![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
কয়েক দিন আগে আমি নতুন কয়েকজন ইতিহাসবিদের পরিচয় পাইলাম। তাদের মাঝে কেউ কেউ দেশের বাইরে থাকেন, আবার কেউ কেউ দেশেই থাকেন। কিন্তু সমস্যাটা হল এদের মাঝে দুইটা গ্রুপ আছে। গ্রুপ দুইটি খুবই শক্তিশালী।
যাই হোক, আমি বেশি ইতিহাস বা বই পড়তে পছন্দ করি না।
তবুও পরীক্ষায় পাশের জন্য হলেও কিছু ইতিহাস পড়তে হয়েছিল। তবে আমি তখন জান্তামনা যে ইতিহাস পরিবর্তন কোন ব্যাপারই না বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে। একটা ভাষনের মাধ্যমে তারা ৫০/১০০ বছরের ইতিহাস পরিবর্তন করতে পারেন। একথা আগে জনলে আমি ফেল করলেও কোন ইতিহাস পরতাম না।
কেউ কেউ আবার DNA টেস্ট করাতে খুব বেশি ইচ্ছুক, কারন সে জানতে চায় তার মায়ের স্বামী তার বাবা কিনা। এবং সে এই DNA টেস্ট করাকে সর্বজনীন করে দিতে চায়। কারন তার মনে সন্দেহ আছে তার মত সবাই বেজন্মা কিনা।
লজ্জা নামক বিষয়টা মনে হয় হারিয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে। আর এর বলি এর ফলাফল আমাদের মত সাধারণ মানুষেরই ভুগতে হয়।
যারা রাজনীতিবিদ আছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ - বেশি ইতিহাস নিয়ে আর DNA টেস্ট না করে দেশের মানুষের উন্নতি নিয়ে একটু ভাবুন। আর যদি পারেন একটু মুখ সামলে ভেবে চিন্তে কথা বলুন।
©somewhere in net ltd.