![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরাই পাগল একটা মানুষ.. :-P
আমি আজ সত্যিই অবাক, একটা লঞ্চ ডুবলো ৩০০ যাত্রী নিয়া, ৩০ টা মৃতদেহ উদ্ধার ১৫০ মানুষ নিখোঁজ তা নিয়ে টেলিভিশনে খবর দেখতে চাইলে বসে থাকতে হচ্ছে আর ভারতের নির্বাচনের খবর হেডলাইনে দেখাচ্ছে সব টেলিভিশনে। টক শোর মহরা বসেছে ভারতের নির্বাচন নিয়ে। কত্ত যে বুদ্ধি বের হচ্ছে কিভাবে নির্বাচনে জয়ী হওয়া যায়, কেনই বা হারে, ইত্যাদি ইত্যাদি।
আরে ভাই আপনাদের মাথায় এত বুদ্ধি তাইলে মানুষ এই ভাবে মরে ক্যান, লঞ্চ ডুবলো কিভাবে তুলতে হয় সেইটা নিয়া আলোচনা করেন, একটা বুদ্ধি বের করেন।
ভারত আপনাদের খাওয়ায় নাকি পড়ায়।
নিজের চরকায় তেল দিন। রানা প্লাজা ধসে পড়লো ১২০০ মানুষ মারা গেলো, তখন বুদ্ধি কই আছিলো???
যারা এই রকম বুদ্ধিমান আছেন যারা টকশোতেতে গেছেন জ্ঞ্যানের কথা কইতে তারা একটু দেশের মানুষের লইগা কথা কইবেন। মানুষের বাঁচানো কথা বলেন।
২| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৪৬
কল্পনার রাজা বলেছেন: @ ভারত আপনাদের খাওয়ায় নাকি পরায়?
ভাই এদেশের এক শ্রেনীর দালাল আছে যাদেরকে ভারত টাকা দেয়, সেই টাকায় সে খায় এবং পরে!!! সুতরাং বুঝতেই পারছেন
৩| ১৬ ই মে, ২০১৪ রাত ৯:৫৪
ব্যাকুল পথিক বলেছেন: কিছুটা বুঝতে পারছি।
৪| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:০৪
দালাল০০৭০০৭ বলেছেন: এরা হল জ্ঞান পাপী
৫| ১৬ ই মে, ২০১৪ রাত ১০:২১
শাহ আজিজ বলেছেন: ব্যাকুল পথিক ঃ আপনার আবেগ আমি বুঝতে পারি । মিডিয়ার একটি নিয়ম ও পরিকল্পনা থাকে । কোন খবরকে তারা হেডলাইন করবে এটি তাদের নিজেদের সিদ্ধান্তে চলে। লঞ্চ ডুবি প্রায় সাথে সাথে সব মিডিয়া স্ক্রল করে অন অনলাইন সামাজিক মিডিয়াতে প্রচার করেছে। আমিই সাক্ষী ।
ভারত প্রতিবেশী রাষ্ট্র । একসময় আমরা একক দেশ ছিলাম । দেশ ভাগ এবং ৭১ এ স্বাধীন হওয়ার পর আমাদের বিচ্ছিন্নতা হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু এই বিশাল জনপদের কোটি কোটি পরিবার পাক ও বাংলার উভয় রাষ্ট্রের ভারতে যোগাযোগ আছে । এবারের নববর্ষে হিলি সিমান্তে ওপারে ভাই এপারে বোন তারকাটার মধ্যে হাত জড়িয়ে ধরে কাদছে । তাদের বয়স ৮৫/৯০ এর মত । এরকম লক্ষ পরিবার দুদেশেই এবং পাকিস্তানেও আছে । ভারত মহাশক্তি এবং তাকে আমাদের সমঝে চলতে হয় । দেউলিয়া গ্রস্থ রাজনীতি ও ঘুমন্ত পররাস্ত্রনিতি অপরের উপর শুধুই নিরভরশিলতা বাড়ায় । আমরা সামরিক দিক দিয়েও কারো সমকক্ষ নই , ব্যাবসা পাতি তো অনেক দূরে। এমন হত ইসরাইলের মত চুপে চুপে পারমানবিক বোমা বানিয়ে অবশেষে প্রকাশ আমাদের একটু মেনে টেনে চলত । কিছুই না করার ফসল এখন ভারতের রাজনীতির দিকে তাকিয়ে থাকা আর তসবি গোনা । আপনি বি বি সি , সি এন এন দেখলে দেখবেন আজ তারা লাইভ দেখাচ্ছে সব বাদ দিয়ে । মোদী তাদের কাছে নতুন মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । মোদীকে ভারতীয়রা পছদ করেছে এতে আমাদের কি আর পাবলিক খেতে চায় বলেই মিডিয়া খাওয়ায় । আশা করি বোঝাতে পেরেছি ।
১৬ ই মে, ২০১৪ রাত ১০:৩৮
ব্যাকুল পথিক বলেছেন: আপনি বিবিসির সাথে বাংলাদেশের নিউজ চ্যানেল গুলোর তুলনা করতে পারেন না, কারন ওটা বাংলাদেশি চ্যানেল নয়। আর আপনি আমাকে শত যুক্তি দেখালেও আমি তা মানতে পারবো না কারন আমার ঘরের লোকের চাইতে বেশি আপন কেউ নয়। আমি আবেগ নিয়ে লেখি নাই, আমি শুধু আমাদের বলদামির কথা বলছি। আমার স্বভাবটাই পা চাটা, এটা আমার নীতি হয়ে গেছে। আর সাহস সে তো আমি কবেই হারিয়ে ফেলেছি।
©somewhere in net ltd.
১|
১৬ ই মে, ২০১৪ রাত ৯:৪০
নিয়ামুল ইসলাম বলেছেন: থিক বলছেন ভাই, এটা নিয়া কিছুক্ষণ আগে একজনের লগে লাগছিলো আমার। শেষমেশ বলেযে মোদী আইতাছে কি হবে আম্লিগের। আমি বুঝিনা এর মাঝে রাজনীতি টানার মানে কি। এখন আমার মনে একটাই প্রশ্ন জাগে যে আমি কোন দেশি আমি কার দালাল????