নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।
ভূমিকা আর কি.....:
আজ যদি হুমায়ুন স্যার বেঁচে থাকতেন তাহলে আমার কাজের বুয়াদের কাহিনী শুনে নির্ঘাত একশত পর্বের নাটক লিখে ফেলতেন। যেহেতু সে সুযোগ আপনারা পাচ্ছেন না তাই আমার এ ক্ষুদ্র প্রয়াস .... আমার কাজের বুয়া সমাচার পর্ব। আশা করি ভবিষ্যতে সাবধানতার জন্য এ পর্বগুলো আপনাদের ভালো লাগবে। :-< :-< :-< :-< :-<
পর্ব-১
বিয়ের পর মা আর শাশুড়ি মা তো বিরাট চিন্তায় পড়ে গেলেন.....মেয়ে ও ছেলেতো কিছুই জানেনা ...ওরা খাবেকি? মাস ছয়েকের মধ্যে ধানমন্ডির সব হোটেল আর ফাস্টফুড মুখুস্ত হয়ে গেছে.... ওখ্নকার বয় বেয়ারাও আমাদেরকে অতি আপন করে নিয়েছে কিন্তু বাঁধ সাধলো আমার হাজবেন্ড..... বেচারা নতুন বউরে কিছু বলতেও পারছেনা সইতেও পারছে না কারন তার লুজমোশান শুরু হয়েছে (আমার আবার স্টিলবডি, ভার্সিটি হলের মামুদের ৬ মাস পুরানো ডাইল খেতে খেতে শরীরে এ্যান্টিবডি তৈরী হয়েছে )। শেষ মেষ বেচারা ধরলো তার খালারে...ওর দু:খ শুনে আমার খালা শাশুড়ি তৎখনাত তার ১৫ বছরের কাজের মহিলাকে ১২ মাসের এ্যাডভান্স দিয়ে পাঠিয়ে দিল। শুরু হলো আমার নতুন জীবন......
তো আমার বুয়া খালাম্মা শাশুড়ি আমার বাসায় এসেই হম্বি তম্বি..বউমা ঘর এত নোংরা কেন (লাস্ট ৬ মাসে ক্লিন করি নাই)? প্লেট বাটি ঘটিএত নোংরা কেন (লাস্ট ১০ দিন ক্লিন করি নাই জমাচ্ছিলাম আর কি কারন বুয়াতো আসছেই )? সকালে এত দেরী করে উঠ কেন? স্বামীকে নাম ধরে ডাকা কেন?....এই কেনর উত্তর দিতে দিতে আমার জান মোটামুটি সিক কাবাব....। সাক্ষাত হিন্দি সিরিয়ালের শাশুড়ি (যদিও আমার শাশুড়ি মা খুবই ভালো, কখনই খবরদারি করেন না)।
যাহোক ৩/৪ দিন আমাকে ধমকের উপর রেখে কিছু কাজ নিজে করলো আর আমাকে দিয়ে কিছু করালো। ৫ম দিন থেকে বিছানা থেকে আর বুয়া শাশুড়ি উঠেন না...তার শরীর নাকি ম্যাজ ম্যাজ করছে...... সেদিনের মত বাইরে থেকে আমার হাজবেন্ড খাবার নিয়ে এলো কিন্তু মুসিবত...বুয়া শাশুড়ি বাইরের খাবার খাবেন না.....আবার তার জন্য আমার রান্না করতে বসতে হলো.. ।
এভাবে ৩ দিন যাওয়ার পর এক রাতে বুয়ার চেচামেচি...কি ব্যাপার খালা কিছু হয়েছে? বুয়া শাশুড়ি তো বিছানা থেকে এই পড়ে কি সেই পড়ে.. তাড়াতাড়ি হাজবেন্ডকে দিয়ে ডাক্তারের কাছে পাঠালাম.. ডাক্তার ফুডপয়জনিং এর ট্রিটমেন্ট দিল আর বললো খাওয়ার ব্যাপারে সাবধান থাকতে। তখন মনে পড়লো বুয়া শাশুড়ি আগেরদিন রাতে প্রচুর চিকেন খেয়েছেন ।...যাহোক লাইফ আমার মোটামুটি হেল... সারাদিন অফিস করি.. রাতে বুয়া শাশুড়ির জন্য মাগুর মাছের ঝোল রান্নাবান্না...বাসন হাড়ি পাতিল মাজা.... বুয়া শাশুড়ির ঔষধ খাওয়ানো... ফলফ্রুট খাওয়ানো.. আমি আর নাই। বুয়া শাশুড়ির মোটের উপর বিছানা থেকেই উঠেন না... একটু পর পর বউমা বলে হাক দেন....... তার ফরমায়েস খাটতে খাটতে আমাদের দুজনের মোটামুটি কেরোসিন অবস্থা।
