নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রাভেলার, ফটোগ্রাফার, সাইক্লিষ্ট, ম্যারাথন রানার, বইপোকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও হবু কর্পোরেট ;)

বর্ন ট্রাভেলার সোহান

তীব্র গন্ধযুক্ত হাস্নাহেনা, কিংবা তীব্র কোনো সোডিয়াম বাতির নিচে হয়ত আমায় পাবে। কিন্তু আর দশটা ধবধবে আলো দেয়া ল্যাম্পপোষ্টের নিচে আমায় পাবে না। আর দশটা মানুষও আমার মতো হবে না :)

বর্ন ট্রাভেলার সোহান › বিস্তারিত পোস্টঃ

আমিয়াকুম, নাফাকুম আর তিন্দু (পর্ব-৪)

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৬

গতরাতে ভরা পূর্ণিমার আলো আর ঝর্ণার কলকলানিতে বিমোহিত হয়ে ছিলাম ;) সকালে খুব ভোরে ঘুম থেকে ওঠে তাই নির্জন #নাফাকুম উপভোগ করতে চলে যাই :-B

এরপর ফিরে এসে পুরো #নাফাকুং_ত্রিপুরা_পাড়া চক্কর দেই B-)

এরপর রেডি হয়ে সবাই পাড়া পিছনে ফেলে রেমাক্রীর উদ্দেশ্যে হাঁটা দেই। আবার ৩বার বুক সমপরিমাণ পানি অতীক্রম করে ২ঘন্টা পর পাই নৌকার দেখা।

এখানে থেকে নৌকায় #রেমাক্রী যাওয়া যায়। নৌকা পেয়েই মনের আরামপ্রিয় সত্ত্বা জেগে উঠলো :`> । তাই নৌকা করে চলে আসি #রেমাক্রী_ফলস।

ফলস দেখে সবাই পাগলপ্রায়। সিঁড়ির মতো ধাপে ধাপে পানি নিচে পড়ছে বিশাল অঞ্চল জুড়ে। এখানে শুয়ে বসে অনেক চিল করি :D
এরপর নৌকায় করে তিন্দু রওনা দেই।


পথে পড়ে #রাজাপাথর #বড়পাথর

একপর #কুমারী_ঝর্ণা দেখে দুপুরের দিকে পৌছাই #তিন্দু। এখানে আজকের রাত থাকা হবে। তাই প্রথমের কটেজে যেয়ে ব্যাগ রেখে এসে #তিন্দুর_জলে অনেক্ষন ঝাপাঝাপি করে গোসল করি। পাথুরে জলের উপর শরীর এলিয়ে দিয়ে গোসল করি অনেক্ষন। সেদিন বিকেল, সন্ধ্যা আর রাতটা অসাধারন ছিলো। রাত্রে ঘাটে বসে ভরা পূর্ণিমা মাথার উপর রেখে বসে থাকা নির্জনতা আজীবন বুকে দাগ রেখে কেটে দিয়েছ...

এই তিন্দুতে যাবার ইচ্ছা ২০০৮ সালের। বিটিভি তে ইত্যাদি অনুষ্ঠানে তিন্দু-নিয়ে একটা প্রতিবেদন করেছিলো। অবশেষে ১০বছর পরে হলেও সেই মাটি আর সবুজের স্বাদ নিতে পেরেছি B-))
ভালোবাসি তিন্দু =p~
আগের পর্বঃ Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৫

ওমেরা বলেছেন: খুবই সুন্দর ছবি গুলো দেখে মন ভরে গেল ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আগের পর্বগুলো দেখার আমন্ত্রণ থাকলো :)

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জায়গা গুলো সত্যি অনেক প্রকৃতির রূপে রূপময়তায় পূর্ণ, খুব সুন্দর তুলেছেন ছবিগুলো একদম স্পষ্ট দেখাচ্ছে।
মুগ্ধ হয়েছি ছবিগুলোর মাঝে মিশে থাকা প্রকৃতি রূপে।
তবে মনের কোনে অনেকটা ব্যর্থতা রয়েই গেলো জায়গার নাম ছাড়া কিছুই বুঝতে পারলাম না অঞ্চল রাজ্য দেশ সম্পর্কে!

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: dধন্যপবাদ ভাইয়া। মনের আক্ষেপ রাখতে নাই। প্রকৃতির কোনো ক্ষতি না করে ঘুরে আসার আমন্ত্রণ থাকলো। আর আগের ৩টি পর্ব পড়লে ভিজুয়ালি ঘুরে আসতে পারবেন আশা করি। :)

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৮

শাহিন বিন রফিক বলেছেন:




যোগাযোগ ব্যাবস্থা বেশ কঠিন তাই মন চাইলেও যাওয়া হয় না আবার সাথী পাওয়া মুশকিল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ঘুরে আসুন একবার, পরামর্শ লাগলে অবশ্যই জানাবেন

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: ধন্যবাদ রাজীব নূর ভাইয়া। আগামী পর্বেই শেষ হবে এই ভ্রমণ। আমন্ত্রণ থাকলো

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪

আমি মুক্তা বলেছেন: ছবিগুলো দেখে কিছুটা তৃপ্ত হলাম। বাকিটা সরাসরি দেখে পেতে হবে, হৃদয়ে ভ্রমণের ব্যাকুলতা জাগানিয়া পোষ্ট। ধন্যবাদ ভাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: আগের পর্বগুলো পড়ে দেখলে আরো ভালো লাগবে আশা করি। পুরো থ্রিল উপভোগ করতে পারবেন আশা করি ? :D

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

ching বলেছেন: ১/২ টা ছবি বনের ভিতর ১ তুক্রু চিড়িয়াখানা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: চিড়িয়াখানা বললে ভুল হবে বোধ করি, অভয়ারণ্য

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমারও বহুদিনের ইচ্ছে তিন্দু, নাফাখুম, অমিয়াখুম যাওয়ার। কিন্তু শারীরিক ফিটনেস এর অভাবে তা আর কখনো হয়ে উঠলো না। তাই আপনাদের মত ভ্রমণকারীদের ছবি আর লেখা পড়ে দুধের স্বাদ ঘোলে মিটাই। :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৭

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: আপনার মতো ২/১জন না পড়লে আমার লিখা যে ব্যার্থ ভাই , হাহহাহা ! ভাই ঘুরে আসবেন, ছবিই সব না। বাস্তব আরো বেশীই সুন্দর :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.