![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক অনেক কাজ করার বাকি...................... কিন্তু চলে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে গেল...
সম্প্রতি ভিাকারুন্নিসা স্কুলে ছাত্রীর উপর যৌন নিপীড়ন এবং নিপীড়ককে বাচাঁতে প্রধান শিক্ষিকার ‘মিউচুয়্যাল সেক্স’ থিওরি এখন টক অব দ্যা টাউন।
আমি বাবা হইনি। কিন্তু আমার চারপাশের অনেক পরিচিতই এখন বাবা। তাদেও অনেকের সন্দঅনই পড়ছে অনার্স কিংবা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক লেবেলে। এই ঘটনা আমার পরিচিতের সকলেরই মনে দারুন প্রভাব ফেলেছে। বিশেষ করে প্রধান শিক্ষিকার বক্তব্য।
যদি মিউচ্যুয়াল সেক্স হতো... তাহলে যা হতে পারতো...
মেয়েটিকে বেধে ধর্ষন করার প্রয়োজনীয়তা ছিল না।
ভিডিও করার প্রয়োজন ছিল না।
ভিডিও চিত্র প্রকাশের হুমকি দেয়ার দরকার ছিল না
এবং
সর্বশেষ পরিমল গ্রেফতার হত না।
এখন প্রধান শিক্ষিকার কাছে আমার প্রশ্ন আপনি কি জীবকনে কখনো মিউচ্রুয়াল সেক্স করেছেন। অবশ্য করতে পারেন কারণ অভিজ্ঞতা না থাকলে এমন কথা কেউ বলতে পাওে না। তাহলেকি আমরা ধওে নেবো...মিউচ্যুয়াল সেক্স আপনি করেছেন। আপনার হাত পা বেধে মিউচ্যুয়াল সেক্স করা হয়েছে। ভিডিও করা হয়েছে। এবং প্রতিনিয়তই আপনাকে ...
প্রধান শিক্ষিকা আপনার যদি মেয়ে থাকে তাহলে তাকেও এমন শিক্ষা দিতে পারেন। আপনার ও আপনার মেয়ের জন্য ভাল হবে। তবে অনুগ্রহ কওে মিউচ্যুয়াল সেক্স করার জন্য একটি ‘পতিতাখানা’র দায়িত্ব নিন। স্কুল নয়।
প্রধান শিক্ষিকা আপনার কাছে একটি প্রশ্ন: আপনি কি এখনও আপনার স্কুলের তথাকথিক বিকৃত শিক।ষকদেও সঙ্গে মিউচ্যুয়াল সেক্স করেন। না সেক্স করতে শিক্ষকদেও উব্ধুদ্ধ করেন। কোনটা বলবেন কি?
পরিমলের বিচারের দাবিতে আন্দোলন করলে হবে। একই সঙ্গে প্রধান শিক্ষিকা নামের ওই ভদ্র পতিতাকেও খেদাতে হবে স্কুল থেকে।
২| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১১
রেশাদ১০৬ বলেছেন: প্রধান শিক্ষিকা নামের ওই ভদ্র পতিতাকেও খেদাতে হবে স্কুল থেকে।
ধন্যবাদ আপনাকে।
৩| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩২
বিবর্ন বেদনা বলেছেন: পরিমল যদি ইচ্ছামত মারতে পারতাম।কি যে শান্তি পেতাম
৪| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৩
শৈলজ বলেছেন: শুধু পরিমল না যারা এই অপরাধীকে আড়াল করার চেষ্টা করে আসছেন তাদের বিচার দাবি করছি। সেই ক্ষেতে তিনি যদি প্রধাণ শিক্ষিকা হন তাতে কিছু আসে যায় না কারণ তিনি (প্রধান শিক্ষিকা) পরিমলকে রক্ষা করতে গিয়ে সমান অপরাধ করেছেন। তার শাস্তি হয়া উচিৎ।
লেখক আপনাকে ধন্যবাদ এই দাবি তোলার জন্য।
৫| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৩৭
আকাশের তারাগুলি বলেছেন: পরিমল এতোক্ষনে ডিমের স্টোর রুমে পরিনত হয়েছে।
৬| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৪০
শৈলজ বলেছেন: পরিমল যে অপরাধ করেছে আমার মনে হয় সেই সমান অপরাধ করেছন স্কুলটির প্রধান শিক্ষকা। পরিমল গ্রেফ্তার হয়েছে কিন্তু তিনি বহাল তবিয়তে আছেন। আমি এর র্ৃণা জানায় এবং ঐ নৃকৃষ্ট মানের শিক্ষিকার বিচার দাবি করছি।
লেখক আপনাকে ধন্যবাদ এই দাবি তোলার জন্য।
৭| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৪
আমিই আজাদ বলেছেন: ভাই কি বইলা যে ধন্যবাদ দেবো আপনাকে.... এই কথাটাই আমি ষ্টিকি পোষ্টে কমেন্ট আকারে বলার চেষ্টা করেছি।
আপনারে + + + +
৮| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৫:২৪
নাইটফল বলেছেন: পরিমল ডিম্বর স্টোররুমে পরিনত হয় নাই। বলেন যে ভুড়ি হাজির বিরানি আর কেএফসির চিকেন ফ্রাইয়ে পূর্ণ।
৯| ০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৩৫
পুচকে ফড়িং বলেছেন:
শৈলজ বলেছেন: পরিমল যে অপরাধ করেছে আমার মনে হয় সেই সমান অপরাধ করেছন স্কুলটির প্রধান শিক্ষকা।
সহমত।
১০| ০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৯
ইমুব্লগ বলেছেন: ঐ বেডীও ঐ কামে ওস্তাদ!
১১| ০৯ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪২
স্বাধীন ভাবুক বলেছেন: যদি মিউচ্যুয়াল সেক্স হতো... তাহলে যা হতে পারতো...
মেয়েটিকে বেধে ধর্ষন করার প্রয়োজনীয়তা ছিল না।
ভিডিও করার প্রয়োজন ছিল না।
ভিডিও চিত্র প্রকাশের হুমকি দেয়ার দরকার ছিল না
এবং
সর্বশেষ পরিমল গ্রেফতার হত না।
অত্যন্ত ক্ষুরধার যুক্তি। হোসনে আরা নিজেকে তো কলঙ্কিত করেছেনেই, সেই সাথে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ এর মত একটি প্রতিষ্ঠানকে স্বনামধন্য "পতিতালয়" কলঙ্কে জড়ানোর ঘৃণ্য অপচেষ্টা নিয়েছেন।
১২| ০৯ ই জুলাই, ২০১১ রাত ৮:৩০
ফ্লাইওভার বলেছেন: প্রধান শিক্ষিকা প্রধান মাসীর ভুমিকা পালন করছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৪:০৮
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
তিব্র সামাজিক আন্দোলন গড়ে তুলে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। এদেরকে সামাজিক ভাবে বয়কট করা হোক।