নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মার্কোপলো

মার্কোপলো › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ফ্লাডিং, ম্লাডিং ইত্যাদির প্রতিবাদ করুন।

২৬ শে মে, ২০১৬ রাত ৩:৫২



**** এই পোস্টেও লোকটা ফ্লাডিং করছে, কমেন্ট নেয়া বন্ধ করলাম! যাঁরা প্রতিবাদ করেছেন, তাঁদের ধন্যবাদ

ব্লগিং টেকনোলোজীকে সবচেয়ে বেশী কাজে লাগায়েছে বাংগালীরা, গত ১০ বছরে অনেকগুলো ব্লগার উঁচুমানের কবি, সাহিত্যক, প্রবন্ধ লেখক হিসেবে নিজেদের প্রতিস্ঠিত করেছেন; এঁরা বই লিখে সুনাম অর্জন করেছেন; এঁরা নতুন প্রজন্মের লেখক, এঁদের লেখা সমসাময়িক লেখকদের চেয়ে উন্নত মানের; ব্লগে এঁরা নিজেদের রিফাইন করেছেন।

এ ছাড়া ১০/১৫ হাজার ব্লগার একটা নতুন শ্রেণীর, উন্নত মনের, উন্নত ভাবনার মানুষে পরিণত হওয়ার সুযোগ পেয়েছেন; এঁরা ইুনিভার্সিটি থেকে বেশী শিখার সুযোগ পেয়েছেন; আসলে ব্লগ এখন বিশ্বের যেকোন ইউনিভার্সিটি থেকে অনেক উপরে।

এই ব্লগে ঢুকে কিছু লোক আমাদের পোস্টে ফ্লাডিং করে; এরা আসলে পাথেরে যুগের মানুষের থেকেও পেছনে; এরা আরবদের মত হিংসুক, পিগমীদের মতো জংগলবাসী, পাখা-গজানো পিপীলিকার মত পাখী; এরা ব্লগারদের পেছনে লেগে ব্লগকে ফ্লাডিং করে; এরা এ যুগের সবচেয়ে বড় অপরাধী ; আইন অনুযায়ী এদের শাস্তি হবে।

এদের ফ্লাডিং ইত্যাদির প্রতিবাদ করুন।

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৬ ভোর ৪:২৮

কলাবাগান১ বলেছেন: এরা আসলে পাথেরে যুগের মানুষের থেকেও পেছনে

২৬ শে মে, ২০১৬ ভোর ৫:৪১

মার্কোপলো বলেছেন:




ব্লগে ফ্লাডিং করা হলো, মজগহীনদের কাজ

২| ২৬ শে মে, ২০১৬ ভোর ৪:৪৭

ডঃ এম এ আলী বলেছেন: খুবই প্রয়োজনীয় একটি বিষয়ে লিখেছেন । অনেক ধন্যবাদ । ভাল থাকার শুভ কামনা থাকল ।

২৬ শে মে, ২০১৬ ভোর ৪:৫২

মার্কোপলো বলেছেন:




ব্লগ আমাদের, যারা এটাকে কোনভাবে আক্রমণ করে, তাদের স্হান বাংলাদেশে নেই।

৩| ২৬ শে মে, ২০১৬ ভোর ৫:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । তবে কথা হল দুনিয়ার যে কোন প্রান্ত হতেই এরা ব্লগে ঢুকতে পারবে । এদের উপযুক্ত ভাষায় কথা বলে বিরত রাখতে হবে । সামুর বিজ্ঞ মডারেটর বৃন্দ এক্ষেত্রে বরাবরের মত সযত্ন দৃস্টি রাখলে এটা এমনিতেই বন্ধ হয়ে যেতে পারে প্রাথমিক ভাবেই ।

২৬ শে মে, ২০১৬ ভোর ৫:১২

মার্কোপলো বলেছেন:




বাংলাদেশের বাইরে গেলে এরা সোজা হয়ে যায়; তখন সাধারণত গন্ডগোল করে না ভয়ে।

৪| ২৬ শে মে, ২০১৬ সকাল ৭:০৫

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: আরবদের মত হিংসুক@ এর প্রতিবাদ জানাই।

