![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চরম অব্যবস্থাপনার মাঝে ভোট গ্রহণ চলছে। আমি ৮টা ৫ মিনিটে মিরপুর এমডিসি কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি তখনও ভোট গ্রহণের কিছুই ঠিক হয়নি। ১০ মিনিট দাড়া করিয়ে রেখে তারা শুধু কাগজপত্র ঠিক করেছে। যাই হোক, কেন্দ্রে গিয়ে আমার যে ধারণা হলো, আনিসুল হকের এজেন্ট আছে শুধু।আর কাউকে দেখলাম না। কিন্তু, আনিসুল হকের লোকে ভর্তি।তারপরও ভরসার কথা, বিএনপির কোন প্রার্থীর কোন এজেন্ট না পেলেও জুনায়েদ সাকীর এজেন্ট ঠিকই আছে। আনিসুল হকের মতো এতো হাজার হাজার নেই হয়তো। কিন্তু, নিয়ম অনুসারে প্রতি বুথেই একজন করে আছে।https://services.nidw.gov.bd/votercenter লিংক থেকে আপনার কেন্দ্রের নাম এবং সিরিয়াল নাম্বার নিয়ে গেলে ভোট দিতে সুবিধা হবে। তাই আপনার সিরিয়াল নাম্বারটি নিয়ে যান।
২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৬
আমি মিন্টু বলেছেন: মনে চুরি মারামারি হবে । সুপ্রভাত
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি অফিসে গিয়ে 'ভলনটিয়ার এজেন্ট' হওয়ার জন্য আপনাকে আমি বলে গত পরশু; ম্যাডামের চোখে পড়তে পারতেন।