নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিএনপি করি।তাই কেউ নিরপেক্ষ লেখা আশা করবেন না।

নিউজ

নিউজ › বিস্তারিত পোস্টঃ

নিজামীর রায়

২৪ শে জুন, ২০১৪ দুপুর ১:৪২

এক তরফা নির্বাচনের আগে তড়িঘড়ি করে কাদের মোল্লার ফাসি দেওয়া হলো।তখন আমাদের বেকুবদের (জনগনকে) বুঝিয়েছিল,আওয়ামীলীগ এক তরফা নির্বাচন না করলে,ক্ষমতায় আসতে পারবে না।আর ক্ষমতায় না আসলে,যুদ্ধ অপরাধীদেরও বিচার হবে না।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস,নির্বাচনের পর যুদ্ধ অপরাধের ব্যাপারটা আওয়ামীলীগ ভুলে গেল।একাবারে ভুলে গেল,তাও নয়।ইলিয়াস মোল্লাকে যখন ৯ জনকে পুড়িয়ে মারার অপরাধে সবাই দোষী বলল,তখন তিনি ৭১ টিভিতে এক সাক্ষাতকারে বললেন,যুদ্ধ অপরাধীদের বাচাতে এই ব্যাপারে তাকে দোষারোপ করা হচ্ছে!

কিন্তু, যুদ্ধ অপরাধ মামলার কোন আপডেট নেই।কারো রায়ও হয় না।জনগনও ইস্যুটা ভুলে গিয়েছিল।কেননা,বেকুব জনতা ধরেই নিয়েছে,জামাতের সাথে একটা সমঝোতা হয়েছে।

হঠাৎ নিজামীর রায় ঘোষনার ব্যাপারে জনগন নড়েচড়ে বসেছিল,এরশাদের রায় যেমন দেয়নি।নিজামীরটাও না!বনিবনাতে সমস্যা হচ্ছিল,তাই রায়ের ধমক শুধু!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৪ দুপুর ২:০২

মদন বলেছেন: হক মওলা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.