নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ট্রাভেলার, ফটোগ্রাফার, সাইক্লিষ্ট, ম্যারাথন রানার, বইপোকা। পেশায় ইঞ্জিনিয়ার হলেও হবু কর্পোরেট ;)

বর্ন ট্রাভেলার সোহান

তীব্র গন্ধযুক্ত হাস্নাহেনা, কিংবা তীব্র কোনো সোডিয়াম বাতির নিচে হয়ত আমায় পাবে। কিন্তু আর দশটা ধবধবে আলো দেয়া ল্যাম্পপোষ্টের নিচে আমায় পাবে না। আর দশটা মানুষও আমার মতো হবে না :)

বর্ন ট্রাভেলার সোহান › বিস্তারিত পোস্টঃ

বর্ষায় কক্সবাজার

১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:২৪


শীতকালের শান্ত সমুদ্র হয়ত পাবেন না, তবে শান্ত মনকে অস্থির করে তুলবে বিশাল ঢেও। এই রোদ, এই বৃষ্টি হতেই থাকবে পর্যায়ক্রমে। হয়ত হু-হু করা বাতাশ মাতাল করে দিবে আপনাকে। আর হাজারো পর্যটকের ভীড়ে নুজ্ব হওয়া সৌকতটাকে একটু নিরিবিলি তো পাবেনই B-)

কক্সবাজার সহ সমুদ্র তীরবর্তী মানুষের জীবন সুক্ষ্ণভাবে সমুদ্রের সাথে জড়িত। পর্যটক পূর্ণ অঞ্চলে তারা বিভিন্ন অংশে বিভক্ত হয়ে নানানরূপে জীবিকা নির্বাহ করে। হরেক রকম পণ্য বা সেবা দিয়ে থাকে তারা।

অন্যদিকে পর্যটক শূণ্য অঞ্চলে তারা মাছ ধরা, পোনা আহরণ করা, শুটকি তৈরি , লবণ উৎপাদন ইত্যাদি নানাবিধ কাজ করে জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষের প্রাত্যাহিক জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এই সমুদ্র :>

আমরা যারা ভ্রমণ প্রিয়, তারা কয়েক দিনের জন্য ঘুরতে গিয়ে কয়েকটা ছবি তুলেই এসে পড়ি। আর বলি সমুদ্র জয় করে এসেছি। আসল সমুদ্র জয়ী তো তারাই, যারা সমুদ্রকে জীবনের অংশ বানিয়ে নিয়েছে :D

বিঃদ্রঃ ভ্রমণে স্থানীয় মানুষের অসুবিধা হয়, এমন কাজ থেকে বিরত থাকি৷ আর যেখানে সেখানে ময়লা-প্লাস্টিক না ফেলি। ধন্যবাদ B-))

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ২:৩৩

জাহিদ অনিক বলেছেন: বাহ ছবিগুলো সুন্দর!

২| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ছবিগুলি আসলেই অনেক সুন্দর।

৩| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩৫

ইসিয়াক বলেছেন: ছবিগুলো অসম্ভব সুন্দর ।

৪| ১০ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৭

মাহের ইসলাম বলেছেন: ছবিগুলো পছন্দ হয়েছে।

৫| ১০ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: ছবি গুলো খুব সুন্দর হয়েছে।

২২ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৯

বর্ন ট্রাভেলার সোহান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.