নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সোহানী

আমি অতি বিরক্ত হয়ে আমার অনেক লিখাই ড্রাফটে নিয়েছি কারন সামুতে আমার কিছু ভাবনা শেয়ার করছি, আর এ ভাবনা গুলো আমার অনুমতি ব্যাতিরেকে কপি না করার অনুরোধ করেছিলাম কিন্তু যত্রতত্র আমার লিখার কপি পেস্ট দেখেই যাচ্ছি দিনের পর দিন।

সোহানী › বিস্তারিত পোস্টঃ

রাত দু্ইটায় জ্বিনের বাদশাহ্ এর ফোন... :-B :-B :-B :-B ..... আখিরি কথা না কইয়া কি সব লেনদেনের কথা কয়;);););)

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২৭

কাল রাত ২ টায় ০১৭৫৯০০০১৫৪ নাম্বার থেকে মহামান্য জ্বিনের বাদশাহ্ এ ধরাধমে এসে আমার মতো অধমরে ফোন দিসে। :-B :-B :-B :-B :-B



আমি বেশি মাইন্ড খাইতাম না যদি আমার এতো সাধের ঘুমের বারোটা না বাজাইতো। যাহোক বললাম "জ্বিন সাহেব, আপনার সাথে আমার ব্যাপক গল্প করে একাল পরকালেন খোজঁ নেয়ার ইচ্ছা ছিল বাট আপনি বড্ড অসময়ে ফোন দিসেন......... সময় করে দিনের বেলা ফোন দিয়েন ... খোশ গল্প করবো নে... তারপর ও যদি আপনি আমার একান্ত প্রেমে পরে আবার রাতের বেলা ফোন দেন তাইলে কিন্তু আমি আপনারে খাইছি........."।



যাহোক জ্বিন সাহেব আর রাইতের বেলা ফোন দেয় নাই....... দিনের বেলা ওয়েট করছি তার ফোনের জন্য।

মন্তব্য ৪৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪৩

শীলা শিপা বলেছেন: আমি আজ পর্যন্ত ফোন পাইলাম না :( :(
কত শখ জ্বিনকে ফোন ফ্রেন্ড বানাব... :#>

০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫২

সোহানী বলেছেন: সে কথা আর কইয়েন বোন আমারো তো বহুত শখ ছিল একটু খোশ গল্প করুম তাই বলে বাট রাত দু্ইটায় !!!! সেই জন্যই তো দিনের বেলা ফোন করতে কইলাম....... অপেক্ষায় আছি !!!!

২| ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি একবার পাইছিলাম।
বেচারা হতাশ :)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

সোহানী বলেছেন: আহারে বেচারা !!! ভুল জায়গায় ডায়াল করেছে :) :) :) :) :) :)

৩| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০

ঢাকাবাসী বলেছেন: ভাল করেছেন।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৩

সোহানী বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-/

৪| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

শুঁটকি মাছ বলেছেন: আমার আম্মুকেও জ্বিন বেবিটা ফোন দিছিল!!!!!!! :-P :-P :-P

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪১

সোহানী বলেছেন: আপনার আম্মুকেও জ্বিন বেবি ফোন দিয়েছিল আর আমাকে যে দিয়েছে তার বাবা।

৫| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩০

ধুমধাম বলেছেন: আমারে একবার দিছিল রাত তিনটায়, মেজাজ এমন খারাপ হইল......... তিনি বললেন 'জনাব আপনি খারাপ ভাষা ব্যবহার করতেছেন' তারপর নিজেই লাইন কেটে দিলেন।
এখনো এসব আছে! এরা মানুষরে কি মনে করে?!

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৭

সোহানী বলেছেন: বুঝেন ঠেলা রাত ২/৩ টায় ফাজলামী.... আরে আমাদেরকে আবুল ভাবে আর কি.......

