নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুং টাং... .. .

যা চাই তাই-ই পাই,তাই পাই যাহা না পাই,যা না পাই তাই-ই চাই...

টুং টাং

ঘুমাও তুমি ঘুমাও তুমি

টুং টাং › বিস্তারিত পোস্টঃ

১ -১ -২০১৩ , জার্নি বাই ক্যাফে দোতলা বাস( উত্তরা টু ধানমণ্ডি)

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

১ -১ -১০১৩

উত্তরা থেকে ধানমণ্ডি যাবো । রাজলক্ষি থেকে বি আর টি সি দোতালা বাসে করে বনানী আসতেই ২ ঘণ্টা। বনানীতে আসার পর আর গাড়ি চলে না, চলে না, চলে না রে । X(( X(( কি আর করি মোবাইলে গান শুনলাম কতক্ষণ, রিও মুভি টা দেখলাম, তারপরেও জ্যাম আর জ্যাম।

এর মধ্যে গাড়ি এক হাতও আগায় না। মেজাজ চরম গরম।



বাসা থেকে দুলাভাই ফোন দিসে ৮ টায়, (বাসায় ছোট আপু আর দুলাভাই আছে)

উনি জিজ্ঞাস করল

কই আছো?

উত্তরে বল্লাম বনানী।

এক ঘণ্টা পর রাত নয়টায় দুলাভাই ফোন দিসে আবার বাসা থেকে,

কই আছো?

উত্তরে বল্লাম বনানী।

এবার রিপ্লে আসল, কস্কি মমিন । খাওন লইয়া আমু?

আমি কইলাম দুলাভাই এমনেই মেজাজ আগুনে রূপ নিসে, এর মধ্যে কেরসিন দিয়েন না। আর খাওনের চিন্তা কইরেন না, আলুর চিপস ৪ প্যাকেট, পপকর্ণ ২ প্যাকেট, চানাচুর বানানো অলরেডি পেটে চালান দিছি, এখন বাদাম খাই আর আপনার সাথে কথা কই।

দেখি এর মধ্যে আরও খাওনের দোকান নিয়া হকাররা বাসে হাজির হবে তখন আরও খাইয়া নিমু। খাওন নিয়া নো টেনশন। আম্মা কে বইল্লেন আমি কখন বাসায় পোঁছাবো আমি কেন বাসের ড্রাইভারও জানে না তার বাস কখন সে পুনরায় স্টার্ট দিবে ? সে বাসের স্টার্ট বন্দ করে অন্য বাস ওয়ালার সাথে বিড়ি খাওয়া নিয়ে পাল্লা লাগছে।

মোবাইলে কথা শেষ করে চারদিকে তাকাইলাম, ও মর আল্লাহ্‌ দোতলা বাস তো না যেন কোন দোতলা ক্যাফে। মানুষ যেটাই হকার আন্তাসে ওইটাই নিয়া খাইতাছে। হকাররাও একটার পর একটা নিয়া উঠতে দেরি শেষ হইতে দেরি নাই।





যাক শেষে

রাত ১০টা ৩০ মিনিটে বাসায় আসি।আর শেষ হল আমার ৪ ঘণ্টারজার্নি বাই ক্যাফে দোতলা বাস( উত্তারা টু ধানমণ্ডি)/:)/:)







(ভাই, কেউ কি বলতে পারবেন কি হইছিল সেদিন আমার প্রিয় ডাহা-শহরে? কেন এত জ্যাম লাগছিল? )X(X(/:)/:)

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

লজিক মানুষ বলেছেন: একটা বাইক কিনে নেন। এত ঝামেলা থাকবে না।

০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

টুং টাং বলেছেন: বাসা থেকে বাইর কইরা দিব ভাই বাইকের কথা কইলে। :( :( :(

২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: কি কি খাইলেন একটা লিস্টি দেন দেখি...... :-<

জ্যামে পরলে আর কি কি করা যায় একটা ইনোভেটিভ লিস্টিও বানাইতে হইব..... /:)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

গ্রাম্যবালিকা বলেছেন: বাইরে মোবাইল নেয়া বাদ দিছি সেই কবে, দুই তিনশ টাকা আর এটিএম কার্ড নিয়ে বের হই। মহিলা সিটে যদি সিট পাই এক ঘুম! মাঝে সাঝে চোখ মেলে দেখি, যেখানে সেখানেই আছি, কিন্তু শরিরের ঝরঝরে ভাব দেখে বুঝি আধাঘন্টার কম ঘুমাই নাই, :-/ =p~ এভাবেই ক্লাস করি।

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

htusar বলেছেন: বাহ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.