর কিছু নয়। মমতারও কি এক অনুস্ঠান, সেখানে আবার দাওয়াত; ভালো হতো দরিদ্র ব্রাক্ষ্মনদের খাওয়ালে।
মমতাকে পশ্চিম বংগের জন্য তেমন কিছু করা লাগে না; পশ্চিম বংগের লোকজন পড়ালেখায় ভালো; পড়ালেখা শিখে সরকারী চাকুরী নিয়ে দিল্লী মিল্লী চলে যায়। পশ্চিম বংগে মানুষের ঘনত্বও কম। মমতা আবার সত হিসেবে পরিচিত; পরিবার নেই, স্বামী নেই, ঘরে কোন বিড়ালও নেই।
মমতা আমাদের ন্যায্য পানি না দিয়ে, মানুষের সেন্টিমেন্ট ধরে রেখে ভোটে জয়ী হয়েছে, এটাই তার বুদ্ধি, এটাই তার রাজনীতি। পরিবারহীন, স্বামীহীন মহিলার মগজ আসলে কাজ করে না, পার্টি আছে, রাজনীতি করে, সময় কাটায়; অবদানের দিক থেকে মানব সভ্যতার জন্য দু:খ ছাড়া আর কিছুই নয়।
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩২
মার্কোপলো বলেছেন:
অকারণে আমাদের পানি নস্ট করা উনার কোন ধরণের স্বার্থ হলো, কে জানে? উনি আসলে মগজের দিক থেকে কিছুটা প্রতিনদ্ধী।
২| ২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩৩
বিজন রয় বলেছেন: কানা, পাগল সবাই নিজের স্বার্থ বোঝে আর উনি তো মমতা।
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩৬
মার্কোপলো বলেছেন:
উনি কানা, পাগলের স্হানে নেই; উনি ৩২ কোটীকে কানা পাগল বানায়ে, তাদের নদীর পাড়ে বসে পেশাব করছেন, সেটা উনার ধারণায় নেই।
৩| ২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩৮
বিজন রয় বলেছেন: আপনি কি চাঁদগাজী?
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩৯
মার্কোপলো বলেছেন:
চাঁদগাজী হ্যাকিংএ তলিয়ে গেছেন, মা গংগার বুকে স্হান পেয়েছেন।
৪| ২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৪২
বিজন রয় বলেছেন: মনে হয় ঠিক ধরেছি।
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৪৬
মার্কোপলো বলেছেন:
মনে অনেক কিছুই হয়, সেটার জন্যই তো মনের দরকার।
৫| ২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৪৭
বিজন রয় বলেছেন: তাহলে বলতে হয় আমার মন আছে।
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৫০
মার্কোপলো বলেছেন:
ব্লগে এলে মন বড় হয়ে যায়।
৬| ২৩ শে মে, ২০১৬ ভোর ৬:০৩
☺ বলেছেন: মমতার মনে মমতা ভরে যাক। সেই কামনা করি।
ভাল থাকুন সবসময়।
২৩ শে মে, ২০১৬ ভোর ৬:২৭
মার্কোপলো বলেছেন:
মমতার মাথায় আর মগজ বাড়বে না; ভালো হবে, যদি বুঝেন যে, এপাশেও বাংগালী থাকে।
৭| ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:০৫
বিডি আইডল বলেছেন: তারা কাটে খাল
আমরা কাটি াল
২৩ শে মে, ২০১৬ সকাল ৭:৩৪
মার্কোপলো বলেছেন:
আপনার মত লোকে দেশ ভরে গেছে, প্রশাসনে আপনার মতো লোক ভর্তি; তাই জাতি অনেকটা পংগুর মত চলছে।
৮| ২৩ শে মে, ২০১৬ সকাল ৭:৪৪
রাফা বলেছেন: মমতা যে স্তরের নেত্রী তার রাজনিতিও সেই স্তরেরই হবে।আমরা পানি নিয়ে আমাদের সঠিক অবস্থান জোড়ালোভাবে তুলে ধরতে পারিনি ভারতের কাছে।ভারতের সাথে সম্পর্কের যতটুকু উন্নয়ন হয়েছে তার সবটুকুর কৃতিত্বই বর্তমান সরকার ও হাসিনার।
ভারত সু-প্রতিবেশি সূলভ আচরণ করছেনা আমাদের সাথে।শেষ পর্যন্ত মনে হয় আন্তর্জাতিক আদালতের স্বরনাপন্ন হতে হবে।এছাড়া বিকল্প কোন পথ আর খোলা রাখেনি ভারত।ভারত একপ্রকার বাধ্য করছে বাংলাদেশকে।
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬
মার্কোপলো বলেছেন:
ভারত পানির বেলায় অন্যায় করছে; পানিকে হুগলীতে নেয়া অপরাধ।
শেখ হাসিনা বিএনপি'র তুলনায় অনেক করেছেন, বাংগালীর জন্য যতটুকু করার প্রয়োজন সেইদিক থেকে মোটামুটি অপরাধ করে চলছেন।
৯| ২৩ শে মে, ২০১৬ সকাল ৮:৩৯
বুরহানউদ্দীন শামস বলেছেন: মমতার বিশাল জয়ের পেছনে বাংলাদেশকে পানি না দেয়ার সিদ্ধান্ত..
মনে হয় এটা উপযুক্ত কারন হতে পারেশনা
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৭
মার্কোপলো বলেছেন:
আপনার মতে যেটা কারন, সেটাই আসল কারন
১০| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:০২
শাহাদাত হোসেন বলেছেন: তৃতীয় বিশ্ব যুদ্ধে পানির জন্য প্রথমে ভারতে আক্রমণ করা হবে
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৯
মার্কোপলো বলেছেন:
৩য় বিশ্বযুদ্ধ হলে, বাংলাদেশ থাকবে না।
১১| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:২১
চলতি নিয়ম বলেছেন: সামু কেন আপনাকে বারে বারে বাশ দেয়?
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৮
মার্কোপলো বলেছেন:
আপনাদের কয়েকজনকে খুশী করার জন্য
১২| ২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৫৫
রানার ব্লগ বলেছেন: "মমতার বিশাল জয়ের পেছনে বাংলাদেশকে পানি না দেয়ার সিদ্ধান্ত" কি ? না, এটা জানি না। কিন্তু এটা জানি যে কেন্দ্রে কেন্দ্রে মমতা কে ভোট না দিয়ে অন্যকে ভোট দেয়ার জন্য মাথা ফাটিয়ে অর্ধমৃত করে ফেলা, গণ ভোট ডাকাতি, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, ভোট না দেয়ার কারনে মহিলাদের শ্লীলতা হানীর চেষ্টা আর অনেক কিছু, এই গুলা কারন হিসাবে বলতে পারি।
২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫১
মার্কোপলো বলেছেন:
যেভাবে, যে কারণে ভোট পেয়েছে, সেগুলো পেয়েছে; বাকী ৩০% ভোট পেয়েছে পানি না দেয়ার কারণে।
১৩| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:১৭
মুসাফির নামা বলেছেন: এটা একটি সেন্টিমেন্ট,এগুলো ভোটের হিসাবে কাজ দেয়।তবে এটা কেন্দ্রিয় সরকারের এখতিয়ারদিন।তবে চুক্তি করেও আমরা পানি পাইনা,এর জন্য আমাদের মেরুদন্ডহীন সরকারদায়ী।তবে মমতা গ্রামের মানুষের কাছে নিজেকে পৌঁছাতে পেরেছে।২ টাকায় চাউলের কেজি,অর্ধেক দামে চাইকেল আরও বেশ কিছু।
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
মার্কোপলো বলেছেন:
সে বামদের পরাজিত যখন করেছে, কাজ তাকে করতে হচ্ছে; কিন্তু সাথে পানি না দেয়ার অকাজটাও করছে।
১৪| ২৩ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৫
কল্লোল পথিক বলেছেন:
মমতা আমাদের পানি না দিয়ে জয়ী হয়েছেন
আমাদের সরকার তাদের সব কিছু উজাড় করে দিয়ে ক্ষমতায় আছে!
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৯
মার্কোপলো বলেছেন:
বিএনপি জামাত কোয়ালিশনকে ক্ষমটা ঠেকে দুরে রাখতে গিয়ে সরকার বিচিন্ন প্রকার মউানিপুলেশন করছে, বলে মনে হয়।
১৫| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৫
জে.এস. সাব্বির বলেছেন: আপনি তো দেখতে পাচ্ছি...এতো এতো ট্যালেন্ট নিয়া জন্মেছেন ।।এখন এটা ঘোষণা করে দেন- মমতা তার নির্বাচনী ইস্তেহারে প্রথমেই রেখেছেন "বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া হবে না" ।যেটা তাকে ৩০ভাগ ভোট অটো কাউন্ট করে দিয়েছে... :-) ছাগু
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
মার্কোপলো বলেছেন:
৩০% 'এর ঘোষনা এই পোস্টে আছে!
