![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথম ভেবেছিলামবাংলাদেশের উপর আল-কায়েদা নেতা আল-জাওয়াহিরির ভিডিও বার্তায় তেমন আলোচনার সৃষ্টি হবেনা। কিন্তু দেখতে পাচ্ছি সংসদে এই নিয়ে বেশ আলোচনা হয়েছে। শেখ সেলিম বলেছেন - 'আল-জাওয়াহিরির বক্তব্যে বিএনপি জামাতের বক্তব্যের প্রতিধ্বনি দেখা যাচ্ছে। আল কায়েদা,বিএনপি জামাত, হেফাজত সবই জংগি সংগঠন'।
আমাদের পররাস্ট্র প্রতিমন্ত্রী বলেছেন-ভিডিও বার্তাটির প্রথমে সত্যতা যাচাই করতে হবে । তিনি যোগ করেছেন -তবে ভিডিও বার্তাটির সাথে জামাতের সম্পর্ক থাকতে পারে।
হেফাজত ও জামাত পৃ্থকভাবে আল-কায়েদার সাথে তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহিদুজ্জামান বলেছেন - এই ভিডিওর সূত্র ধরে ভারত আমেরিকার দৃষ্টি বাংলদেশের উপর আরো বৃদ্ধি পেতে পারে ।সরকারও বিরুদ্ধবাদীদের আরো সায়েস্তা করার জন্য এই বার্তা ব্যব হার করতে পারে।
নিরাপত্তা বিশ্লেষক সাখওয়াত হোসেনের মতে - এ ধরনের বার্তার সত্যতা যাচাই করার প্রযুক্তি আমেরিকার কাছে র্য়েছে। এই তথ্য যদি সত্য হ্য়, তাহলে তা বাংলাদেশের জন্য দূর্ভাগ্যজনক হবে ।
আশা করি পুরো বিষয়টা সরকার সুবিবেচনার সাথে মোকাবিলা করবেন । [ বি দ্র : ভিডিওটি মূলত: একটি অডিও বার্তা]
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৪
উপপাদ্য বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহিদুজ্জামান বলেছেন - এই ভিডিওর সূত্র ধরে ভারত আমেরিকার দৃষ্টি বাংলদেশের উপর আরো বৃদ্ধি পেতে পারে ।সরকারও বিরুদ্ধবাদীদের আরো সায়েস্তা করার জন্য এই বার্তা ব্যব হার করতে পারে।
- বার্তাটিট নিগুঢ় রহস্য এখানেই নিহিত রয়েছে
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৯
নিরীহ বালক বলেছেন: নতুন চাল । একটার পর একটা ইস্যু নিয়ে সবাইরে ব্যাস্ত রাখা । আমরাও এক একটা সিরাম মাপের বলদ , তাই আমরাও ব্যাস্ত থাকি । ঐ দিকে , যে যার মত ফায়দা লুটে নিচ্ছে । অধ্যাপক শহিদুজ্জামান ঠিকই বলেছেন ।
ভিডিওটি মূলত অডিও বার্তা ।
আমেরিকারে ভিডিও ক্লিপ দিয়া ডর লাগায় , আর বাংলাদেশরে অডিও ক্লিপ দিবে !!!
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫১
হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link