নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিএনপি করি।তাই কেউ নিরপেক্ষ লেখা আশা করবেন না।

নিউজ

নিউজ › বিস্তারিত পোস্টঃ

অনলাইন সাংবাদিক অর্গানাইজেশনের আহবায়ক কমিটি গঠিত

২৬ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:২৯

জাতীয়তাবাদী অনলাইন জার্নালিষ্ট অর্গানাইজেশন বাংলাদেশের কেন্দ্রীয় আহবায়ক কমিটি গঠিত হয়েছে।অনলাইন সংবাদ মাধ্যম ই-নিউজের সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া মিলনের সভাপতিত্বে অনুষ্টিত এক সভায় সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে ১২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।মোস্তাফিজুর রহমান ভূইয়া মিলনকে আহবায়ক এবং ইউসুফ আহমেদ তুহিনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।কমিটির অন্য সদস্যরা হচ্ছেন,

শাহাদৎ হোসেন চৌধুরী (১নং যুগ্ন আহবায়ক) চেয়ারম্যান,alltimenews.com,নাজমুল হক শরীফ (২নং যুগ্ন আহবায়ক) বিশেষ প্রতিবেদক, atntimes24.com,শেখ মো: মাহফুজ (যুগ্ন আহবায়ক) বিশেষ প্রতিবেদক, timesworld24.com,সরকার জামাল, (দপ্তর সচিব) সিইও, notunsomoy.com,ফয়সাল বিন সিদ্দিক, (তথ্য প্রযুক্তি সচিব) বিশেষ প্রতিবেদক, bdnetnews.com, সীমান্ত আরিফ (প্রচার সচিব) সিনিয়র প্রতিবেদক, bengalinews24.com,আল-ফারেজ ইসলাম রিয়ন (১নং সদস্য) অনলাইন সম্পাদক,khabarpatrabd.com,মোশারেফ হোসেন, (২নং সদস্য) সিনিয়র রিপোর্টার bhorershomoy.com,হাসান আল বান্না (সদস্য) রিপোর্টার, news69bd.com, মির্জা হুমায়ন কবির (সদস্য), ব্লগার। জাতীয়তাবাদী অনলাইন জার্নালিষ্ট অর্গানাইজেশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েব সাইট http://www.jojobd.com এ ব্লগার বা অনলাইন সাংবাদিকরা সাধারন সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.