নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ নুর উদ্দিন

মোহাম্মদ নুর উদ্দিন › বিস্তারিত পোস্টঃ

বিগত কয়েক দিনের একটা চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আমার লিখা একটা কাল্পনিক গল্প

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

একটা উগ্র টাইপের ছেলে স্কুলের পাসেই বাড়ি । ছেলেটি কাউকেই পরোয়া করে না । স্কুলের বিভিন্ন মেয়েকে সে বিরক্ত করে... একদিন এক মেয়েকে তার ভাল লেগে যায় । সে অই মেয়েকে প্রেম পত্র দেয় এবং মেয়েটি সঙ্গে সঙ্গে না করে দেয় । মেয়েটি স্যারের কাছে বিচার দিবে বলে ভয় দেখায় এমনকি বিচার দেয়। ছেলেটি রেগে যায় এবং সে রেগে তার এক বন্ধুকে বলে যে আমি আজকে একটা কাজ করব তুই ভিডিও করিস। ছেলেটি স্কুলের সামনে গিয়ে মেয়েটিকে অশ্লিল ভাবে আঘাত করতে থাকে আর তার বন্ধু ভিডিও করতে থাকে ফেইসবুকে দিবে বলে । যথারিতি ভিডিওটি ফেইসবুকে ছেড়ে দেয়... কিন্তু একি?? মেয়ের বদনামের বদলে ছেলেটির দিকে সবার রাগ ক্ষোভ ফেটে পরছে ?? ছেলেটিকে মানুষ পেলে খেয়েই ফেলবে, কয়েক জায়গায় বিক্ষোভও হইছে । এইবার ছেলের মাথায় হাত পুলিশ খুজঁছে পাবলিক সেন্টিমেন্ট বলে কথা...। ছেলেটির মাথায় বুদ্ধি আসল সে তার বন্ধুকে ফোনে বলল দোস্ত ইন্টারনেট থেকে এমন একটা ছবি খুজেঁ বের কর যে একটা চোরকে পুলিশ ধরছে এমন... আর এটার চোর কে এডিট করে আমার মাথা লাগিয়ে দে এবার এটি ফেইসবুকে আপ্লোড দিয়ে লিখ যে ক্রিমিনাল পুলিশের হাতে ধরা খেয়েছে ...। ছেলেটির বুদ্ধির কথা শুনে বন্ধু অবাক...। হুম ঠিক কিছু আলোচনা সমালোচনার পর সব ঠিক ঠাক আগের মত হয়ে গেল...। পুলিশ অবাক!! আর চিন্তা হায়রে মানুষ... কি যে ফেইসবুক আসল ...।

সমাপ্ত করার আগে আমি দুইটা বিষয় নিয়ে আর একটু কথা বলবঃ

১. কিছু পেইজের উদ্দেশ্যেঃ আপনারা লাইকের জন্য পাগল হয়ে যান কেন ? কি ভেবেছেন মেয়েটার খুব উপকার করে ফেলেছেন ? যারা দায়িত্বশীল তারা ভিডিওটাতে খুব ভাল করে মেয়ের মুখ লুকিয়ে রেখে ভিডিও আপ্লোড দিছে কিন্তু আপনারা এটা কি করলেন ? মেয়ের মুখ যে ভিডিওতে পরিস্কার দেখা যায় ...। আপনারা কে আপনারা লাইক পাগল নাকি ছেলের সহযোগী ???

২. আমি আমাদের সম্পর্কে আগেই বলেছি আমরা হুজুগে বাঙ্গালী, দেখে না দেখে বুঝে না বুঝে আমরা অন্যের কথায় খুন পর্যন্ত করতে পারি ...। ফেইসবুক কাছে পেয়ে লাইক শেয়ার করতে কোন বাধা নেই দ্ধিধাও নেই আরে ভাই এটা দ্বারা একটা মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়...। না বুঝে একটা মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের দ্বারা...।

বিঃদ্রঃ আসলেই কিছু পেইজ আমাদের অনেক উপকার করে আসছে অনেক দিন ধরে...। আর শত কিছুর পর আমার কাছে বাঙ্গালীই সেরা ......
পুলিশের প্রতি যথেষ্ট সম্মান আছে কারন তারা আমাদের জাতীয় নায়ক...। আমার ঘনিষ্ট বন্ধু এবং অনেক আত্বীয় এই মহান পেশার সাথে জড়ীত...।
Source : amarprotiva

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

আজমান আন্দালিব বলেছেন: বুঝলাম না কিছুই. ..

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

কানাই স্যার বলেছেন: হুদাই একটু ছাগলের হাগু রাইখ্যা দিল অনলাইনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.