২৬ শে মে, ২০১৬ সকাল ৭:১২

মার্কোপলো বলেছেন:



আপনি নিজেই যদি আরবদের থেকে বেশী হিংসুক হয়ে থাকেন, আরবদের পক্ষে হয়ে প্রতিবাদ জানাতে পারেন।

৫| ২৬ শে মে, ২০১৬ সকাল ৭:৪৩

আরিফ আজাদ বলেছেন: /এরা আরবদের মতোই হিংসুক/

কটু লাগলো।কথাটি কিসের প্রেক্ষিতে বলা হয়েছে?

২৬ শে মে, ২০১৬ সকাল ৭:৪৭

মার্কোপলো বলেছেন:




আরবেরা অন্যদের সহ্য করতে পারে না, ব্লগে কিছু লোক আছে, যারা অন্যদের সহ্য করতে পারে না; সোজা তুলনা।

৬| ২৬ শে মে, ২০১৬ সকাল ৮:৪৫

হাসান ইমরান বলেছেন: আপনি আরবদের সহ্য করতে পারেন না।কেউ আপনার সাথে একমত না হলে তাকে আপনার পছন্দ হয় না...
চমৎকার...,না?

২৬ শে মে, ২০১৬ সকাল ৮:৪৬

মার্কোপলো বলেছেন:



হ্যাঁ, চমৎকার।

৭| ২৬ শে মে, ২০১৬ সকাল ১০:২২

গেম চেঞ্জার বলেছেন: ফ্লাডিং কি সবার পোস্টে হচ্ছে? নাকি শুধু আপনার পোস্টে? যদি শুধু আপনার পোস্টেই হয়ে থাকে তাহলে আপনার ভাবার দরকার আছে আপনার আচরণ নিয়ে। আমি নিজে দেখেছি নতুন ব্লগারদের আপনি কঠোর ভাষায় আক্রমণ করেন। এটা তাদের এই ব্লগ প্লাটফর্ম সম্পর্কে ভুল ধারণা দেয়।
ব্যক্তিগতভাবে আমি চাই আপনিও অন্য সবার মতো ব্লগিং করুন। আপনার বিপক্ষে উনার এইসব কার্যক্রম আমি নিজেও পছন্দ করি না।
আপনাকে অনুরোধ করব, নতুন ব্লগারদের পোস্টে আপনি আক্রমণ না করে ইগনোর করতে। আর যারা মোটামুটি ব্লগে সরব থাকেন তাদের পোস্টে স্বাভাবিক আচরণ করবেন।

শুভকামনা রইল। হ্যাপি সামুয়িং!!

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:১১

মার্কোপলো বলেছেন:




যারা আমার এখানে ফ্লাডিং করছে, এরা ব্লগের তথাকঠিত 'সরব'দের ২/১ জন।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৩০

মার্কোপলো বলেছেন:




দেখছেন, 'সরবেরা' ফ্লাডিং ইত্যাদি নিয়ে ভয়ে নীরব থাকে।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৬

মার্কোপলো বলেছেন:




আমি কাউকে আক্রমণ করি না; ব্লগিং মানে তেল দেয়া নয়, মতামত জানানো।

আমি রূপকথা লেখার শুরু করি, আর না পড়ে কমেন্ট করি, "ওয়াও, আপনার পোসট অসাধারণ ++++++", আমার পোস্টে ফ্লাডিং হবে না।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৮

মার্কোপলো বলেছেন:




আমি যাঁদের পোস্টে সঠিক কমেন্ট করেছি, তাঁদের অনেকের বই বের হয়েছে।

৮| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৫৪

জনমদাসী রিটার্ণ বলেছেন:

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪

মার্কোপলো বলেছেন:



