![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোন নির্বাচনে আমি কোন প্রার্থীর জন্য সরাসরি ভোট চাইনি।নিজের ভোট যদিও সব নির্বাচনে দিয়েছি।যদিও আমি যাকে ভোট দেই, সে কখনও নির্বাচিত হয় না।কেননা, আমি যাকে ভোট দেই, তাকে সবাই সৎ বলে, কিন্তু, ভোট দেওয়ার সময় ঠিকই বিএনপি বা আওয়ামীলীগের বাইরে যেতে পারেনা। তাদের কথায় এর বাইরে গেলে নাকি ভোট পচে! কিন্তু, বাস্তবতা হলো ভোট পচবে তখনই, যখন আপনি ভোট দিয়ে দূর্ণিতিবাজ কাউকে নির্বাচিত করবেন। কিন্তু, আপনি যদি সৎ প্রার্থীকে ভোট দেন, তিনি নির্বাচিত না হলেও আপনার ভোটটি পচবে না।এবারের নির্বাচনে আমি ভোট দিব জুনায়েদ সাকীকে। আমি তার দল করি না। কিন্তু, উত্তরে সব দিক থেকে বিবেচনা করলে তার চেয়ে যোগ্য প্রার্থী আর কেউ নেই।আসুন বিএনপি বা আওয়ামীলীগের বাইরে এসে সবাই সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেই।তবেই শুধুমাত্র যে পরিবর্তনের স্বপ্ন আমরা সবাই দেখছি, তা সফল হবে।
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ২:০১
জল ফড়িং বলেছেন: আলপিন ম্যান বলেছেন: নতুন বোতলে পুরাতন মদ
৩| ২৩ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:১৬
রাজীব নুর বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪
আলপিন ম্যান বলেছেন: নতুন বোতলে পুরাতন মদ