![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরে ভাই,নেটে এমন কিছু দিবেন ক্যান যেটা নেটের লোকজনই কপি করতে পারে না? ভাবদেখানোর জন্য অনেক নিউজপেপার, ম্যাগাজিন- তাদের অনলাইন পেজ কপি প্রোটেক্টেড করে রাখে। মানে পড়তে পারেন বেশ ; তবে আপনাকে কিছু কপি করতে দিচ্ছি না আরকি! আবার ‘flicker’ এ অনেক হাল আমলের DSLR জেনারেশন তাদের সখের ছবিখানি ডাউনলোডের হাত থেকে বাঁচাতে জুড়ে রাখেন ডিজেবল অপশন। ----মানি না এসব মানি না। তাদের যতসব ভিমরতি আর ফন্দিফিকির তুড়ি মেরে উড়িয়ে দিতেই আজকের নিবেদন। ‘চিছিংফাক-হে-ওয়েবসাইট’
কপি প্রোটেক্টেড সাইট থেকে লেখা কপি করবেন যেভাবে:
স্টেপ ১: নির্দিষ্ট ওয়েবসাইটে যান। ধরুন সমকালের অনলাইন ভার্সনে গেলেন View this link এ সাইট থেকে কোন লেখাই আপনাকে কপি করতে দেবে না। এ সাইটের যে কোন লিংকে প্রবেশ করুন।
স্টেপ ২: লেখা কপি করার জন্য আমাদের বিকল্প পথ খুজতে হবে।
মাউসের রাইট বাটনে কিক করুন। যে অপশনগুলো আসবে সেখান থেকে সিলেক্ট করুন ভিউ সোর্স । নতুন একটি ট্যাবে নিউজটি ওপেন হবে ।
স্টেপ ৩: এ পেজটিতে নিউজের পাশাপাশি
এইছটিএমএল কোড/জাভাস্ক্রিপ্ট চলে আসবে। সুতরাং স্ক্রল টেনে আপনাকে খুজে বের করতে হবে কাঙ্খিত নিউজটি। মাঝখানেই পেয়ে যাবেন।
স্টেপ ৪: নিউজ তো কপি হলো । কিন্তু প্রতিলাইনেই অবাঞ্ছিত এইছটিএমএল কোড (যেমন ) দেখো যাচ্ছে যে!-তার কী হবে? এমএস ওয়ার্ডে এনে একসাথে কোডগুলো riplace মারতে পারেন। ধরুন প্রতি লাইনের ব্রেক
কোডটা একবারে সরাতে চান ফুলস্টপ চিহ্ণ ‘.’ দিয়ে তাহলে কন্ট্রোল+এফ চাপুন। রিপ্লেস ট্যাবটিকে কিক করুন। find what এ পেজে থাকা কোড বসান ;আর riplace with এ ফুলস্টপ বসান। নেক্সট চেপে চেপে পুরো পেজটা শুদ্ধ করে নিন। এভাবে অন্য কোডগুলোও করা যাবে।
--ব্যাস কপিফতেহ! (কেল্লাফতেহ হওয়ার সুযোগ নেই যে।)
Flicker এর বেরসিক ফটোগ্রাফারদের ফটো শিকার করবেন যেভাবে:
অনেক flicker ছেলেরব্যাটি তাদের উচ্চমার্গের ছবিগুলো ডাউনলোড করতে দেননা। ডিজেবল করে রাখেন। দাঁড়া দেখাচ্ছি মজা।
স্টেপ ১: ‘flicker’ সাইটটিতে গিয়ে যে কোন বিষয় সার্চ দ্যা খোঁজ। ধরুন ‘Dhaka’ শব্দ দিয়ে সার্চ করেছেন এবার রেজাল্টে আসা অসংখ্য ছবি থেকে একটি click করুন।
স্টেপ ২: যে মহান ব্যক্তি ছবিখানা flicker এ দিয়েছেনদেখলেন তিনি ডাউনলোড অপশন অফ করে রেখেছেন। কিন্তু সুবিধে হল তিনি ছবির উপর খবরদারি করতে পারেন পেজের উপর নয়। তাই পুরো পেজটিই ডাউনলোড দিয়ে ফেলুন। মাউসের রাইট বাটনে click করলে যে ‘সেভ এজ’ অপশন আসে তা দিয়েই পেজটি সেভ করুন। যেখানে সেভ করেছেন সেখানে দেখুন ওয়েব পেজের সাথে সাথে একই নামে একটি ফোল্ডার সেভ হয়েছে । সে ফোল্ডারে অসংখ্য ছোট বড় ছবি সেভ হয়েছে । যার মধ্যে ডাউনলোডের অযোগ্য/অসম্ভব বলে বিবেচিত ছবিটিও চলে এসেছে।
ব্যাস! অসম্ভবকে সম্ভব করাই ‘সেভপেজ’ এর কাজ!