আসলে ওরা ট্রায়াল এন্ড এরোর বেসিসে ফোন দেয়... শ খানেক দিলে ১টা হয়তো ক্লিক করে........ দেন ১০/২০ হাজার মিনিমাম লাভ।

৬| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৫৬

ইলা বলেছেন: ঈদের আগের রাত ২.৩০ টার সময় ০১৭৬২১৬৪৮৫৪ এ নাস্বার থেকে একটা কল আসে। এত রাতে ফোন??? আমার শাশুরী আম্মা হসপিটালে ভর্তি । এসময় সবাই এক অজানা আতংকে আছি। ফোান রিসিভ করে হ্যালো বলার সাথে সাথেই এক বিরাট লম্বা ছালাম -আচ্ছালা----মু আলাইকুম মা জননী স্বামী সন্তান নিয়ে আন্লাহর অশেষ রহমাতে ঘুমাইয়া আছেন। মা জননী আমার একিট দরগা সরীফ আছে সেখানে একটি মসজিদ নির্মানের জন্য কিছু অর্থের প্রযোজন। আরো কিছু বলা শুরু করার মাঝেই বললাম জনাব বাদশা আমারও একটা খানকা শরীফ আছে মেহেরবানী করে ---- বলতেই বাদশা বলল কী বজ্জাত মহিলারে বাবা- :P বলে লাইন কেটে দিল।

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৩

সোহানী বলেছেন: হাহাহাহাহা.. ভালোইতো সাইজ করলেন !!!!!!!!!

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯

টয়ম্যান বলেছেন: জ্বীন :-& :-&

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৫

সোহানী বলেছেন: জ্বি জ্বীন সাহাব...........

৮| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১০

সোহানী বলেছেন: আর বইলেন না কান্ডারি ভাই.... রাত দুপুরে ঘুমের বারোটা... মেজাজটা এমন খারাপ হয়েছিল..

৯| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এইরকম কাহিনী এই প্রথম শুনলাম আপু।

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৯

সোহানী বলেছেন: বলেন কি !!!! এটা নিয়ে তো টিভি সিরিজ রিপোর্ট হয়েছে......

১০| ০৬ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৩

মুদ্‌দাকির বলেছেন:

আমারো জ্বীনের বাদশার সাথে বলতে ইচ্ছা করে, আমার মাকে দুইদিন ফোন করেছে, কনভিন্স করতে পারে নাই , বাদশা বলেছে আমার মা নাকি ২০ লক্ষ টাকা জিতেছে, সেটা এন্সিউর করতে ২ হাজার টাকা বিকাশ করতে হবে, জ্বীনের বাদশার নাম্বারে............ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৮

সোহানী বলেছেন: মাত্র বিশ লাখ !!! আমি তো এমন ফোন, মেসেজ বা মেইল অনেক পেয়েছি ..... এমন কি ইউকে তে চাকরীর অফার তবে এই বারই প্রথম জ্বীন বাবাজির দেখা পেলাম....

আসলে আমি গ্রামীনের প্রথম দিকের কাস্টমারতো তাই নাম্বার টা ইজি....

১১| ০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তাহলে মিস করেছি :(

০৬ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:৪৯

সোহানী বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/

১২| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:০৫

ক্যপ্রিসিয়াস বলেছেন: আপু নেক্ট টাইম ফোন দিলে আমার সাথে কন্টাক্ট করতে বলবেন। কারন রাত ২/৩ টা মনে আমরা এখানে রাত ১০/১১ টা ।আর এখানকার রাত ২/৩ টায় ফোন দিলে ও প্রব্লেম নাই। আমার বহুত দিনের শখ জ্বিনের সাথে কথা বলুম। প্রায়ই রাতে ব্ল্যাক ফরেস্টে বসে থাকি কিন্তু এখনো কোন জ্বিন ভুতের দেখা পাইলাম না। জার্মান, বাংলা , ইংরেজি যে ভাষাতেই বাকচিত করতে চায় প্রব্লম নাই।

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩২

সোহানী বলেছেন: হাহাহাহা... সেটাইতো প্রবলেম!! ওরা তো দিনের বেলায় ফোন দেয় না। আর আপনাকে ফোন দিয়ে ওদের পোসাবে না.. মানে পয়সা উঠবে না.....

১৩| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: জ্বিন নিয়া আপনে খূশ থাকেন...