১৬| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১১
জে.এস. সাব্বির বলেছেন: আপনার হয়ত জানা নেই যে , পশ্চিম বঙ্গের ৯৮ ভাগ (বা তারও বেশি) মানুষ এইতিস্তাচুক্তি নিয়ে কোন খোজই রাখে না ।তারা তাদের অভ্যন্তরীণ ব্যাপারগুলোতেই চোখ রাখে ।।বাংলাদেশকে নিয়ে এতটা ভাবার পাবলিক ওরা না....
২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
মার্কোপলো বলেছেন:
পশ্চিম বংগের অনেকেই বাংলাদেশকে চিনেও না।
১৭| ২৩ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথমবারের বিজয়ের পর মমতাকে অভিনন্দন জানানোতে মমতা ভাবছে শেখ হাসিনা তার লেভেলের কোন নেত্রী। অথচ শেখের বেটী যে লৌহমানবীর(নেগেটিভলি) পর্যায়ে চলে গিয়েছে সেটা তিনি বোঝেননি। অবশ্য শেখ হাসিনাও এখন নিজের লেভেল বুঝতে পেরে এবার আর অভিনন্দন জানাননি!
আমাদের নেতা, বুদ্ধিজীবি গোষ্ঠী ভারত তোষণ কিংবা কলকাতা(পশ্চিম বঙ্গ) তোষণে ব্যস্ত থাকলে ভারত কিংবা কলকাতা (ইদানিং আসাম) যে প্রকাশ্যে বাঁশ দিচ্ছে সেই দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। থাকবেই বা কেন? বন্ধুর বাঁশও শত্রুর বাঁশের চেয়ে ভালো তাদের কাছে....
২৩ শে মে, ২০১৬ রাত ৮:০৯
মার্কোপলো বলেছেন:
সরকারের কেহ নিজকে জাতির অংশ হিসেবে ভাবে না; ওরা নিজদের আলাদা স্তরের মানুষ হিসেবে ভাবে।
১৮| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:৪৮
জে.এস. সাব্বির বলেছেন: রানার ব্লগ এর মন্তব্যের উত্তরে লেখক বলেছেন: যেভাবে, যে কারণে ভোট পেয়েছে, সেগুলো পেয়েছে; বাকী ৩০% ভোট পেয়েছে পানি না দেয়ার কারণে।
এই ঘোষণার জলছাপ পোস্টের সবখানেই পাওয়া যায় ।
২৩ শে মে, ২০১৬ রাত ১০:১৭
মার্কোপলো বলেছেন:
এসব পোস্ট অন্য লেভেলের ব্লগারদের জন্য লেখা হচ্ছে।
১৯| ২৩ শে মে, ২০১৬ রাত ৮:৫৫
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: "পশ্চিম বংগে মানুষের ঘনত্বও কম" আপনার ধারনা একদম ভুল। কলকাতায় একবার গিয়ে দেখুন। এখন আর নাম পশ্চিম বংগ বলা যায় না। এখন নাম " পুর্ব বিহার"। কলকাতা পুর্ব বিহারের বা অন্য রাজ্যের রাজধানী। বাংলার নয়, .।.।.।.।।। বলার আরও অনের কিছু আছে,
২৩ শে মে, ২০১৬ রাত ১০:১২
মার্কোপলো বলেছেন:
কলকাতা তো পুরো পশ্চিম বংগ নয়।
২০| ২৪ শে মে, ২০১৬ রাত ১:৪৮
গেম চেঞ্জার বলেছেন: পশ্চিমবাংলার মানুষদের নিয়ে আপনার ধারণা সঠিক নয়।
২৪ শে মে, ২০১৬ রাত ১:৫৭
মার্কোপলো বলেছেন:
পশ্চিম বাংলার কি পরিমাণ মানুষ পানি দেয়ার বিপক্ষে?
২১| ২৪ শে মে, ২০১৬ রাত ২:০৫
গেম চেঞ্জার বলেছেন: পশ্চিমবাংলার মানুষ মমতাকে ভোট দিয়েছে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে। তৃণমূলকে জনগণ পছন্দ করেছে এর কারণ তারা জনগণের কাছাকাছি থাকছে। শেষ ভোটগণনা দেখেছেন? নিরংকুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছেন মমতাদির দল।
২৪ শে মে, ২০১৬ রাত ২:১৩
মার্কোপলো বলেছেন:
উনি পানি দিবে ঘোষনা দিয়ে, ভোট দেক।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৬ ভোর ৫:২৪
বিজন রয় বলেছেন: সবাই নিজের স্বার্থ দেখে।