![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব সময়ই নানা বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় থেকেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।এমন কি তার বিচারের সময় নানা বিতর্কিত বক্তব্য দিয়ে জেলে থেকেও আলোচনায় থেকেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী।আগামী কাল মানবতা বিরোধী অপরাধে রায়ের প্রেক্ষিতে এখানে তার কিছু বিতর্কিত কিন্তু বিখ্যাত উক্তি বিডিহটনিউজের পাঠকদের উদ্দেশ্যে দেওয়া হলো:
১. গ্রেফতার আতঙ্কের মধ্যেও এতটা নির্ভার কিভাবে আছেন গত অক্টোবরে এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে সাকা চৌধুরী, "ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়"।
২. শেখ হাসিনাকে নিজের ছেলের বিয়ের দাওয়াত দিতে গেলে হাসিনা গ্রেনেড মেরে তাকে হত্যা করতে যাওয়ার অপবাদ দেওয়ায় সাকা বলেন, " আমি গ্রেনেড মারলে সেটাতো মিস হত না।"
৩. প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ট যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, "ছাত্রজীবনে শেখ মুজিব আমার বাবার শিষ্য ছিলেন।"
৪. আওয়ামী লীগের একটি মহল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাকে উস্কে দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, " ওই মহলটি জানে না যে তারা যে বিলের মাছ আমি সালাউদ্দিন ওই বিলের বক।"
৫. নারী নির্যাতন বিষয়ে কামরুলের একটি বক্তব্যের জবাবে সাকা বলেন," তিনি কেরানীগজ্ঞের একজন প্রমোধ বালক, এটা কি আমি কখনও বলেছি?"
৬. সাকার সর্বকালের সর্বশ্রেষ্ট উক্তি “ হাসিনার যদি সোনার প্রতি এতই লোভ থাকে তাহলে ওয়াজেদ মিয়াকে তো বলতে পারে, আমার সোনা নিয়ে এতো টানাটানি কেন?”
৭. পঞ্চম সংশোধনী সম্পর্কে বলতে গিয়ে বলেছেন,
‘পঞ্চম সংশোধনীর কথা আর কি বলব? সোনা মিয়ারে বানাইসে লাল মিয়া আর লাল মিয়ারে বানাইসে সোনা মিয়া। মিয়া কিন্তু ঠিকই আছে। সোনা ডা খালি লাল হইয়া গেছে’।
৮. ‘আমরা নেতা হইছি বইলা এমন না যে নিজের পায়জামার ফিতা খুইল্লা জনগনের মশারী বাইন্ধা দিমু’।
৯. এক কনফারেন্সে একজন সাংবাদিক সালাউদ্দিন কাদের চৌধুরী ডাক দিলেন প্রশ্ন করার জন্য, সাকা ভাই...
প্রশ্ন শেষ করার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরী উত্তর দিলেন......
‘এ্যাই শেমুর লোকদের মত কথা বল কেন? সাকা আবার কি? বল সালাউদ্দিন কাদের’।
সাংবাদিক ভদ্রলোক বলিলেন, ‘সরি ! কিন্তু "শেমু" টা আবার কে’?
সালাউদ্দিন কাদের চৌধুরী হাসি হাসি মুখ নিয়া বলিলেন, শেমু মানে শেখ মুজিব।
১০. স্ক্যাইপি কেলিংকারীর পর বিচারকদের বললেন, সতিত্বের কোনো পার্সেন্টেজ নেই। বলা যায় না কারো এতো পার্সেন্ট সতিত্ব আছে, এতো পার্সেন্ট নেই।”
১১. প্রসিকিশনের প্রশ্নের জবাবে,‘আই অ্যাম সালাউদ্দিন কাদের চৌধুরী অব বাংলাদেশ। যখন যা বলি, জেনে-বুঝে এবং অর্থপূর্ণতাসহ বলি।’
১২. ট্রাইব্যুনাল নিয়ম অনুযায়ী সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আমলে নেয়া ২৩টি ঘটনায় ৭৩টি অভিযোগ পড়ে শোনানোর পর তার উদ্দেশ্যে জানতে চান, ‘‘আপনি কি অভিযোগগুলো শুনেছেন?’’
এ সময় তিনি বলেন, ‘‘না আমি শুনিনি।’’
১৩. ‘‘আমার কিছু আবেদন রয়েছে। সেগুলোর শুনানি আগে করতে হবে।’’ আইন অনুসারে সেটা সম্ভব নয় বলে ট্রাইব্যুনাল জানালে তিনি বলেন, ‘‘গাড়ি ছেড়ে যাওয়ার পর গাড়িতে চড়বেন, সেটা তো চলবে না। আগে আমার আবেদন শুনতে হবে।’’
১৪. ‘ট্রাইব্যুনাল জঙ্গলের শাসনের দৃষ্টান্ত স্থাপন করেছে’ - বিএনপি নেতা এমকে আনোয়ারের দেয়া বক্তব্যের বিষয়ে শুনানির সময় সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘‘তাকেও জেলে পাঠান আমি সঙ্গী পাবো। উনিত মহাঅপরাধ করে ফেলেছেন। জঙ্গলের বিচারকে জঙ্গলের আইন বলে।’’
১৫. জেলে সেবকের সাথে যৌন সম্পর্ক প্রসঙ্গে বলেন, "আগে জানতাম জেলে জানের নিরাপত্তা নেই,এখন দেখি ইজ্জতেরও নিরাপত্তা নেই।
১৬. সাফাই সাক্ষ্য সময় বলেছেন,বঙ্গবন্ধুর আত্মজীবনী ট্রাইব্যুনালে ডকুমেন্ট হিসেবে জমা দিলে কি কবিরা গুনাহ হবে? তার বিরুদ্ধে মামলাকে ‘ঐতিহাসিক ও রাজনৈতিক’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে আমি এ মামলার আসামি হয়েছি। আজ চাচার (বঙ্গবন্ধু) বই নিয়ে এসেছি।
১৭. নিজের আইনজীবিকে বাদ দিয়ে এসে বলেন, "সাইদী সাহেবের সাথে ঝুলার (ফাসিতে) ব্যবস্থা করে আসলাম।
১৮. ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন,"ফাঁসি তো আমাকে দেবেনই এত তাড়াহুড়ো করছেন কেন?"
১৯. তার নেত্রী খালেদা জিয়া সম্পর্কে বলেন,"এতো দিন জানতাম,কুত্তা লেজ নাড়ে,এখন দেখি ল্যাজে কুত্তা নাড়ে"
২০. তত্ত্বাবধায়ক নিয়ে কিসের সংলাপ -এটা তো গর্ভবতী মহিলার মতোই সময় হলেই প্রসব করবে। তার জন্য আবার সংলাপ করতে হবে কেন তাও আবার দিনক্ষণ ঠিক করে। এটা এখন পুরান ইস্যু, নতুন ইস্যু হলো বর্তমান সরকার কবে প্রস্থান করবে, তা নিয়ে আলোচনা বা সংলাপ হতে পারে সরকার এবং বিরোধী দলের মধ্যে।
তার রয়েছে এমন অনেক আলোচিত,সমালোচিত মন্তব্য।এখন দেশ বাসী দেখার অপেক্ষায়,নিজের বিরুদ্ধে কোর্টের রায় সম্পর্কে তিনি কি বলেন!
©somewhere in net ltd.