নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিলনদ

মাহমুদুল হাসান কায়রো

যাযাবর, অান্তর্জাতিক যাযাবর।

মাহমুদুল হাসান কায়রো › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কার বেতন কত?

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

রাষ্ট্রপতি
বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতির মূল বেতন মাসে এক লাখ ২০ হাজার টাকা৷

প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ ১৫ হাজার৷ মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা৷

স্পিকার
পার্লামেন্ট স্পিকার বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা৷

প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা৷


হাইকোর্টের বিচারক
উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা৷


সংসদ সদস্য
বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা৷


মন্ত্রী
বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার৷ এছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান৷ প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা৷

তিন বাহিনীর প্রধান
সেনা, নৌ-বাহিনী এবং বিমান বাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা৷ সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং তিনবাহিনী প্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ৮২ হাজার টাকা৷


ন্যূনতম মজুরি
বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, ন্যূনতম মজুরি বোর্ড অনুসারে, বাংলাদেশে কোনো ন্যূনতম মজুরি আইন নেই, তবে শ্রম আইন বিষয়ক একটি নির্দিষ্ট আইন আছে যা বাংলাদেশ শ্রম আইন ২০১৩ (সংশোধিত) নামে পরিচিত৷


ন্যূনতম বেতন পোশাক শিল্পে
বাংলাদেশে ন্যূনতম বেতন পোশাক শিল্পে৷ কয়েক দফা বেড়ে ৫ হাজার ৩০০ (৬৬ দশমিক ৮৮ ডলার) টাকায় পৌঁছেছে শ্রমিকদের মাসিক মজুরি৷

এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সর্বনিম্ন
২০১৩ সালে গার্মেন্টস সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য্য করা হয়েছে ৫৩০০ টাকা৷ এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা৷

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত বিস্তারিত জানা ছিল না। জানানওয় ধণ্যবাদ।

ব্যবধান অনেক। জীবনের মৌলিক চাহিদাগুলো কিন্তু একই!!!!
নূন্যতমে নূন্যতম বাঁচার অধিকার কবে প্রতিষ্ঠিত হবে?????

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ । :)

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৩

রায়হানুল এফ রাজ বলেছেন: ও মধু !!!

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৮

আমি তুমি আমরা বলেছেন: সোর্সসহ দিলে আরও ভাল হত।

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:০২

Tanuj বলেছেন: Bangladesh akon akta chudir bai desh haea gache ...vip ra vip r garibera chirodiner garib...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.