নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বিএনপি করি।তাই কেউ নিরপেক্ষ লেখা আশা করবেন না।

নিউজ

নিউজ › বিস্তারিত পোস্টঃ

সিনেমার মূল চরিত্রে সাদিয়া আফরিন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯

বিনোদন প্রতিবেদক: ছোট পর্দায় বরাবরই ব্যস্ত সাদিয়া অফরিন এখন ব্যস্ত হয়ে পড়ছেন বড় পর্দায়ও।সাদিয়া ডেয়ারিং লাভারের মাধ্যমে বড় পর্দায় আলোচনায় আসেন।পরবর্তীতে ভালবাসলে দোষ কি তাতে, মিঁয়া বিবি রাজী, অচেনা হৃদয় ছবিতে আইটেম গান করেছেন। ভালবাসলে দোষ কি তাতে মুক্তি পাবে এই মাসের ১৯ তারিখে।

আইটেম গানে বরাবরই জনপ্রিয় সাদিয়া এবার সাইমন তারিখের গুন্ডামী ছবির মূল ভূমিকায় অভিনয় করবেন।

যদিও ছবির গল্পে সাদিয়া নায়কের বোন চরিত্রে অভিনয় করবে, কিন্তু সিনেমার মূল ঘটনাই সাদিয়াকে ঘিরে।নায়ক গ্রাম থেকে বোনকে নিয়ে শহরে আসে।এরপর বোন (সাদিয়া) শহরে এসে হারিয়ে যায়।আর সাদিয়ার জন্যেই নায়ক গুন্ডামী করে।ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের ব্যাপারে সাদিয়া বলে, শাহরুখ খানের কয়লা ছবিতে ঐশ্বরিয়াও বোনের চরিত্রে অভিনয় করে।এই ছবিতে যেহেতু অভিনয়ের সুযোগ রয়েছে,তাই আমি এই ছবিতে কাজ করতে সন্মত হয়েছি।মূল চরিত্রে অভিনয় হলো আসল কথা।অন্য আইটেম গান সম্পর্কে সাদিয়া বলেন, আন্তর্জাতিক ভাবেই আইটেম গান মূলত নায়িকারাই করে।সাধারণত দেখা যায়,শুধু মাত্র একটি আইটেম গানের জন্য একজন নায়িকাকে হায়ার করা হয়।যদিও সাদিয়া জানায়, শীঘ্রই শুধু আইটেম গান নয়, নায়িকা হিসেবে দর্শকের সামনে উপস্থিত হবে।গুন্ডামী ছবিকে সেটার ট্রায়াল হিসেবেই দেখছে।সাদিয়া বিশ্বাস করে সম্পূর্ণ যোগ্য না হয়ে,নায়িকা চরিত্রে অভিনয় করলে হারিয়ে যেতে হবে।আর তাই এবার গুন্ডামী দিয়েই তার নায়িকা হওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ করবে।



কপি করা হয়েছে এই লিংক থেকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.