আমি তো বউ মানুষ কিছু বলতে পারি না.. বললে আবার বলবে বউ পাষান হ্রদয়ের। এভাবে মাস খানেক চলার পর আমার হাজবেন্ডই মুখ খুললো... এভাবে তো আর চলা যায় না..... করলো তার খালারে ফোন... খালাতো আতঁকে উঠে শুনে... কস কি.....হারামজাদির এতো সাহস... আরে ওতো অভিনয়ে বিশাল পাকা... আমার সাথে এরকম অনেক অভিনয় করেছে..... এক্ষনি পাঠা তারে কান ধরে..... কিন্তু ১ বছরের টাকা যে এডভান্স নিয়ে গেছে। আমার হাজবেন্ড তাড়াতাড়ি বললো.......খালা টাকার চিন্তা করা লাগবে না ওরে এসে নিয়ে যাও.......। যাহোক এডভান্স ২৪০০০ টাকা আর গাড়ি ভাড়া সহ আরও ৫০০০/- পেনাল্টি দিয়ে মুক্তি মিললো।
যদি ভালো লাগে তাহলে পরের পর্ব নাইলে এখানেই ইতি........
বি:দ্র: ছবি আমার পোগ্রামের মেয়েদের বুয়ার না... বুয়ার ছবি দিতে সাহস হলো না.......
বাকি পর্ব যদি পড়তে চান.........
আমার কাজের বুয়া কাহানী.....পর্ব-২
আমার বুয়া কাহানী.. পর্ব-৩
আমার বুয়া কাহানী.. পর্ব-৪
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬
সোহানী বলেছেন: ভাই ..তাও তো মুক্তি মিললো.......
২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবির উনারা কি ঋণের দ্বায়ে জর্জরিত হয়ে বসে আছেন অসহায় হয়ে যে ভেবে পাচ্ছেন না কেমনে কি করবেন
যাই হোক চালিয়ে যান লেখা অপেক্ষায় থাকলাম পরের পর্বের। বুয়া কাহিনী ভালই লাগছে।
১ম ভালো লাগা দিলাম।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সোহানী বলেছেন: আরে না ভাই উনারা আমাদের থেকে ভালো আছেন.... ঋণ নয় উনাদের কিছু সম্পদ দেয়া হয় ও মাসে মাসে তার খোজ নেয়া হয়....
৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
বাংলার হাসান বলেছেন: ২য় ভালো লাগা দিলাম। অপেক্ষায় থাকলাম পরের পর্বের।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ....
৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
লাবনী আক্তার বলেছেন: হাহাহা । বুয়া খালাতো দারুণ অভিনয় করল !!
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
সোহানী বলেছেন: হুম...সুবর্না আপা ফেইল....
৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
প্রকৌশলী আতিক বলেছেন: উমম মাগুর মাছের ঝোল। পেট টা মোচড়াইয়া উঠল।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
সোহানী বলেছেন: কোন কি ??????? লুজ......
৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
অদ্ভুত_আমি বলেছেন: ভালো লাগলো
বুয়া শাশুড়ী
পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম কিন্তু আপুনি ।
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
সোহানী বলেছেন: ওকে.......
৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
এন ইউ এমিল বলেছেন:
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩০
সোহানী বলেছেন: ধন্যবাদ............
৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫
সোহানী বলেছেন: সে আর বলতে.........
৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৪
দোয়েলবিডি বলেছেন: Plus;-)
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সোহানী বলেছেন: ধন্যবাদ.........
১০| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৯
digitalpagla বলেছেন: আপু আপনি কি আমাদের সাথে ক্রিমিনালি করতে চান্?
ওয়েটিং নেক্সট পার্ট।
এখন কিভাবে চলতাছে।
বুফে খাইতাছেন? টাইম টেবিল কন....,,,খিদায় আমার পুরতাছে!!!!
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সোহানী বলেছেন: আরে সে আর বলতে ভাই... কাহিনী মাত্র শুরু করলাম......রহ ভাই রহ..খাবার আসিতেছে...
১১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
digitalpagla বলেছেন: ভালো লাগে নাই মানে??
আপু আপনি কি আমাদের সাথে ক্রিমিনালি করতে চান্?
ওয়েটিং ফর নেক্সট পার্ট।
এখন কিভাবে চলতাছে।
বুফে খাইতাছেন? টাইম টেবিল কন....,,,খিদায় আমার পুরতাছে!!!!
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
সোহানী বলেছেন: উত্তর উপরে....দেইখা লন.....
১২| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর লেখছেন। ঢাকায় পড়তে এসে বুয়া নিয়া খুব বাজে অভিজ্ঞতা হইছিল। ১০ কেজি চাল নাকি ৩ দিনেই খেয়ে ফেলতাম আমরা ২ জন। চাল কিনতে কিনতে ফতুর হয়ার মত অবস্থা।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সোহানী বলেছেন: আরে আপনার সাথে তো আমার দারুন মিল... আপনার তো শুধু চাল আমার তো আটা/পিয়াজ/মাংস কি নেই তালিকায়...
১৩| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০২
বাকাট্টা বলেছেন: আপু, ছবিটা সরিয়ে দিন। বুয়ার গল্পের সাথে গ্রামের এসব গৃহবঁধুর ছবি যায়না।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সোহানী বলেছেন: ঠিক তাই.....
১৪| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
ঝটিকা বলেছেন: সারাদিন অফিস করি.. রাতে বুয়া শাশুড়ির জন্য মাগুর মাছের ঝোল রান্নাবান্না....।
নিজের মা'কেউ এতো খেদমত করছি কিনা সন্দেহ
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সোহানী বলেছেন: ঠিক ভাই তাই.....কিন্তু সত্য যে করতে হয়েছিল আর আমার মায়ের খেদমত করবো না !!!!!!! এটা কি কইলেন ভাই... আমার মা তো এখন আমার মেয়ে তাই নয় কি????
১৫| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
শুকনোপাতা০০৭ বলেছেন: হাহাহা.. মজা পেলাম পড়ে
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সোহানী বলেছেন: ধন্যবাদ...
১৬| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
সবুজ মহান বলেছেন: ভাল লাগল তবে ছবিটা চেঞ্জ করে দেন ।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
সোহানী বলেছেন: হুম ঠিক তাই.......
১৭| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৯
বাকাট্টা বলেছেন: আপনার জন্য আর একটু হলে বাসায় ইজ্জত নিয়া টানাটানি পড়তো। গুগলে ইমেজেস অফ কাজের বুয়া লিখে সার্চ দেয়ার পর যা আসল
অনেক খুঁজে এইটা পাইলাম, এটা নেন, ঐ ছবি সরান।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
সোহানী বলেছেন: কন কি ভাই....ইজ্জত কা সাওয়াল....