ফ্লাডিং করছেন কইছু ডাইনোসর ব্লগার।

৯| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১২:১৩

সম্পাদ্য বলেছেন: এই ব্লগে ঢুকে কিছু লোক আমাদের পোস্টে ফ্লাডিং করে; এরা আসলে পাথেরে যুগের মানুষের থেকেও পেছনে; এরা আরবদের মত হিংসুক, পিগমীদের মতো জংগলবাসী, পাখা-গজানো পিপীলিকার মত পাখী; এরা ব্লগারদের পেছনে লেগে ব্লগকে ফ্লাডিং করে; এরা এ যুগের সবচেয়ে বড় অপরাধী ; আইন অনুযায়ী এদের শাস্তি হবে।


- দেখেছেন দালালেরা যে আসা শুরু করে দিছে। এত্ত ভদ্র ভাষা এদের বলেন কেন? থাবরায়া কান লাল করে দেয়া উচিত এইসব হারামীদের। অপদার্থের দলেরা নিজে কিছু লিখতে পারে না পাড়ার সর্দার্নী দের মতন অন্যের পিছে লেগে থাকে সব সময়!

২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

মার্কোপলো বলেছেন:



এরা চায় যে, এদের পোস্টে গিয়া ++++ দিয়ে আসতে, কিন্তু লেখাগুলো মাইনাস লেভেলের।
কোন অপরাধই বিনা শাস্তিতে পার পাবে না।

১০| ২৬ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৭

গেম চেঞ্জার বলেছেন: আমি রূপকথা লেখার শুরু করি, আর না পড়ে কমেন্ট করি, "ওয়াও, আপনার পোসট অসাধারণ ++++++", আমার পোস্টে ফ্লাডিং হবে না।

কেউ-ই প্রতিবাদ করবে না। জনমদাসি'র পক্ষের লোকদের কি অভাব ছিল/আছে? কিন্তু উনিও হিপোক্রেসি + উদ্ভট আচরণের জন্য এখন ব্লগে নেই।

@লেখকঃ
আপনি রুপকথা লিখেন এমনটি কেউই চায় না। আর ফাও প্রসংশা করে প্রিয় হওয়াটাও একটা ভন্ডামি। তাই বলে সমালোচনা করতে গিয়ে অযৌক্তিক ও উদ্ভট বাক্য ছুঁড়ে দেওয়াটাও কি ঠিক?
বেশিদিন আগের কথা না। স্টেলা গোমেজের পোস্টে আপনি পরে দুঃখও প্রকাশ করেছিলেন। তনু হত্যা নিয়ে লেখা ছিল, যতদুর মনে পড়ে।
অনুরোধ করছি, নিজের ব্যাপারটা একটু পর্যালোচনা করে দেখুন।

@ ফ্লাডিং যিনি করছেনঃ
অন্তত এই পোস্টে আলোচনা করে যান। অন্যান্য ব্লগারদের দৃষ্টি আকৃষ্ট হলে তারাও মতামত জানাতে পারবেন। ব্লগের পরিচ্ছন্নতা রাখতে গিয়ে আপনি কিন্তু আরো বেশি পরিচ্ছন্ন করে ফেলছেন এই জায়গাটা।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:০১

মার্কোপলো বলেছেন:



আমি ব্লগিং শুরু করেছি পশ্চিমে, যেখানে মানুষ সবকিছু সঠিকভাবে করার চেস্টা করে; ফলে, বাংলা ব্লগে আমাকে সব সময় কিছুটা সমস্যার মাঝ দিয়ে যেতে হয়।

আমার অনেক সাথী ব্লগার বাংলা ব্লগে কিছুদিন ব্লগিং করে হতাশ হয়েছেন; আমি হতাশ হইনি; আমি জানি বাংলা মা অনেক কিছু প্রসব করেন।

২৬ শে মে, ২০১৬ বিকাল ৪:১৫

মার্কোপলো বলেছেন:



এটা ঠিক বলেছেন, যে নিজকে বুঝার চেস্টা করা; ব্লগারদের সাথে মিলে চলার চেস্টা করছি; আমার ভুল আমি বুঝতে পারলে, স্যরি বলি সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.