![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার ক্ষমতায় আসার জন্য মানুষ হত্যা করে এবং কি ক্ষমায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে ।মৃত মানুষের উপর নূত্য করে মানব সভ্যতাকে বৃকরিত করে। সে সরকার টাকার জন্য সব কিছু করতে পারে।ছাত্রর উপর গুলি চালানতো সাধারন ব্যাপার ।সরকার শিক্ষাকে ব্যবসায় রুপান্তর করছে যার বাজার মুল্য এখন অনেক বেশি। যদিও আমরা (ছাত্র) শতকার ৭.৫ % হিসাব করতেছি কিন্তু তারা (সরকার) হিসাব করতেছে কোঠি টাকার !!
বর্তমানে বাংলাদেশের একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কমপক্ষে ৩ লাখ থেকে ১৫ লাখ টাকা খরচ করতে ৪ বছরের একটি ডিগ্রী অর্জনে। এই প্রস্তাব পাশ হলে ৮৫ টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষারত সাড়ে চার লাখের বেশি শিক্ষার্থী আগের চেয়ে বেশি খরচে পড়াশোনা চালাতে হবে।
অর্থনীতির সাধারণ সুত্র বলে এই ধরণের পরোক্ষ করের করভার প্রায় সবসময়ই ভোক্তাকে বহন করতে হয়।
অন্যদিকে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সরকার ঘোষিত অলাভজনক প্রতিষ্ঠান। সে প্রেক্ষাপটে এই করের কোন নৈতিক ভিত্তি নেই।
শিক্ষাকে ব্যয়বহুল পণ্যে পরিণত করে কোন জাতি অগ্রগতি সাধন করতে পেরেছে সে রকম নজির বিশ্বে নেই। বাংলাদেশ সরকার ২০২১ সালের যে ভিশন নির্ধারণ করেছে সবার জন্য শিক্ষা এবং উদ্ভাবনী উচ্চশিক্ষা ভিন্ন তা অর্জন কোনভাবেই সম্ভব নয়।
বিঃদ্রঃ মানুষ খুনের রাজনীতি সকল সরকার এর প্রধন হাতিয়ার তবে স্বাধীন মত প্রকাশের অধিকার আমাদের চাই ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১
ফাহাদ মুরতাযা বলেছেন: শাহবাগে কয়েকজন মাত্র মানুষের চিল্লাচিল্লি আর বিরিয়ানি খাওয়া টেলিকাস্ট করতে লাইন লেগে যায় চেতনা মাখা সকল মিডিয়ার! আর আজকে ভ্যাট বিরোধী আন্দোলনরে " জন-দূর্ভোগ" হিসেবে দেখাচ্ছে। মনে হয় যেন জীবনে , রাস্তা অবরোধ করে আন্দোলন করে দাবী আদায় এই প্রথম দেখছে।
আজ দেশের ছাত্র সমাজের এই ভ্যাট বাতিলের জোয়ার কে কেন তারা টেলিকাস্ট করছে না?
দেখাচ্ছে " সড়ক অবরোধের কারনে যানজটে নগরবাসীর অবস্থা নাকাল " জাতীয় রিপোর্ট ।
কোথায় আজ মুন্নি সাহা
কোথায় আজ রুপার সরাসরি সম্প্রচার
কোথায় আজ নবনিতার টকশো
কোথায় ?
জাফর নামক ষাঁড় টা কই? তাঁর বিবেক কি বলে???
এই দেশের রন্ধে রন্ধে দালালে দালালে ভরে গেছে আর সব দালালের বড় দালাল হচ্ছে এই সাংবাদিক আর মিডিয়া ।
যাদের কাছে বিরিয়ানি খাওয়া মানেই আন্দোলন
আর লক্ষ লক্ষ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ভ্যাট বিরোধী আন্দোলনে পুলিশের লাঠি পেটা খাওয়ার নাম হচ্ছে সন্ত্রাসী দমন।
থু থু থু
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
এম. আরাফাত মাহমুদ বলেছেন: NO VAT ON EDUCATION!!!