![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক অনেক কাজ করার বাকি...................... কিন্তু চলে যাওয়ার ব্যস্ততা শুরু হয়ে গেল...
মরবো মরবো করেও মরতে পারছি না।
কখন , কোথায় এবং কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর
আজ নিকষ কালো আধার অবদি পায়নি।
এমনকি কেউ সাহায্যের ছলে বললেও না।
কেনইবা বলবে। পরামর্শ ছাড়াইতো কত লোক মারা যাচ্ছে
বটবৃক্ষ হওয়ার স্বপ্নে বিভোর আপন,সেও তো গেল
কিন্তু মাইন্ড করেছেন অনেকে, বলা যায় তাবৎ দেশবাসী।
বলা নাই, কওয়া নাই, হুট করে চলে যাওয়া মগের মুল্লুক নাকি।
নাহ, তা হতে দেয়া যায় না।
তবে থামানোর যে কোন যন্ত্র নেই।
কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাব এডিটর ও কবি আপন মাহমুদকে উৎসর্গ করে।
©somewhere in net ltd.