ছবিটা কিছুতেই আপলোড করতে পারছিনা.....দেখি আবার ট্রাই করি...
১৮| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২২
মিত্রাক্ষর বলেছেন: আমার কাজের বুয়া সমাচার ভাল লেগেছে, ২য় পর্ব পড়ার অপেক্ষায় রইলাম।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ...
১৯| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
আদম_ বলেছেন: ভালো লাগেনি লেখাটা। কেমন জানি একটা ছাড়া ছাড়া ভাব। খুব একটা জমেনি।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
সোহানী বলেছেন: soooo sorry bhai...next time will try for better writing....
২০| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৯
রাসেল ভাই বলেছেন: বাহ! ভালোইতো! এই না হলে শাশুড়ি ।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
সোহানী বলেছেন: হা হা ঠিক তাই.....
২১| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আমি ইহতিব বলেছেন: চালিয়ে যান আপু। আজকাল বুয়া পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া এক কথা হয়ে গিয়েছে।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সোহানী বলেছেন: আরে সে আরেক কাহানি.....
২২| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
সুস্মিতা শ্যামা বলেছেন: কী অবস্থা! হায় হায়।
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
সোহানী বলেছেন: সে আর বলতে......অবস্থা টাইট আর কি...
২৩| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: বুয়াকে নিয়া আমারও লিখা মথায় ঘুরছে যে কোন সময় লিখে ফেলব..পোস্টে +++
২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সোহানী বলেছেন: আসেন সেলিম ভাই..স্বাগতম বুয়া ব্লগে...
২৪| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
একজন আরমান বলেছেন:
বুয়াও ডেঞ্জারাস আর আপনিও।
নাহ এতো এডভান্সড মাইয়া বিয়া করন যাইবো না।
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
সোহানী বলেছেন: এটা কি কইলেন... আমি ডেঞ্জারাস !!!!!!.......
যতদিন বিয়া না করন যাইবো ততদিন শান্তি...........ভালো থাকেন...
২৫| ২৫ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
সেলিম আনোয়ার বলেছেন: আরমান আমার বাছাবাছি করার সুযোগ না্ই
যারে পাই তারে খাই অবস্থা......
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৫
সোহানী বলেছেন: সেলিম ভাইয়ের আবার কি হলো......হঠাৎ খাই খাই অবস্থা কেন????
২৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: উনাদের কে নিয়ে আমার ও লেখার খায়েস হইসিল একবার ...বাপ রে বাপ যা একটিং বাজ!!!!
যাক সেটা পূরণ হল আপনার লেখায়
+++++++++
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
সোহানী বলেছেন: অনেক ধন্যবাদ....শুধুমাত্র ভূক্তভোগীরাই জানে তারা কি চীজ...
২৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:১২
একজন আরমান বলেছেন:
আরে এইটা কি বললেন?
সেই কত্তো দিনের শখ বিয়া করার... :!> :#>
২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬
সোহানী বলেছেন: হাহাহা...পাত্রীর কি অভাব নাকি .....
২৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫১
আদম_ বলেছেন: ::১৯ নম্বর কমেন্ট প্রসংগে।
আমি অত্যন্ত দু:খিত। আসলে এভাবে বলা আমার উচিত হয়নি। আমার মত অভাজনদের কথা শুনে লেখা বন্ধ করবেন না। আমরা সবাই মিলেইতো ব্লগকে বাচিয়ে রাখবো। খুশি হবো যদি সাথে থাকেন। আর লেখাটা সুন্দর হয়েছে। ধন্যবাদ।
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
সোহানী বলেছেন: Many thanks for reply on my comments. Actually writing is my hobby and always appreciate -ve comment as it helps to rectify my write up...........thanks
২৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
লোকমান বিন আলী বলেছেন: এক বছরের এডভান্স দেয়া ঠিক হয়নি।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৭
সোহানী বলেছেন: চোর পালালে বুদ্ধি বাড়ে আর কি......
৩০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২
একজন আরমান বলেছেন:
পাত্রীর অভাব নাই। তবে বয়স হয় নাই ! (আমি না আম্মা বলে)
কেবল ২৪ ! ২৮ এর আগে বিয়া করতে কোন ভাবেই দেবে না।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭
সোহানী বলেছেন: হাহাহাহা...যতদিন দিল্লীর লাড্ডুর থেকে দূরে থাকবেন ততদিন শান্তি..........
৩১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
একজন আরমান বলেছেন:
না আমি লাড্ডু খেতে চাই। মানে বিয়ে করতে চাই।
এক দফা এক দাবি।
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৬
সোহানী বলেছেন: ২৮ এ পা দেন তারপর.........নতুবা মা বকবেন......
৩২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
শায়েরী বলেছেন: Ahare
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সোহানী বলেছেন: সে আর বলতে..
৩৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: আমার বয়স ২৮ এর বেশি......মেয়ে তো অঢেল আছে তবে পাত্রীর অভাব ঠিকই আছে
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
সোহানী বলেছেন: হাহাহা... না ঠিক না... মেয়েদেরকে পাত্রীর চোখে বিচার করেন ঠিকই পেয়ে যাবেন.... আর খুব প্রত্যাশা করেছেন তো জীবনভর কষ্ট পাবেন... চান্স পেয়ে একটু উপদেশ দিলাম আর কি..
৩৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬
স্পাইসিস্পাই001 বলেছেন: কাজের বুয়া তো রিভার্স মারছে......
মজা পেলাম ....++++
ধন্যবাদ ....ভাল থাকবেন
০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৩
সোহানী বলেছেন: আসলেই রিভার্স মারছে......
৩৫| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬
খায়রুল আহসান বলেছেন: আমার তো ওদের সাথে ডাইরেক্ট কোন ইনভল্ভমেন্ট নাই, তবে একটু দূর থেকে দেখে শুনেও লেখার মত যথেষ্ট রসদ হাতে আছে। তবে আপনার মত এতটা রসিয়ে তো আর লিখতে পারবো না!
হুমায়ুন স্যার বেঁচে থাকলে আপনার অভিজ্ঞতার কথা জেনে নির্ভয়ে একশত পর্বের নাটক লিখে ফেলতেন? নাহ!
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: আপনি আমার পুরোনো লিখাগুলো পড়েন বলে নিজের লিখাগুলো আবার নিজেই পড়ার সুযোগ পাই। অনেক অনেক ধন্যবাদ। সময় থাকলে অাবার রিরাইট করে পোস্ট দিতাম কিন্তু সময় এবং সুযোগের বড়ই অভাব।
কেমন আছেন?
ডাইরেক্ট কোন ইনভল্ভমেন্ট নাই বলে বেচেঁ গেছেন, যারা ইনভল্ভ হয় তারা জানেন ওদেরকে ম্যানেজ করা অফিস ম্যানেজ করার চেয়েও কঠিন। তারপরও ওদের জন্য বরাবরই আমার মন খারাপ থাকে, যে বয়সে পৃথিবীর রঙ্গিন আলো দেখার কথা সে বয়সে হাড়ি পাতিল মাজে।
অনেক অকে ভালো থাকেন প্রিয় লেখক।
৩৬| ১৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮
খায়রুল আহসান বলেছেন: কথাটা বাহ হবে, "নাহ" নয়। কমেডী অভ এরর্স!
১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯
সোহানী বলেছেন: হাহাহাহাহা....... সেটা বুঝে নিয়েছি।
©somewhere in net ltd.
১| ২৫ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২০
বাংলার হাসান বলেছেন: যাহোক এডভান্স ২৪০০০ টাকা আর গাড়ি ভাড়া সহ আরও ৫০০০/- পেনাল্টি দিয়ে মুক্তি মিললো। হা হা হা