![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমাও তুমি ঘুমাও তুমি
রাইত আড়াইটায় জিপি (গ্রামীণ পন ) মেসেজ পাটায়।
তা ও পর পর দুইবার।
কন কিরাম লাগে মেজাজ টা
রাতে সব নিরব এর মধ্যে যদি মোবাইলএর মেসেজ টন হটাত বেজে উঠে। কিরাম লাগে ?
আবার কন কামের মেসেজ হইলে কথা আছিল।
তবে কথা হইল সারা দিন মেসেজ দেয় কিছু কই না। মেসেজ বাক্সএ মেসেজ জমতে জমতে
এত রাতে জিপি মেসেজ পাঁঠায় কেন?
মেসেজ দেইক্ষা মেজাজটাই
জিপি অফার
মণ্ডায় চায় জিপির তোলায় সিরিজ কাগজ দিয়া দেই ডলা।
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯
টুং টাং বলেছেন: ঘটনা কি?
২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭
ইফতেখার ভূইয়া বলেছেন: হাহাহাহা ডলাডলির কাজটাওতো কষ্টের
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪২
টুং টাং বলেছেন: এক ডলাতেই সাইজ। কষ্ট কম।
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: হাহাহাহা ডলাডলির কাজটাওতো কষ্টের. lol
৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
ধুসর আলো বলেছেন: ভাই আমারেও পাঠাইছে, মেজাজটা সেরম খারাপ হল, সকালেও পাঠাইছে, ডিলেট করলেই পাঠাই.।।।
৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৫
ধুসর আলো বলেছেন: ভাই আমারেও পাঠাইছে, মেজাজটা সেরম খারাপ হল, সকালেও পাঠাইছে, ডিলেট করলেই পাঠাই.।।।
৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৮
নাহিদ তামিম বলেছেন: আমাকেও সেন্ড করছে। বেশ কয়েকটা টোন পাওয়ার পর ভাবলাম জরুরী কিছু, ওপেন করে দেখি
৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪
জো জো বলেছেন:
৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫
হেডস্যার বলেছেন:
রাগ করেন কেন?
নিয়মিত জিপির মেসেজ পড়ুন, জানুন এবং আপনার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে ফরোয়ার্ড করুন।
৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
গান পাগলা বলেছেন: শুধু কি তাই, ভোর পাঁচটায়ও পাঠায় সালারা
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯
খেয়া ঘাট বলেছেন: