![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংরেজীতে স্নাতক(সন্মান) দেওয়া, মিষ্টি মেয়ে সাদিয়া আফরিনের জন্ম নিজ জেলা পিরোজপুরে।চ্যানেল আইয়ের জনপ্রিয় ধারাবাহিক চিত্র জগত দিয়ে মিডিয়ায় আগমন।এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।একক ও ধারাবাহিকে নিয়মিত অভিনয় করে যাচ্ছে।বর্তমানে বিজয় টিভিতে রাত ১০টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক বস, ও প্রচার অপেক্ষায় আছে আরো দুইটি ধারাবাহিক।
সম্প্রতি মডেল হয়েছে গ্রিন লাইন কোচ সার্ভিসের, যা শিঘ্রই টিভিতে প্রচার হবে।সাদিয়ার উপস্থাপনায় ও মন্ত্রী শাহাজাহান খানের হাত দিয়ে উদ্ভোদন হয়েছে গ্রিন লাইন কোচ সার্ভিসের ঢাকা-চট্টগ্রাম রুটের বাস সার্ভিস।
গত ১১ এপ্রিল মুক্তি পেয়েছে সাদিয়া অভিনিত প্রথম ছবি ডেয়ারিং লাভার।সহ শিল্পী ছিল সাকিব খান।ডেয়ারিং লাভারের একটি আইটেম গান ইতি মধ্যে দর্শকদের ব্যাপক প্রসংসা পেয়েছে।
এই ছবির সাফল্যের পর সাদিয়া এখন সুখ স্বপ্নে বিভোর।চিত্র জগতে হতে চান নিয়োমিত।একই সাথে চালিয়ে যেতে চান টিভি নাটক ও মোডেলিং। সাদিয়া চান দর্শকদের তার সেরা কাজটি উপহার দিতে।
আপাতত অভিনয়ই তার মন প্রাণ জুড়ে।এখনই বিয়ে করতে চান না,চিত্র জগতের এই মিষ্টি মেয়ে। আর দর্শক যদি গ্রহণ করে জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যাওয়ার ইচ্ছে সাদিয়ার।
©somewhere in net ltd.