একটা পরী পরি পাইলে আমারে কল ডাইভার্ট কইরা দিয়েন ;) :P

আসলেই আজব কিসিমের ধান্ধাবাজ এরা!!! ডিজিটাল ধান।ধাবাজতো বটেই :-B

০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৩৬

সোহানী বলেছেন: আরে পরীতো ফোন দিবে আপনাদের....!!! কেন প্রায় দেখেন না ওমুকের সাথে প্রেমের অভিনয় করে সর্বসান্ত !!!!!!

প্রতি রাতেই তারা প্রায় কয়েক'শ কল দেয়.. ১/২ টা ক্লিক করলেই তো ১০/২০ হাজার মিনিমাম ইনকাম। ২০০ টাকার ইনভেন্টমেন্টে ২০ হাজার... মন্দ কি !!!

১৪| ০৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১৩

ইছামতির তী্রে বলেছেন: আমার এক বন্ধুকে ফোন দিয়েছিল। রাতে সে রিসিভ করেনি। পরের দিন সকালের দিকে সে অন্য নম্বর থেকে কল ব্যাক করে ধুমায়া গালি দিছে। সেকেন্ড টাইম জ্বিন বাবাজী অবশ্য বিরক্ত করেনি।

মাঝে মঝেই বাটপারীর নতুন নতুন আইডিয়ার কথা শুনতে পাওয়া যায়। তবে এই বাটপারীর স্বীকার কিন্তু অনেকেই হয়।

০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৯

সোহানী বলেছেন: আসলেই বাটপারির নতুন নতুন পন্থা ওরা বের করে। একটা পাবলিক বেশী জেনে গেলে আরেকটা নিয়ে আসে।

আসলে আমাদের বেশীর ভাগ মানুষইতো অর্ধশিক্ষিত ও সরল বিস্বাসী। নিজের আপন জনের কথা বললে সহজেই ট্রেপে পা দেয়। ফোনে লটারী যেতা বা প্রেমের ফাঁদতো অহরহ ঘটছে... তারপরও ছেলে মেয়েগুলা সহজেই তা বিশ্বাস করে।

ধন্যবাদ

১৫| ০৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সালাম কালাম দিয়া আমারে একদিন কয় তুই মহা ভাগ্যবান -----
বললাম জ্বীন মিয়া আপনি আমার আরামের ঘুমটাভাংগিয়ে না দিলেই নিজেকে ভাগ্য বান মনে করতাম ।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪২

সোহানী বলেছেন: হাহাহাহাহা....... ঠিক তাই। দিনের বেলা করতো খোশ গল্প করা যেত... তা না রাতের বেলা !!!!

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

সোহানী বলেছেন: গিয়াসলিটন ... আপনাকে অনেকদিন পর ব্লগে দেখলাম মনে হয়???

১৬| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

রেজা এম বলেছেন: অপেক্ষায় রইলাম.......

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: আরে আমি ও তো অপেক্ষায় বাট জ্বিন সাহেব তো ফোন দেয় না......

১৭| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৫১

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমাকে এখনও তিনি ফোন দেননি।

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৩

সোহানী বলেছেন: আমিও অপেক্ষায় আছি.................

১৮| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৪

বৃশ্চিক রাজ বলেছেন: আমার ব্লগে আপনার লিংক পেয়ে চলে এলাম। আমার ব্লগে ঘুরে যাওয়ার জন্য আপনাকে থ্যাকংস। আফ্রিকার এমাজন জঙ্গলে এই ধরনের জীন থাকে বলে শুনেছি।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৯

সোহানী বলেছেন: এ জ্বীন সে জ্বীন নয়.... এরা ধান্দাবাজ জ্বীন । আপনার থেকে কিছু টাকা হাতিয়ে নেয়াই এদের কাজ। ট্রায়াল এন্ড বেসিসে এরা ফোন করে যদি কোন বেকুব ধরতে পারে.... !!!!! (বি:দ্র: আমি বেকুব নই.... কি বলেন)

অনেক ধন্যবাদ বৃশ্চিক রাজ ... আপনার ক্যালিফোর্নিয়া লিখাটা কিন্তু অসাধারন... সাথে ছবি।