আগের দু’টো ধান্দা পড়ার ফলস্বরুপ একটি ফ্রি টেকনিক:
ঠিক টেকনিক বলব না; অনেকটা দরকারী এড্রেস। অনেকেই আছেন যারা ডিপার্টমেন্টের এসাইনম্যান্ট করতে গিয়ে বিভিন্ন পিডিএফ ফাইলের দারস্ত হন। কিন্তু মুশকিলে পড়েন যখন পিডিএফ থেকে কোন টেবিল, বক্স বা গ্রাফ কপি করতে যান। কারন সরাসরি কপি করলে এলামেলো লেখা আসে;টেবিল আসে না। তারা পিডিএফকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারেন এই Address দিয়ে।
Click This Link
ফাইলটি অনলাইনেই কনভার্ট হবে । ব্যাস ওয়ার্ড ফাইলেই পেয়ে যাবেন আপনার কাঙ্খিত টেবিল,চার্ট।
--- এই লেখাটি চা ও নয় কফি ও নয়; আমার প্রিয় কপি-পেস্টকে উৎসর্গ করলাম।
/মাসুম তোফা
টিটিতে খুঁজুন: View this link
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৭
বাগদাশ বলেছেন: ধন্যবাদ তথ্য ভায়া/
২| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২২
তানভীরএফওয়ান বলেছেন: thanks
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৫
বাগদাশ বলেছেন: আর আপনাকে 'you'
৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৭
বকা মানুয বলেছেন: লিখা টা আগেই Techtunes ই পড়ছিলাম । ওটা কি আপনার লিখা ?? যদি না হয়ে থাকে তাহলে ক্যাটেসি কই ??
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:১১
বাগদাশ বলেছেন: masumtofa নামে টেকটিউন্সে লেখি; আর বাগদাশ নামে সামুতে।
Click This Link এটাও আমার লেখা ছিল।
ধন্যবাদ আপনাকে।
৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮
আমিনুর রহমান বলেছেন:
চুরি বিদ্যা বড় বিদ্যা ......
থাঙ্কু ...
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৩
বাগদাশ বলেছেন: বল্লাম কি আর বুঝলেন কী? দরকার মনে হয়েছে সেজন্য ২ জায়গায় পোস্ট করেছি। আমিন সাহেব--পোস্টটার শেষে টিটির লিংক দিয়ে দিলাম।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৩
আমিনুর রহমান বলেছেন:
আরে ভাই আপনেও বুঝেন নাই আমার কমেন্ট
আমি বুঝাতে চাইছিলাম তোমরা কত বড় চালাক আমাদের কপি করতে না দিলে আমরা চুরি করে নিয়ে নিবো টেরই পাবা না ! এটা বুঝাতে চেয়েছি ব্রাদার !
২৮ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
বাগদাশ বলেছেন: ওকে ব্রাদার্স।
৬| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৩১
আমি সাদমান সাদিক বলেছেন: কাজের পোস্ট
৭| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৩১
আমি সাদমান সাদিক বলেছেন: কাজের পোস্ট
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯
তথ্য অধিকার বলেছেন: খুব কাজে লাগবে ভাই