১৯| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬

বৃশ্চিক রাজ বলেছেন: কি অদ্ভুত ! ক্ষুধার রাজ্যে আসলেই পৃথিবীটা গদ্য ময়। আপনাকে অনেক থ্যাংকস।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৬

সোহানী বলেছেন: আসলে ক্ষুধার রাজ্যের ব্যাপার না... কাজে অনিহা, চেস্টায় ভীতি বা অল্প দিনে বড়লোক হবার ধান্দা... এসব কিছুই এ ধরনের প্রতারনা চক্র গড়ে উঠার কারন। আর আমাদের অর্ধ শিক্ষিত জনগন খুব সহজেই ধরা দেয় তাদের ফাঁদে....

অনেক অনেক ধন্যবাদ....

২০| ১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩

খাটাস বলেছেন: জীন খাইয়া দাইয়া কাজ নাই ব্লগাররে ফোন দিছে। মানুষ চেনে নি। :)
আমারে ও একবার দিছিল, আমি দুর্গা মন্ত্র আর বুদ্ধ দেবের মন্ত্র শুনাইছি। শেষে আমারে বলে, বেটা তুই খবিশ। :)

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২

সোহানী বলেছেন: হাহাহাহাহা.... ওই ব্যাটা জ্বীনতো বুঝে নাই ব্লগারের পাল্লায় পড়ছে .......

খবিশ না খাটাস !!!!!! বাট খবিশ তো বুঝলাম বাট খাটাস কেন ??????

২১| ১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২১

খাটাস বলেছেন: হাহাহা হুম ব্লগারের পাল্লায় পড়ছে বোঝে নাই বলেই ওই নাম্বার দিয়ে ব্যবসা আর করতে পারবে মনে হয় না, অন্তত শিক্ষিত সমাজে। :)
খাটাস নাম টা আসলে তেমন কিছু না। ব্লগে নিক খোলার সময় সব নামেই রিজেক্ট হচ্ছিলাম। নিজের আসল নামে ও। আগে পড়ে নাম্বার লাগাতে ইচ্ছে করে নি। এক ফ্রেন্ড বলল, তুই খাটাস- এই নামে দেখ পেয়ে যাবি। পেয়ে গেলাম। :) তখন থেকেই আমি খাটাস। :)
অনেক ধন্যবাদ খাটাস সম্পর্কে জানতে চাওয়ার জন্য। :)
অনেক ভাল থাকবেন সোহানি আপু।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:১৯

সোহানী বলেছেন: হাহাহাহাহা.............. এক ফ্রেন্ড বলল, তুই খাটাস !!!!!!! তখন থেকেই আমি খাটাস।!!!!! ... আরে নাহ্ আপনি কেন খাটাস হবেন... খাটাস হবার জন্য তো দেশ ভর্তি লোকের অভাব নেই...... তোবা বা রানা বা নিদেন পক্ষে স কল্যান মন্ত্রীর দিকে তাকালেই পেয়ে যাবেন কয়েকজন কে...

২২| ১৩ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:০১

টেকনিসিয়ান বলেছেন: আজ আমার ফেবুতে একজন শেয়ার করেছে এ ছবিটা...



বি.দ্র.- এ ছবি খাওয়ার আগে দেখলে অরুচি এবং খাওয়ার পর দেখে কারো বদহজম হলে আমাকে দায়ী করা যাবে না। :(

১৪ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯

সোহানী বলেছেন: /:) /:) /:) /:) /:) /:)

২৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:১৬

খায়রুল আহসান বলেছেন: কোন এক রাতে এরকম একটা কল পেয়ে আমারও সুখনিদ্রা ভঙ্গ হয়েছিল! :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৩

সোহানী বলেছেন: আগে এটা প্রায় হতো। এখন মনে হয় কমেছে।

তবে আমার এখনো মনে আছে সে গুরু গম্ভীর গলা। কেমন যেন গা ছমছম করা কথা!!!! কিন্তু সমস্যা হইলো সে ভুল নাম্বারে ডায়াল করেছে..............। হাহাহা আমি এসব এর ধার ধারি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.